বার্ষিক ৩% হার সুদে ২৫০ টাকার ৬ বছরে যত সুদ হবে, বার্ষিক ৫% হার সুদে কত টাকার ৪ বছরে তত সুদ হবে?
দুইটি রাশির যোগফল ২৪০। তাদের অনুপাত ১ : ৩ হলে রাশি দুইটি নির্ণয় করুন। ১ম রাশি ২য় রাশির শতকরা কত অংশ?
একটি দ্রব্য ২৫৭৬ টাকায় বিক্রয় করলে বিক্রেতার ১২% লাভ হয়। দ্রাটির মূল্য ১০০ টাকা কম হলে তার শতকরা কত লাভ হবে?
পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত?
উৎপাদকে বিশ্লেষণ করুন: 6x3-61x2+39x+216
একটি সমকোণী ত্রিভুজ ডিজাইনের স্মৃতি স্তম্ভের উচ্চতা ১০০ মিটার, অভিভূত ২০০ মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত?