অনুক্ষণ
অনুক্ষণ = ক্ষণে ক্ষণে (অব্যয়ীভাব সমাস)।
হাতাহাতী
হাতাহাতী = হাতে হাতে যে যুদ্ধ (ব্যতিহার বহুব্রীহি সমাস)
স্কুল পালানো
স্কুল পালানো = স্কুল থেকে পালানো (৫মী তৎপুরুষ)
অনুতাপ
অনুতাপ = অনুতে (পশ্চাতে) যে তাপ (প্রাদি সমাস)।
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধ = স্মৃতি রক্ষার্থে যে সৌধ (মধ্যপদলোপী কর্মধারয়)।
স্বচ্ছন্দ
স্বচ্ছন্দ = স্ব + ছন্দ।
দির্গনির্ণয়
দিগ্নির্ণয় = দিক্ + নিৰ্ণয় ।
কুজঝটিকা
কুজ্ঝটিকা = কুৎ + ঝটিকা ।
কিন্তু
কিন্তু = কিম্ + তু।
যজ্ঞ
যজ্ঞ = যজ্ + ন।
'ফুলে ফুলে' ঘর ভরেছে।
ফুলে ফুলে ঘর ভরেছে = করণে ৭মী
'অন্নহীনে' অন্ন দাও
অন্নহীনে অন্ন দাও = সম্প্রদানে ৭মী ।
অর্থ 'অনর্থ' ঘটায়
অর্থ অনর্থ ঘটায় = কর্মে শূন্য ।
'নদীতে' মাছ আছে
নদীতে মাছ আছে = অধিকরণে ৭মী।
'ঘোড়ায়' গাড়ি টানে।
ঘোড়ায় গাড়ি টানে = কর্তায় ৭মী।
মানব
মানব = মনু + অ/ষ্ণ ।
গায়ক
গায়ক = √গৈ + অক/ ণক ।
শুনানি
শুনানি = √শুন্ + আনি ।
জলীয়
জলীয় = জল + ঈয় ।
কান্ডারী
কাণ্ডারী = (কর্ণধারী > কাণ্ডারী) আমাদের প্রিয় নবী (সঃ) মানবতার কাণ্ডারী ছিলেন ।
আকুঞ্চন
আকুঞ্চন = প্রসারণ ।
সচেষ্ট
সচেষ্ট = নিশ্চেষ্ট ।
সমষ্টি
সমষ্টি = ব্যষ্টি।
ভূত
ভূত = ভবিষ্যৎ।
তেজী
তেজী = নিস্তেজ/ মন্দা ৷
বাঙালীর স্বাধীকার আন্দোলনের নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে চেয়ে গোটা জাতি । নেতা কি স্বাধীনতার ঘোষণা দেবেন? কি নির্দেশ তার? অন্যায়-অবিচার-শোষণের বিরুদ্ধে জনতার সংগ্রাম এবার কোন পথে? চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় মুক্তিপাগল সংগ্রামী জনতা। একাত্তরের সাতই মার্চের বিকালে রেসকোর্সের ময়দানে মঞ্চ তখন প্রস্তুত, সবাই অধীর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর নির্দেশ পেতে। আন্দোলন এবং মানুষের আকাঙ্ক্ষা বিবেচনায় রেখেই তেসরা মার্চ পল্টনের ছাত্র সমাবেশে বঙ্গবন্ধু সাতই মার্চের কর্মসূচি ঘোষণা করেছিলেন। একদিকে আন্দোলনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার চাপ; সরাসরি স্বাধীনতার ঘোষণার দাবিতে ছাত্র নেতাদের চাপ, অন্যদিকে আলোচনার পথও খোলা রাখা হয়েছিল । সাতই মার্চের কর্মসূচির আগে ছাত্র নেতা থেকে শুরু করে জাতীয় নেতা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন শেখ মুজিব। ৬ মার্চ রাতে সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদসহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গেও কথা হয় তার। ৭ মার্চ সকাল থেকেই ঢাকায় ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং ছাত্র নেতাদের ভিড়। দুপুর ২টার দিকে আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদসহ নেতাকর্মীদের নিয়ে শেখ মুজিব তার বাড়ি থেকে রওনা হন সভাস্থলের উদ্দেশ্যে। ঢাকা সেদিন পরিণত হয়েছিল মিছিলের নগরীতে। সোহরাওয়ার্দী উদ্যান সে সময় রেসকোর্স ময়দান নামেই পরিচিত ছিল। মঞ্চে সকাল থেকেই গণসংগীত বাজছিল । ৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিতে পারেন- মানুষের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছিল । লাঠি, ফেস্টুন হাতে উত্তপ্ত স্লোগানে পুরো সমাবেশ এলাকা মুখর। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার রেসকোর্স মাঠে যে ভাষণ দিয়েছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, সেখানেই এসেছিল স্বাধীনতার ডাক। বঙ্গবন্ধু উচ্চারণ করেন তার চূড়ান্ত নির্দেশনা- “তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাক। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব- এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।”
Bangabandu Sheikh Mujhibur Rahman started his speech with these words, “Today I, _____ before you with a ____ .You know everything and understand as well. We tried with our and the people of Bengal of ____ want freedom , the people Bengal want to ____ and the people of Bengal want to have their ____.
