পরশুরাম কার ছদ্মনাম?
পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি . . . . . গানটির রচয়িতা কে?
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি . . . . গানটির রচয়িতা গোবিন্দ হালদার
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি তাঁর কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি তাঁর অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত
'রক্ত করবী' নাটকটি কার লেখা?
'রক্ত করবী' নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা
মুক্তিযুদ্ধ ভিত্তিক 'একাত্তরের দিনগুলি' বইটির লেখক কে?
মুক্তিযুদ্ধ ভিত্তিক 'একাত্তরের দিনগুলি' বইটির লেখক জাহানারা ইমাম
বাংলার মানুষের ২৩ বছরের ইতিহাস তো রাজপথ রঞ্জিত করারই ইতিহাস।
১৯৬২, ১৯৬৬, ১৯৬৮ ও ১৯৬৯ সালে বাংলাদেশের রাজপথ রঞ্জিত হয়েছে বাঙালি শহিদের রক্তে। উল্লিখিত ঘটনাগুলোতে প্রচুর রাজনৈতিক কর্মী ও নেতাকে গ্রেফতার করা হয়েছে, জুলুম চালানো হয়েছে। এমনকি ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন সত্ত্বেও ক্ষমতা হস্তান্তর করেনি পশ্চিম পাকিস্তানিরা । বরং ১৯৫৪ ৫৬ সালের মতো ক্ষমতা থেকে বঞ্চিত করার উদ্যোগ নিয়েছে। এসব অভিজ্ঞতার ভিত্তিতে বাঙালি আর পিছু হটতে রাজি হয়নি। বঙ্গবন্ধুর ভাষায়, ‘কেউ আমাদের দাবায়া রাখতে পারবা না।
শিরশ্ছেদ = শিরঃ + ছেদ
‘মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন'- বাক্যটিতে দেখাচ্ছেন পদটি প্রযোজক ক্রিয়া
চোখের বালি প্রবাদ-প্রবচনটির অর্থ শত্রুতা
ট্রেনটি স্টেশন ছাড়লো। এখানে স্টেশন অপাদান কারক
দোষনীয় = দূষণীয়
‘যে শুনেই মনে রাখতে পারে'- এক কথায় শ্রুতিধর
‘অশীতিপর' শব্দটির অর্থ আশি থেকে নব্বই বছর বয়সী ব্যক্তি
মনমাঝি’- এর ব্যাসবাক্য মন রূপ মাঝি
আপ্যায়নের উদ্দেশ্যে যে দাওয়াতপত্র দেওয়া প্রদান করা হয় তাকে নিমন্ত্রণপত্র পত্র বলা হয়
‘ময়মনসিংহ গীতিকা'- প্রথম সম্পাদনা করেন ড. দীনেশচন্দ্র সেন
The newly announced dream on December 12, 2022 – Smart Bangladesh – will also be a reality on December 16, 2041. So, officially, we are now in the era of Smart Bangladesh.
what does this term mean?
A “smart nation” is defined as “harnessing emerging technologies, networks, and data to create tech-enabled solutions that contribute to nation-building.”
Yes!
The big picture answer is that Smart Bangladesh 2041 will be defined by a number of characteristics. These are:
1. High-income: GDP per capita of at least $12,500;
2. Poverty-free: 0% extreme poverty and under 3% poverty
3. Macroeconomically stable: Low inflation (4-5%), low deficits (5% of GDP), increased investment (40% of GDP), and increased tax revenue (20% of GDP)
4. High human development: 100% high-school education including digital literacy, and 100% health financing for everyone while making the best use of our demographic dividend
5. Sustainable urbanization: 80% urban nation with 100% electrification, majority from renewable sources
6. Service at fingertips: 100% public services paperless and cashless, and at the fingertips of 100% citizens in the way they desire
Most importantly, Smart Bangladesh is all about establishing an equitable nation—equal rights, equal opportunities, with no marginalized groups.
ইচ্ছা থাকলে উপায় হয়
ইচ্ছা থাকলে উপায় হয়
⇒ Where there is will, there is a way.
মেয়েটি হাসতে হাসতে চলে গেল।
মেয়েটি হাসতে হাসতে চলে গেল।
= The girl went away laughting.
সে না হেসে পারলো না ।
সে না হেসে পারলো না ।
⇒ He could not but laugh.
মধু খেতে মিষ্টি
মধু খেতে মিষ্টি
= Honey tastes sweet.
সকাল হতে বৃষ্টি হচ্ছে।
সকাল হতে বৃষ্টি হচ্ছে।
= It has been raining since morning.
He is an MBBS.
What is the time by your watch?
easy = easiest
Ten miles is a long way.
Do it.
= Let it be done.
I prefer milk than tea.
= I prefer milk to tea.
Temporary = Permanent
Every mother loves her child.
= There is no mother but loves her child.
The cow lives on grass.
look after = দেখাশুনা করা
৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা
১ “ ১ ” " "
১০০ “ ১ ” " "
= ১০ টাকা
উত্তর: ১০%
১৫ জনের খাবার চলে ১৫ দিন
∴ “ ” " "
∴ “ ” "
= ৯ দিন
ধরি, 5a 7b = x
9b – 4a = y
প্রদত্ত রাশি = x 2 + 2xy + y2
= (x + y)2
= (5a - 7b + 9b – a)2
= (a + 2b)2 ( Answer )
পদ্মা ব্রিজের দৈর্ঘ্য ৬.১৫ কি.মি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হয়েছে
World Health Organisation
মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান)ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদান করেছিলেন
গ্রীন পিস একটি পরিবেশবাদি সংস্থা
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি হলো আন্দিজ পর্বতমালা
SDG (Sustainable Development Goals) এর লক্ষ্যমাত্রা ১৭টি
AI এর পূর্ণরূপ হলো Artificial intelligence
বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় মাঠ পর্যায়ের ক্ষুদ্রতম ইউনিটের নাম ইউনিয়ন পরিষদ
ভিটামিন সি এর অভাবে ‘স্কার্ভি রোগ হয়
পলাশী যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়