নবায়নযোগ্য জ্বালানি (Renewable Energy) হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। অধিকাংশ দেশ তাদের বিদ্যুতের চাহিদা মেটাতে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। নবায়নযোগ্য শক্তি সমূহ পরিবেশ বান্ধব এবং কার্বন নিঃসরণ মুক্ত। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি টেকশই জ্বালানি ব্যবস্থায় পৌঁছানোর জন্য জাতিসংঘ ও বিশ্বব্যাপী পরিবেশবাদী আন্দোলনসমূহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উৎসাহ অব্যহত রেখেছে।
বিশ্বে জীবাশ্ম জ্বালানির অধিকাংশ ব্যয় হয় বিদ্যুৎ উৎপাদনে, মোটরযান চলাচলে এবং বাসা বাড়ির তাপ-উৎপাদনে। এইজন্য নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে টেকসই বিদ্যুৎ ব্যবস্থা, টেকসই যানবাহন ব্যবস্থা এবং গ্রিন টেকনোলজি সমৃদ্ধ শক্তি সাশ্রয়ী গৃহস্থালি পণ্য প্রবর্তনে আন্তর্জাতিকভাবে বিভিন্ন গবেষণা প্রক্রিয়াধীন আছে।
সোনার চাঁদ
সোনার চাঁদ = অতি আদরের
শনির দশা
শনির দশা = দুঃসময়
রক্তের টান
রক্তের টান = স্বজনপ্রীতি
মাটি করা
মাটি করা = নষ্ট করা
ভালুক জ্বর
ভালুক জ্বর=ক্ষণস্থায়ী
সব ঝিনুকে মুক্তা থাকে না।
সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” অপাদান কারকে সপ্তমী বিভক্তি
বড় হও নিজের চেষ্টায় ।
বড় হও নিজের চেষ্টায় = করণ কারক
টাকার লোভ ভাল নয়।
টাকার লোভ ভাল নয়। সম্বন্ধ কারকে
গৃহহীনে গৃহ দাও
গৃহহীনে গৃহ দাও - সম্প্রদানে ৭মী
সকলকে মরতে হবে।
সকলকে মরতে হবে। = কমর্কারকে ২য়া
হিমাদ্রি
হিমাদ্রি = হিম+অদ্রি
সংবাদ
সম্+বাদ= সংবাদ
মহার্ঘ
মহা+অর্ঘ = মহার্ঘ
প্রত্যাশা
প্রতি+আশা = প্রত্যাশা
নায়ক
নৈ + অক= নায়ক
He succeeded passing the examination.
He succeeded in passing the examination.
To pass - অতিক্রম করতে।
To pass in - প্রবেশ করতে।
By passing - পাশ দিয়ে।
He succeeded in passing examination. সঠিক উত্তর।
Happy smile spread her smile.
Happy smile spread over her smile.
Mita is sensitive weather changes.
Mita is sensitive to weather changes.
Hard labour has broken him.
Hard labour has broken down him.
The man died overeating.
The man died from overeating.
Man is mortal (Negative without changing meaning)
Man is mortal.
= Man is not immortal.
She speaks very silently (Exclamatory)
She speaks very silently
= How silently she speaks !
Who taught you grammar. (Passive)
Who taught you grammar. (Passive)
= By whom were you taught English?
Open the window (Passive)
Open the window.
= Let the window be opened.
I saw him reading (Complex)
I saw him reading. (Complex)
= I saw him when he was reading.
Habeas Corpus
Habeas-corpus অর্থ- অবরুদ্ধ ব্যক্তিকে বিচারালয়ে উপস্থিত করবার পরোয়ানা
Get by heart
Get by heart /verb/ মুখস্থ করা; কণ্ঠস্থ করা; SYNONYM memorize; commit to memory
for good
For good - চিরকালের জন্য. SYNONYM for ever.
Gala day
Gala Day - উৎসবের দিন. SYNONYM a day of festivity.
Hand in glove
Hand in glove /adv/ অত্যন্ত ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ
The Padma Bridge is a major infrastructure project in Bangladesh, connecting Dhaka with the southern region. Stretching approximately 6.15 kilometers across the Padma River, it is the country's longest and most significant bridge. The project's goal is to improve transportation, trade, and socio-economic development by reducing travel time and enhancing connectivity. With modern engineering and construction techniques, the Padma Bridge is designed to withstand natural disasters and ensure long-term viability. This monumental structure is a symbol of progress, fostering national integration and opening up new opportunities for growth and prosperity, solidifying its position as a crucial national asset.
একটি বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার।
অতএব, বাগানের ক্ষেত্রফল = (50×40) বর্গ মিটার
= 2000 বর্গ মিটার।
রাস্তাবাদে বাগানটির ক্ষেত্রফল = 1200 বর্গ মিটার।
অতএব, রাস্তাটির ক্ষেত্রফল = (2000 - 1200) বর্গ মিটার।
= 800 বর্গ মিটার।
এখন রাস্তাটির প্রস্থ = w ধরলে,
l = 50 মিটার
b =40 মিটার
চওড়া = w মিটার
অতএব, রাস্তাটির ক্ষেত্রফল = (I + b - 2w) × 2w
[ ফর্মূলা, মনে রাখার জন্য।]
= (50 +40 - 2w ) × 2w = 800 বর্গ মিটার
বা, ( 90 - 2w) × 2w = 800,
বা, 180w - 4w^2 = 800
বা, 4w^2 - 180w = - 800
বা, w^2 - 45w + 200 = 0,.
বা, w^2 - 40w - 5w + 200 = 0,
বা, w(w - 40) - 5(w - 40) = 0,
বা, (w - 40)(w - 5) = 0.
অতএব, w = 40 বা w = 5.
এখান, w = 5 ই গ্রাহ্য।
স্মার্ট বাংলাদেশের পিলার ৪টি।
১.স্মার্ট সিটিজেন, ২. স্মার্ট সোসাইটি, ৩. স্মার্ট ইকোনমি ও ৪. স্মার্ট গভর্নমেন্ট।
বঙ্গভঙ্গ ১৯১১ সালে রদ করা হয়।
১৯০৫ খ্রিষ্টাব্দে ঢাকাকে দ্বিতীয়বারের মত রাজধানী ঘোষণা করে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। ১৯১১ খ্রিষ্টাব্দে ইংরেজ শাসক লর্ড হার্ডিঞ্জের শাসনামলে দিল্লীর এক সভাতে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের উপস্থিতিতে বঙ্গভঙ্গ রদ করা হয়।
১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা করা হয়।
২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৬৪ টি সাব সেক্টর ছিল।
বেঙ্গল ফ্যান হলো বঙ্গোপসাগরের তলদেশে অবস্থিত একটি ভূমিরূপ।
ঢাকায় প্রথম আহসান মঞ্জিলে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
বৈদ্যুতিক ঈল, একটি স্কেলবিহীন অ্যামাজনিয়ান মাছ যা একটি পূর্ণ বয়স্ক ঘোড়াকে ছিটকে দেওয়ার মতো শক্তিশালী বৈদ্যুতিক ঝাঁকুনি দিতে পারে।
জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় সানফ্রান্সিসকোতে।
১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস।
BRICS এর পূর্ণরূপ B=Brazil, R=Russia, I=India, C=China, S=South Africa।
BRICS এর পূর্ণরূপ হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। প্রাথমিকভাবে, 2009 সালে মাত্র চারটি দেশ ছিল। দক্ষিণ আফ্রিকা 2010 সালে যোগ দেয়। এটি বিশ্বের পাঁচটি উদীয়মান অর্থনীতির সাথে যুক্ত যা আঞ্চলিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে