এক ব্যাক্তি মাসিক বেতনে চাকরি করেন এবং বছর শেষে ইনক্রিমেন্ট পান। তাঁর মাসিক বেতন ৪ বছর পর ৩,৫০০/- টাকা এবং ১০ বছর পর ৪,২৫০/- টাকা হলে, তিনি মাসিক কত টাকা বেতনে চাকরি শুরু করেছিলেন?
একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। ৪০% ছাত্র হলে ছাত্রীর সংখ্যা কত?
x : y = 5 : 3 হলে ( 8x – 5y ) : ( 8x + 5y)=?
একটি বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। বাগানের ভিতর সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের ১২ অংশ হলেপুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
a – [2b – {3c - ( a - 2b + 3c )}]