বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগ, ঢাকা || স্টেনোগ্রাফার (১৯-০৮-২০২৩) || 2023

All

সকল বিষয়

আপনারে কভু ভেবোনা ক্ষুদ্র, ভাবিওনা দীন তুমি তুমি নিতে পার জয় করিয়া এ বিপুল বিশ্বভূমি

পৃথিবীতে সব মানুষেরই মর্যাদা সমান। সামাজিক স্তর বিন্যাসের দিক থেকে ধনী-গরীব, উঁচু-নিচু, ব্রাহ্মণ, শুদ্র ইত্যাদি ভাগ রয়েছে। তবে প্রতটি মানুষের মর্যাদা তার অবস্থানে শ্রেষ্ঠ। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি সকল মানুষের মর্যাদা সমান। মানুষকে ক্ষুদ্র ও দীন-ভাবার কোনো সুযোগ নেই। সমাজ পরিচালনায় সকল মানুষের প্রয়োজন পড়ে।

আমাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য কামার, কুমার, তাঁতী, জেলে, মেথর, মুচি, দিনমজুর সবারই প্রয়োজন আছে। কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। আজ যদি মেথর সম্প্রদায় তাদের কাজ করা বন্ধ করে দেয় তাহলে পরিবেশের বিপর্যয় ঘটবে। সামাজিক স্তর বিন্যাসে যারা নিম্ন, তাদের নিজেদের ছোট ভাবার কোনো কারণ নেই।

সবার মাঝেই সুপ্ত প্রতিভা আছে। সে সুপ্ত প্রতিভা জাগ্রত করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন অতি সাধারণ লোক ছিলেন। তিনি প্রমাণ করে গেছেন যে, একজন সাধারণ লোক হয়েও এ বিশ্বজগতকে জয় করা যায়। নিজেকে ক্ষুদ্র না ভেবে, সৃষ্টিশীল কাজে মগ্ন থাকতে হবে। নিজ অবস্থান থেকে যতটা সম্ভব আর্ত-মানবতার জন্য কাজ করতে হবে।

পৃথিবীতে সবাই সমান মেধা নিয়ে জন্মায় না। মেধাকে কাজে লাগাতে হবে। পৃথিবীকে জয় করতে হলে কাজের বিকল্প নেই। এ পৃথিবীতে অনেক দরিদ্র ঘরেও অনেক শ্রেষ্ঠ মানুষের জন্ম হয়েছে। তাই যেকোনো সমাজেই মানুষ জন্মগ্রহণ করুক না কেন, তার নিজেকে ছোট ভাবা উচিত নয়। বরং আত্মশক্তিতে বলিয়ান হয়ে সৃষ্টিশীল কাজ করতে হবে।

যে সৃষ্টিশীল কাজ করতে পারবে, সে তত তাড়াতাড়ি পৃথিবীতে তার একটা অবস্থান তৈরি করতে পারবে। এ পৃথিবী উঁচু-নিচু সমাজের স্তরভেদ চেনে না। চেনে মানুষের কর্মকে। তাই যেকোনো ব্যক্তিরই এ বিপুল বিশ্বভূমি জয় করার অধিকার আছে।

শিক্ষা: শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব গুণ দুটি নির্দিষ্ট কোনো সমাজের নয়। কর্মের মাধ্যমে এ গুণ অর্জন করতে হয়। আর তা সবার জন্য উন্মুক্ত।

Created: 3 months ago | Updated: 19 hours ago

উন্নয়নশীল ও উন্নত দেশে জনজীবন, বেসামরিক প্রশাসন, ব্যবসা ও শিল্প, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে দুর্নীতি একটি তীব্র ও চরম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি শুধু অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় সমৃদ্ধির পথেই বাধা নয়; প্রকৃত গণতন্ত্র বাস্তবায়নের পথেও এটি একটি বড় বাধা। ঘুষ গ্রহণ, স্বৈরাচার এবং ক্ষমতার অপব্যবহার দুর্নীতির রূপ।

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
4.

মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন।

Created: 3 months ago | Updated: 20 hours ago

শুদ্ধ উত্তর: মহারাজ সভাকক্ষে প্রবেশ করলেন।

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
5.

প্রকৃতিই রাঙামাটি এর বৈচিত্র্য এনে দিয়েছে।

Created: 3 months ago | Updated: 19 hours ago

প্রকৃতিই রাঙামাটি এর বৈচিত্র এনে দিয়েছে। 

= প্রকৃতিই রাঙামাটির বৈচিত্র্য এনে দিয়েছে।

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
6.

রচণাটি ভাবগভীর, তবে ভাষার দৈন্যতা রহিয়াছে

Created: 3 months ago | Updated: 20 hours ago

রচনাটি ভাবগভীর, তবে ভাষার দৈন্যতা রহিয়াছে।

= রচনাটি ভাব গভীর, তবে ভাষার দীনতা রহিয়াছে।

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
7.

