বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় || অফিস সহকারী/ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক / কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম- অফিস সহকারী/ হিসাব সহকারী (22-07-2023) || 2023

All

নবায়নযোগ্য জ্বালানি

নবায়নযোগ্য জ্বালানি (Renewable Energy) হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। অধিকাংশ দেশ তাদের বিদ্যুতের চাহিদা মেটাতে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। নবায়নযোগ্য শক্তি সমূহ পরিবেশ বান্ধব এবং কার্বন নিঃসরণ মুক্ত। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি টেকশই জ্বালানি ব্যবস্থায় পৌঁছানোর জন্য জাতিসংঘ ও বিশ্বব্যাপী পরিবেশবাদী আন্দোলনসমূহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উৎসাহ অব্যহত রেখেছে।

বিশ্বে জীবাশ্ম জ্বালানির অধিকাংশ ব্যয় হয় বিদ্যুৎ উৎপাদনে, মোটরযান চলাচলে এবং বাসা বাড়ির তাপ-উৎপাদনে। এইজন্য নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে টেকসই বিদ্যুৎ ব্যবস্থা, টেকসই যানবাহন ব্যবস্থা এবং গ্রিন টেকনোলজি সমৃদ্ধ শক্তি সাশ্রয়ী গৃহস্থালি পণ্য প্রবর্তনে আন্তর্জাতিকভাবে বিভিন্ন গবেষণা প্রক্রিয়াধীন আছে।

অর্থ লিখুন:
2.

সোনার চাঁদ

Created: 8 months ago | Updated: 3 days ago

সোনার চাঁদ = অতি আদরের

অর্থ লিখুন:
3.

শনির দশা

Created: 8 months ago | Updated: 19 hours ago

শনির দশা = দুঃসময় 

অর্থ লিখুন:
4.

রক্তের টান

Created: 8 months ago | Updated: 1 day ago

রক্তের টান = স্বজনপ্রীতি 

অর্থ লিখুন:
5.

মাটি করা

Created: 8 months ago | Updated: 13 hours ago

মাটি করা = নষ্ট করা

অর্থ লিখুন:
6.

ভালুক জ্বর

Created: 8 months ago | Updated: 1 month ago

ভালুক জ্বর=ক্ষণস্থায়ী 

নীচে দাগ দেওয়া শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন:
7.

সব ঝিনুকে মুক্তা থাকে না।

Created: 8 months ago | Updated: 2 weeks ago

সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” অপাদান কারকে সপ্তমী বিভক্তি

নীচে দাগ দেওয়া শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন:
8.

বড় হও নিজের চেষ্টায় । 

Created: 8 months ago | Updated: 3 days ago

বড় হও নিজের চেষ্টায়  = করণ কারক 

নীচে দাগ দেওয়া শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন:
9.

টাকার লোভ ভাল নয়। 

Created: 8 months ago | Updated: 1 month ago

টাকার লোভ ভাল নয়। সম্বন্ধ   কারকে  

নীচে দাগ দেওয়া শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন:
10.

গৃহহীনে গৃহ দাও 

Created: 8 months ago | Updated: 3 weeks ago

গৃহহীনে গৃহ দাও - সম্প্রদানে ৭মী

নীচে দাগ দেওয়া শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন:
11.

সকলকে মরতে হবে।

Created: 8 months ago | Updated: 3 days ago

সকলকে মরতে হবে। = কমর্কারকে ২য়া 

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

হিমাদ্রি

Created: 8 months ago | Updated: 3 days ago

হিমাদ্রি = হিম+অদ্রি 

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

সংবাদ

Created: 8 months ago | Updated: 3 days ago

সম্+বাদ= সংবাদ

সন্ধি বিচ্ছেদ করুন:
14.

মহার্ঘ

Created: 8 months ago | Updated: 1 day ago

মহা+অর্ঘ = মহার্ঘ

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

প্রত্যাশা

Created: 8 months ago | Updated: 1 day ago

প্রতি+আশা = প্রত্যাশা 

সন্ধি বিচ্ছেদ করুন:
16.

নায়ক

Created: 8 months ago | Updated: 3 days ago

নৈ + অক= নায়ক

Related Sub Categories