বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগ, ঢাকা || স্টেনোগ্রাফার (১৯-০৮-২০২৩) || 2023

All

আপনারে কভু ভেবোনা ক্ষুদ্র, ভাবিওনা দীন তুমি তুমি নিতে পার জয় করিয়া এ বিপুল বিশ্বভূমি

পৃথিবীতে সব মানুষেরই মর্যাদা সমান। সামাজিক স্তর বিন্যাসের দিক থেকে ধনী-গরীব, উঁচু-নিচু, ব্রাহ্মণ, শুদ্র ইত্যাদি ভাগ রয়েছে। তবে প্রতটি মানুষের মর্যাদা তার অবস্থানে শ্রেষ্ঠ। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি সকল মানুষের মর্যাদা সমান। মানুষকে ক্ষুদ্র ও দীন-ভাবার কোনো সুযোগ নেই। সমাজ পরিচালনায় সকল মানুষের প্রয়োজন পড়ে।

আমাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য কামার, কুমার, তাঁতী, জেলে, মেথর, মুচি, দিনমজুর সবারই প্রয়োজন আছে। কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। আজ যদি মেথর সম্প্রদায় তাদের কাজ করা বন্ধ করে দেয় তাহলে পরিবেশের বিপর্যয় ঘটবে। সামাজিক স্তর বিন্যাসে যারা নিম্ন, তাদের নিজেদের ছোট ভাবার কোনো কারণ নেই।

সবার মাঝেই সুপ্ত প্রতিভা আছে। সে সুপ্ত প্রতিভা জাগ্রত করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন অতি সাধারণ লোক ছিলেন। তিনি প্রমাণ করে গেছেন যে, একজন সাধারণ লোক হয়েও এ বিশ্বজগতকে জয় করা যায়। নিজেকে ক্ষুদ্র না ভেবে, সৃষ্টিশীল কাজে মগ্ন থাকতে হবে। নিজ অবস্থান থেকে যতটা সম্ভব আর্ত-মানবতার জন্য কাজ করতে হবে।

পৃথিবীতে সবাই সমান মেধা নিয়ে জন্মায় না। মেধাকে কাজে লাগাতে হবে। পৃথিবীকে জয় করতে হলে কাজের বিকল্প নেই। এ পৃথিবীতে অনেক দরিদ্র ঘরেও অনেক শ্রেষ্ঠ মানুষের জন্ম হয়েছে। তাই যেকোনো সমাজেই মানুষ জন্মগ্রহণ করুক না কেন, তার নিজেকে ছোট ভাবা উচিত নয়। বরং আত্মশক্তিতে বলিয়ান হয়ে সৃষ্টিশীল কাজ করতে হবে।

যে সৃষ্টিশীল কাজ করতে পারবে, সে তত তাড়াতাড়ি পৃথিবীতে তার একটা অবস্থান তৈরি করতে পারবে। এ পৃথিবী উঁচু-নিচু সমাজের স্তরভেদ চেনে না। চেনে মানুষের কর্মকে। তাই যেকোনো ব্যক্তিরই এ বিপুল বিশ্বভূমি জয় করার অধিকার আছে।

শিক্ষা: শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব গুণ দুটি নির্দিষ্ট কোনো সমাজের নয়। কর্মের মাধ্যমে এ গুণ অর্জন করতে হয়। আর তা সবার জন্য উন্মুক্ত।

Created: 3 months ago | Updated: 6 hours ago

উন্নয়নশীল ও উন্নত দেশে জনজীবন, বেসামরিক প্রশাসন, ব্যবসা ও শিল্প, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে দুর্নীতি একটি তীব্র ও চরম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি শুধু অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় সমৃদ্ধির পথেই বাধা নয়; প্রকৃত গণতন্ত্র বাস্তবায়নের পথেও এটি একটি বড় বাধা। ঘুষ গ্রহণ, স্বৈরাচার এবং ক্ষমতার অপব্যবহার দুর্নীতির রূপ।

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
4.

মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন।

Created: 3 months ago | Updated: 1 day ago

শুদ্ধ উত্তর: মহারাজ সভাকক্ষে প্রবেশ করলেন।

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
5.

প্রকৃতিই রাঙামাটি এর বৈচিত্র্য এনে দিয়েছে।

Created: 3 months ago | Updated: 9 hours ago

প্রকৃতিই রাঙামাটি এর বৈচিত্র এনে দিয়েছে। 

= প্রকৃতিই রাঙামাটির বৈচিত্র্য এনে দিয়েছে।

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
6.

রচণাটি ভাবগভীর, তবে ভাষার দৈন্যতা রহিয়াছে

Created: 3 months ago | Updated: 1 day ago

রচনাটি ভাবগভীর, তবে ভাষার দৈন্যতা রহিয়াছে।

= রচনাটি ভাব গভীর, তবে ভাষার দীনতা রহিয়াছে।

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
7.

একটি গোপন কথা বলি।

Created: 3 months ago | Updated: 1 day ago

একটি গোপনীয় কথা বলি

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
8.

চন্দ্ৰ উদয় হলো।

Created: 3 months ago | Updated: 1 day ago

চন্দ্র উদয় হলো। 

= চন্দ্র উদিত হলো 

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
9.

কস্ট অর্থ ক্লেস ।

Created: 3 months ago | Updated: 1 day ago

কস্ট অর্থ ক্লেস। 

= কষ্ট অর্থ ক্লেশ 

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন (যে-কোনো ৫টি)
10.

তরবেতর

Created: 3 months ago | Updated: 1 day ago

তরবেতর (নানারকম )

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন (যে-কোনো ৫টি)
11.

ঘটিরাম

Created: 3 months ago | Updated: 1 day ago

ঘটিরাম (অপদার্থ): অফিস-আদালত আজকাল ঘটিরামে ছেয়ো গেছে, কাজ হবে কিভাবে?

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন (যে-কোনো ৫টি)
12.

উঠে পড়ে লাগা

Created: 3 months ago | Updated: 3 days ago

উঠে পড়ে লাগা (দৃঢ় সংকল্প); পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য শোভন উঠে পড়ে লেগেছে। 

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন (যে-কোনো ৫টি)
13.

পায় পড়া

Created: 3 months ago | Updated: 3 days ago

পায় পড়া (ক্ষমা প্রার্থনা করা) 

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন (যে-কোনো ৫টি)
14.

ম্যাও ধরা

Created: 3 months ago | Updated: 1 day ago

ম্যাও ধরা (দায়িত্ব নেওয়া)

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন (যে-কোনো ৫টি)
15.

হাড় হাভাতে

Created: 3 months ago | Updated: 1 day ago

হাড় হাভাতে (হতভাগ্য): হাড়-হাভাতে ছেলেটা বাপের বিশাল সম্পদ ধ্বংস করে পথে বসেছে।

Related Sub Categories