Bangabandu Sheikh Muhibur Rahman started his speech with these words, "Today, I appeared before you with heavy heart. You know everything and understand as well. We tried with our lives. Today the people of Bengal want freedom, the people Bengal want to survive, and the people of Bengal want to have their rights.
অনুবাদঃ ঐ কথাগুলি বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণ শুরু করেছিলেন, 'আজ আমি আপনাদের সামনে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছিলাম। আজ বাংলার মানুষ মুক্তি চায়, আজ বাংলার মানুষ বাঁচতে চায়, তাদের অধিকার চায়' ।
Karim will come ____ 5p.m
Karim will come at 5 pm.
বাক্যের অর্থঃ করিম বিকেল ৫ টায় আসবে ।
The Friends often bring a birthday gift__ the child.
The friends often bring a birthday gift for the child.
বাক্যের অর্থঃ বন্ধুরা প্রায় সময়ই বাচ্চার জন্য জন্মদিনের উপহার নিয়ে আসেন ।
The Olympics are held every four years _____a different host city.
The Olympics are held every four years in a different host city.
বাক্যের অর্থঃ প্রতি চার বছর অন্তর অন্তর বিভিন্ন শহর অলিম্পিক আয়োজন করে ।
She puts her hand____ the glass of the window.
She puts her hand on the glass of the window.
বাক্যের অর্থঃ জানালার কাঁচের উপর তিনি হাত রাখেন ।
The cub campfire took place in Sreemangla____Moulvibazar district.
The cub camporee took place in Sreemangal of Moulvibazar district.
বাক্যের অর্থঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়েছিল ।
রহিমের ঠান্ডা লেগেছে
রহিমের ঠান্ডা লেগেছে
= Rahim has caught cold.
দুই ঘণ্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে।
দুই ঘণ্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে।
= It has been drizzling for two hours.
আমি সাঁতার জানি না।
আমি সাঁতার জানি না।
= I don't know how to swim.
মানুষ মরণশীল
মানুষ মরণশীল
= Man is mortal
তুমি কি কখনো সিলেটের জাফলং গিয়েছ?
তুমি কি কখনো সিলেটের জাফলং গিয়েছ?
= Have you ever been to Zaflong of Shylet?
The Oceanic Economy popularly known as blue economy has emerged as a crucial development issue for optimum use of the oceans, seas and marine resources for sustainable development. Among the sustainable development goals (SDGs), SDG-14 focuses on sustainable use of the oceans, seas and marine resources for sustainable development. Ocean assets provide food and energy which are essential ingredients of human life. By overlooking the three-fourth proportion of the surface of earth, it is tough to achieve sustainable economic development by 2030. Given this, Bangladesh has adopted steps to ensure sustainable use the oceans, seas and marine resources attaining inclusive development and goal related to SDG-14. Bangladesh has 710 km long coastline with an exclusive economic zone of 200 Nautical Miles inside the Bay of Bengal. Marine fisheries contribute 19.40 per cent of the total fish production of the country. Besides, on an average, 81.0 per cent of the international tourists visit Cox's Bazaar in Bangladesh. The ocean of Bangladesh is contributing a noteworthy role to its overall socio-economic growth through enhancing the economic activities across the country and especially to the coastal zone at southern part. The country has so far, explored only a few number of Blue Economy sectors such as fisheries and aquaculture, shipbuilding, ship breaking, salt generation and port facilities. Besides, most of these sectors are following traditional methods. Therefore, there still remains ample opportunities as well as challenges for exploring large number of blue economy sectors, safeguarding mangrove and ocean grass, addressing environmental changes and managing carbon discharge, and introducing innovative technology for further development to contribute in achieving sustainable development goals.
____person’s birthday is a special day.
A person's birthday is a special day.
বাক্যের অর্থঃ কোনো ব্যক্তির জন্মদিন একটি বিশেষ দিন ।
Sima has a cough and ___ sore throat.
Sima has a cough and a sore throat.