একটি গোপন কথা বলি।

Created: 3 months ago | Updated: 19 hours ago

একটি গোপনীয় কথা বলি

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
8.

চন্দ্ৰ উদয় হলো।

Created: 3 months ago | Updated: 1 day ago

চন্দ্র উদয় হলো। 

= চন্দ্র উদিত হলো 

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
9.

কস্ট অর্থ ক্লেস ।

Created: 3 months ago | Updated: 19 hours ago

কস্ট অর্থ ক্লেস। 

= কষ্ট অর্থ ক্লেশ 

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন (যে-কোনো ৫টি)
10.

তরবেতর

Created: 3 months ago | Updated: 19 hours ago

তরবেতর (নানারকম )

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন (যে-কোনো ৫টি)
11.

ঘটিরাম

Created: 3 months ago | Updated: 23 hours ago

ঘটিরাম (অপদার্থ): অফিস-আদালত আজকাল ঘটিরামে ছেয়ো গেছে, কাজ হবে কিভাবে?

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন (যে-কোনো ৫টি)
12.

উঠে পড়ে লাগা

Created: 3 months ago | Updated: 1 day ago

উঠে পড়ে লাগা (দৃঢ় সংকল্প); পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য শোভন উঠে পড়ে লেগেছে। 

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন (যে-কোনো ৫টি)
13.

পায় পড়া

Created: 3 months ago | Updated: 19 hours ago

পায় পড়া (ক্ষমা প্রার্থনা করা) 

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন (যে-কোনো ৫টি)
14.

ম্যাও ধরা

Created: 3 months ago | Updated: 22 hours ago

ম্যাও ধরা (দায়িত্ব নেওয়া)

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন (যে-কোনো ৫টি)
15.

হাড় হাভাতে

Created: 3 months ago | Updated: 2 days ago

হাড় হাভাতে (হতভাগ্য): হাড়-হাভাতে ছেলেটা বাপের বিশাল সম্পদ ধ্বংস করে পথে বসেছে।

Created: 3 months ago | Updated: 22 hours ago

আমি বিশ্বাস করি সে নির্দোষ। 

= I believe that he is innocent.

Created: 3 months ago | Updated: 19 hours ago

সে আমার কাছ থেকে বিদায় নিল ।

= He took leave of me.

Created: 3 months ago | Updated: 21 hours ago

পুরোনো চাল ভাতে বাড়ে।

= All that is old is not bad.

Created: 3 months ago | Updated: 21 hours ago

যেমন বুনো ওল, তেমন বাঘা তেঁতুল। 

= As is the evil, so is the remedy.

Created: 3 months ago | Updated: 1 day ago

I prefer coffee to tea.

Created: 3 months ago | Updated: 1 day ago

মানুষ নিজেই তার ভাগ্য নির্মাতা। 

= Man is the architect of his own fate.

Created: 3 months ago | Updated: 20 hours ago
Amplify any one of the following:
23.

He who follows two hares catches neither.

Created: 3 months ago | Updated: 20 hours ago
Make sentences with the following:
24.

Get rid of

Created: 3 months ago | Updated: 20 hours ago

Get rid of (পরিত্রাণ পেতে/ মুক্ত হওয়া, to be free from): Try to get rid of this bad habit.

Make sentences with the following:
25.

In a rut

Created: 3 months ago | Updated: 1 day ago

In a rut(দীর্ঘসূত্রিতা): She was stuck in a rut at her old job.

Make sentences with the following:
26.

Red handed

Created: 3 months ago | Updated: 1 day ago

Red handed (হাতে নাতে ধরা): The thief was caught red handed.

Make sentences with the following:
27.

In a tick

Created: 3 months ago | Updated: 23 hours ago

In a tick (অল্প সময়ে কিছু ঘটা): The accident happened in a tick.

Make sentences with the following:
28.

Out and out

Created: 3 months ago | Updated: 19 hours ago

Out and out (পুরোপুরি): That man is a crook out and out.

Make sentences with the following:
29.

In vain

Created: 3 months ago | Updated: 19 hours ago

In vain (বৃথা): All his attempts were in vain.

Correct the following sentences (any five):
30.

The innings were really superb.

Created: 3 months ago | Updated: 20 hours ago

The innings were really superb. 

= The innings was really superb.

Correct the following sentences (any five):
31.

They put forward same identical data.

Created: 3 months ago | Updated: 20 hours ago

They put forward same identical data. 

=They put forward identical data.

Correct the following sentences (any five):
32.

I thought that he is coming today.

Created: 3 months ago | Updated: 20 hours ago

I thought that he is coming today. 

