যদ্যাপি
যদ্যপি = যদি + অপি
সঞ্চয়
সঞ্চয় = সম্ + চয়
নিশ্চয়
নিশ্চয় = নিঃ + চয়।
অর্ধেক
অর্ধেক = অর্ধ+ এক
পরস্পর
পরস্পর = পর + পর
অজাতশত্রু
অজাশত্রু = এখনও শত্রু জন্মায় নাই যাহার।
যার কিছু নাই
যার কিছু নাই = নিঃস্ব
যে নারীর একটি সন্তান আছে
যে নারীর একটি সন্তান আছে = কাকবন্ধ্যা
ময়ুরের ডাক
ময়ূরের ডাক এক কথায় বলে কেকা
যা গতিশীল
যা গতিশীল তাকে এক কথায় বলে জঙ্গম
ভূঁইফোঁড়
ভুঁইফোড় (নতুন আগমন) = ভুঁইফোড় বড়লোকের অহংকারের শেষ নেই।
গয়ংগচ্ছ
গয়ংগচ্ছ (ঢিলেমি)= এমন গয়ংগচ্ছ ভাব করছ যেন তোমার হাতে এক বছর সময় আছে।
লবডঙ্কা
লবডঙ্কা (কিছুই না) = সবাই খেয়ে চলে গেল, তুমি এখন পারে লবডঙ্কা।
অবরে সবরে
অবরে সবরে (কালে-ভদ্রে) = সে অবরে সবরে গ্রামের বাড়িতে যায় ।
খোদার খাসি
খোদার খাসি (ভাবনা চিন্তাহীন) = খোদার খাসির মতো চলাফেরা করলে তো আর জীবন চলে না।
কথপোকথোন
কথাপোকথন - কথোপকথন।
অনুসঙ্গিক
অনুষাঙ্গিক - আনুষঙ্গিক
অন্তোস্টোক্রিয়া
অন্তোষ্টিক্রিয়া - অন্ত্যেষ্টিক্রিয়া
প্রত্যুতপন্নমতি
প্রতুতপন্নমতী - প্রত্যুৎপন্নমতি
সমিচিন
সমিচিন - সমীচীন
এ বাড়িতে কেউ নেই
এ বাড়িতে কেউ নেই - অধিকরণে ৭মী।
হরিণ দিয়ে চাষ করা সম্ভব নয়
হরিণ দিয়ে চাষ করা সম্ভব নয় - করণে ৩য়া।
শিক্ষক ছাত্রদের পড়ান
শিক্ষক ছাত্রদের পড়ান - কর্মে ষষ্ঠী।
চেষ্টায় সব হয়
চেষ্টায় সব হয় - করণে ৭মী
লোকমুখে একথা শোনা যায়।
লোকমুখে একথা শোনা যায় - অপাদানে ৭মী।
A man of letters
a man of letters - A man of letters is respected everywhere.
Square meal
Square meal - I had a square meal for breakfast this morning.
Pin money
pin money - My wife's pin money has saved me from any creditor.
Maiden speech
maiden speech - I congratulate him on his outstanding maiden speech
Soft soap.
Soft shop - Don't think you can soft-soap me!
Education is conductive _____ knowledge.
Education is the conductive to knowledge.
Your conduct admits ____ no excuse,
you contact admits of no excuse.
She is ____ 10 feet.
She is aloof from 10 feet.
I live _____ Mirpur _____ Dhaka.
I have at Mirpur in Dhaka.
Either Rahim ____ his brother has done it.
Either Rahim or his brother has done it.
Let him do the work
Let him do the work.
= Let the work be done by him.
Where did you see him?
Where did you see him?
= Where was he seen by you?
Please keep quiet
Please keep quiet.
= You are requested to keep quiet.
We called him a fool
We called him a fool.
= He was called a fool by us.
Let him write a letter
Let him write a letter.
= Let a letter be written by him.
সে গোল্লায় গেছে
সে গোল্লায় গেছে।
= He has gone to the dogs.
আমি চেষ্টার কোন ত্রুটি করিনি
আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি।
= I left no stone unturned.
আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি
আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি।
= I prefer death to dishonour.
মানব জাতি এখন সংকটাপন্ন
মানবজাতি এখন সংখ্যাটান্ন ।
= Mankind is at stake now.
আমার যদি পাখির মত ডানা থাকত!
আমার যদি পাখির মত ডানা থাকতো!
= Had I the wings of a bird !
Garantey
Garantey - Guarantee
Semister
Semister - Semester
Burocracy
Burocracy - Bureaucracy
Passible
passible - possible
Ambeguous
Ambeguous - Ambiguous
The greenhouse effect is a natural phenomenon that occurs when certain gases in Earth's atmosphere, such as carbon dioxide and water vapor, trap heat from the sun. These gases act like a blanket, preventing some of the sun's energy from escaping back into space and thereby keeping our planet's temperature within a habitable range. However, human activities, such as the burning of fossil fuels and deforestation, have significantly increased the concentration of these greenhouse gases, leading to an enhanced greenhouse effect. This intensified trapping of heat has resulted in global warming and climate change, with potentially devastating consequences for the environment and ecosystems. Mitigating the greenhouse effect through sustainable practices and reducing greenhouse gas emissions is critical to addressing the challenges of a warming planet.
৩% হারে,
১০০ টাকার ১ বছরের মুনাফা ৩ টাকা
বা ৪৫ টাকা।
৫% হারে, ১ বছরে ৫ টাকা মুনাফা হয় ১০০ টাকায়
বা ২২৫ টাকা।
১২% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ১২) টাকা বা ১১২ টাকা
বিক্রয়মূল্য ১১২ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বা ২৩০০ টাকা
১০০ টাকা কমে ক্রয়মূল্য (২৩০০ - ১০০) বা ২২০০ টাকা
লাভ = (২৫৭৬ - ২২০০) টাকা = ৩৭৬ টাকা
২২০০ টাকায় লাভ ৩৭৬ টাকা
বা ১৭.০৯ টাকা
সুতরাং শতকরা লাভ ১৭.০৯ টাকা।
সমকোণী ত্রিভুজের সূত্র মতে-
(অতিভুজ)2 = (ভূমি)2 + (উচ্চতা)2
বা, (200)2 = (ভূমি)2 + (100)2
বা, (ভূমি)2 = 40000 - 10000 = 30000
ভূমি =
সুতরাং স্মৃতিস্তম্ভের ভূমির দৈর্ঘ্য মিটার।
আবার,
এখন,
১ নটিক্যাল মাইল সমান ১.৮৫২ কি.মি.
IUCN এর পূর্ণরূপ International Union for Conservation of Nature.
শেখ হাসিনা সেনানিবাস পটুয়াখালী জেলার লেবুখালী অবস্থিত
জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২৩ জুলাই।
সুইডেনের মুদ্রার নাম ক্রোনা
পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড
বাংলাদেশের প্রথম নারী অলিম্পিয়াড রানী হামিদ।
ভারত ও নেপাল রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড কালাপানি
সতীদাহ প্রথার বিলোপ সাধন করা হয় ৪ ডিসেম্বর, ১৮২৯।
‘মুজিব একটি জাতির রূপকার' চলচ্চিত্রটির পরিচালক ভারতের শ্যাম বেনেগাল।
বাংলাদেশের কিশোরী অপরাধ কেন্দ্র গাজীপুর জেলার কোনাবাড়ী অবস্থিত
ইউনিয়ন পরিষদ ১৩ জন সদস্য নিয়ে গঠিত হয়
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক
সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল তারকা ব্রাজিলের রোনালদিনহো বাংলাদেশে সফরে আসেন
কোয়াড এর অন্তর্ভুক্ত দেশসমূহ অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক নেই ইসরায়েল-এর
২০২২ সালে ফিফা বিশ্বকাপের রানার্সআপ দেশ ফ্রান্স।
বাংলাদেশ বেতারের পূর্ব নাম রেডিও বাংলাদেশ।
মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজীবনী বই “A story of my time” এর লেখক মনজুরুল হক ।
বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারত-এর