বাক্যের অর্থঃ সীমার কাশ ও গলায় সংক্রামণ হয়েছে।
The Olympic Games is ___biggest sports competition in ___word.
The Olymic Games is the biggest sports competition in the world.
বাক্যের অর্থঃ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা হলো অলিম্পিক ।
After Cyclone Nipa’s school became ___shelter ____survivors.
After Cyclone Nipa's school became a shelter for the survivors.
বাক্যের অর্থঃ সাইক্লোনের পর নিপার স্কুল আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল।
1. It's Friday morning + d) we will play with our friends
বাক্যের অর্থঃ আজ শুক্রবার সকাল, আমরা আমাদের বন্ধুদের সাথে খেলবো ।
2. I am back from my school + c) I will take some rest now
বাক্যের অর্থঃ আমি স্কুল থেকে ফিরেছি, এখন আমি একটু বিশ্রাম নিব ।
3. If you are not careful + e) You will slip from the steep staircase.
বাক্যের অর্থঃ সতর্ক না হলে তুমি সরু সিঁড়ি হতে পিছলে পড়বে।
4. On Fridays + b) shops will remain open
বাক্যের অর্থঃ শুক্রবারে দোকানপাট খোলা থাকবে ।
5. The class teacher is coming to the class + a) she will call our names
বাক্যের অর্থঃ শ্রেণি শিক্ষক আসছেন, এখন তিনি আমাদের নাম ডাকবেন।
এখানে, অনুপাতের সমষ্টি = ১ + ৩ = ৪
প্রথম রাশি = ২৪০ এর = ৬০
দ্বিতীয় রাশি = ২৪০ এর = ১৮০
∴ প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা
পাড়সহ পুকুরের ক্ষেত্রফল বর্গমিটার
∴ পাড়বাদে পুকুরের দৈর্ঘ্য মিটার
∴ পাড়বাদে পুকুরের প্রস্থ মিটার
∴ পাড়বাদে পুকুরের ক্ষেত্রফল বর্গমিটার
অতএব, পুকুর পাড়ের ক্ষেত্রফল বর্গমিটার।
এখানে, সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল
ধরি, এবং
প্রদত্তরাশিমালা,
[মানবসিয়ে পাই]
http এর পূর্ণরূপ hyper text transfer protocol
LASER এর পূর্ণরূপ Light Amplification by Stimulated Emission of Radiation.
CPU এর সাথে সরাসরি যুক্ত কম্পিউটারের অভ্যন্তরীণ স্মৃতিকে প্রধান স্মৃতি বলা হয় । ডাটা ইনপুট হিসেবে প্রবেশ করানোর পর তা প্রক্রিয়াকরণের সময় প্রধান স্মৃতিতে অবস্থান করে। যখন কম্পিউটার বন্ধ করা হয় তখন এ মেমরী হতে ডাটা মুছে যায় । তাই প্রধান মেমরীকে ভোলাটাইল মেমরীও বলা হয়।
প্রধান মেমরী দুই ধরণের হয়ঃ
০১. প্রাইমারী মেমোরী এবং ০২. সেকেন্ডারি মেমরি- স্টোরেজ ডিভাইস। মেমরি পরিমাপের একক হচ্ছে বাইট ।
অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী, বাংলাদেশের মোট উৎপাদিত মাছের ১২.১৫ শতাংশ আসে ইলিশ থেকে। আর জিডিপি'তে ইলিশের অবদান ১%।
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য তারামন বিবি এবং ডাঃ সিতারা বেগম কে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়।
১৯৬৮ সালের ১৮ জানুয়ারি ঢাকায় আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। এ মামলার মোট আসামি ছিল ৩৫ জন এবং প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ মামলার একমাত্র জীবিত সদস্য সাবেক ডেপুটি স্পিকার লে. কর্ণেল শওকত আলী ।
Poet of Politics বা ‘রাজনীতির কবি' উপাধি দিয়েছিলেন মার্কিন নিউজউইক ম্যাগাজিন ৫ এপ্রিল, ১৯৭১ সালে।
আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন নদী দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আমাজন অরণ্যের আয়তন ৫৫,০০,০০০ বর্গকিলোমিটার। ৯টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত । আমাজন অরণ্যের ৬০% রয়েছে ব্রাজিলে, ১৩% রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা।
পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। মোট পিলার ৪২টি এবং স্প্যান ৪১টি
শ্রীলংকার মুদ্রার নাম রুপি। শ্রীলংকা ও ভারতের মধ্যে পক প্রণালি অবস্থিত ।
২২ তম বিশ্বকাপ ফুটবল ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০২৬ সালের ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় ।