গাছপাথার
গাছপাথার (হিসাব নিকাশ) = আমার অবসরের সময় কোথায়? অনেক গাছপাথার আছে।
অন্ধিসন্ধি
অন্ধিসন্ধি (ফাঁকফোকর) = এই ব্যবসার অন্ধিসন্ধি কেবল তারই জানা আছে।
শিরে সংক্রান্তি
শিরে সংক্রান্তি (সামনেই বিপদ) = আমার এখন শিরে সংক্রান্তি, কীভাবে সব সামলাব তাই ভাবছি ।
ফপর দালাল
ফপর দালাল (অতিরিক্ত চালবাজি) = সব জায়গায় ফপর দালালি করতে গেলে ধরা খেতে হয়।
মণিহারা ফণী
মণিহারা ফণী (প্রিয়জনের জন্য অস্থির লোক) = একটা সামান্য কলম হারিয়েই সে এমন মণিহারা ফণীর মতো ভাব করছে?