= I thought that he will come today.

Correct the following sentences (any five):
33.

It has been raining since two days.

Created: 3 months ago | Updated: 20 hours ago

It has been raining since two days. 

= It has been raining for two days.

Correct the following sentences (any five):
34.

She was used to drink too much.

Created: 3 months ago | Updated: 19 hours ago

She was used to drink too much. 

=She was used to drinking too much.

Correct the following sentences (any five):
35.

The ticket is valid from June and September.

Created: 3 months ago | Updated: 20 hours ago

The ticket it is valid from June to December.

Fill in the blank with appropriate preposition (any five):
36.

The young man was dressed _____ silk.

Created: 3 months ago | Updated: 22 hours ago

The young man was dressed in silk. 

Fill in the blank with appropriate preposition (any five):
37.

You must conform _____ the regulations.

Created: 3 months ago | Updated: 22 hours ago

You must conform to the regulations.

Fill in the blank with appropriate preposition (any five):
38.

There is a bridge ____ the river.

Created: 3 months ago | Updated: 19 hours ago

There is a bridge over the river. 

Fill in the blank with appropriate preposition (any five):
39.

They have not yet arrived ____ any decision.

Created: 3 months ago | Updated: 22 hours ago

They have not yet arrived at any decision.

Fill in the blank with appropriate preposition (any five):
40.

He was well aware ____ his problem.

Created: 3 months ago | Updated: 19 hours ago

He was well aware of his problem.

Fill in the blank with appropriate preposition (any five):
41.

He has a great apathy ____ his studies.

Created: 3 months ago | Updated: 19 hours ago

He has a great apathy towards  his studies 

বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা

       ,,     ৪৫০০০    ,,   ,,       ,,        ,, 

                                                  =৫০০০০ টাকা

আবার,

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫ টাকা

     ,,     ৫০০০০   ,,    ,,        ,,      ,, 

                                                  = ৫৭৫০০ টাকা

যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দিনঃ
44.

a+ 1a2 = 3 হলে, প্রমাণ করুন যে, a3 + 1a3 = 0

Created: 3 months ago | Updated: 19 hours ago

যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দিনঃ
45.

x+y=2, x2+y2=4  হলে, x3 + y3 এর মান কত?

Created: 3 months ago | Updated: 19 hours ago
Created: 3 months ago | Updated: 20 hours ago

বাংলাদেশের সংবিধানে উল্লিখিত রাষ্ট্র পরিচালনার দুইটি মূলনীতি জাতীয়তাবাদ, গণতন্ত্র 

Created: 3 months ago | Updated: 19 hours ago

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে  ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা ২ নং সেক্টরের আওতাধীন ছিল

Created: 3 months ago | Updated: 19 hours ago

বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম বেনাপোল এবং যশোরে অবস্থিত 

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিনঃ
50.

ILO এর পূর্ণরূপ কী? এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

Created: 3 months ago | Updated: 20 hours ago

ILO এর পূর্ণরূপ International Labour Organization এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিনঃ
51.

সার্কভুক্ত দেশ কয়টি ও কী কী?

Created: 3 months ago | Updated: 20 hours ago

সার্কভুক্ত দেশ ৮টি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান 

Created: 3 months ago | Updated: 20 hours ago

বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম শ্রীমাভো বন্দর নায়েক এবং তিনি শ্রীলংকার 

Created: 3 months ago | Updated: 20 hours ago

যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশের বায়ুমন্ডল থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড (CO2) ও মূল দ্বারা শোষিত পানি বিক্রিয়ায় শর্করা জাতীয় বাদ্যের সংশ্লেষণ ঘটে গৃহীত কার্বন ডাইঅক্সাইডেন্স সমপরিমাণ অক্সিজেন (O2) প্রকৃতিতে নির্গত হয়, তাকে সালোকসংশ্লেষণ বলে।  

এই প্রক্রিয়ায় উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে। 

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিনঃ
54.

রক্তের গ্রুপ কয়টি ও কী কী?

Created: 3 months ago | Updated: 20 hours ago

রক্তের গ্রুপ  ৪টি। A, B, AB, O 

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিনঃ
55.

‘খনার বচন' এর মূল ভাব কী?

Created: 3 months ago | Updated: 22 hours ago

'খনার বচন' এর মূলভাব শুদ্ধ জীবনযাপন নীতি।

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিনঃ
56.

‘নির্জনতম কবি' কে? কেন তাকে নির্জনতম বলা হয়?

Created: 3 months ago | Updated: 5 days ago

জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশ তার কবিতায় ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা এবং জগতের রহস্য ও মাহাত্ম্য তার লেখায় তুলে ধরেছেন। এজন্য তাকে নির্জনতম কবি বলা হয়।

Related Sub Categories