জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ || ইউনিয়ন পরিষদ সচিব (04-11-2023) || 2023

All

এক কথায় উত্তর দিন:
1.

পরশুরাম কার ছদ্মনাম?

Created: 3 months ago | Updated: 1 day ago

পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি . . . . গানটির রচয়িতা গোবিন্দ হালদার

কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি তাঁর অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত

Created: 3 months ago | Updated: 1 day ago

'রক্ত করবী' নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা

মুক্তিযুদ্ধ ভিত্তিক 'একাত্তরের দিনগুলি' বইটির লেখক জাহানারা ইমাম

বাংলার মানুষের ২৩ বছরের ইতিহাস তো রাজপথ রঞ্জিত করারই ইতিহাস।

১৯৬২, ১৯৬৬, ১৯৬৮ ও ১৯৬৯ সালে বাংলাদেশের রাজপথ রঞ্জিত হয়েছে বাঙালি শহিদের রক্তে। উল্লিখিত ঘটনাগুলোতে প্রচুর রাজনৈতিক কর্মী ও নেতাকে গ্রেফতার করা হয়েছে, জুলুম চালানো হয়েছে। এমনকি ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন সত্ত্বেও ক্ষমতা হস্তান্তর করেনি পশ্চিম পাকিস্তানিরা । বরং ১৯৫৪ ৫৬ সালের মতো ক্ষমতা থেকে বঞ্চিত করার উদ্যোগ নিয়েছে। এসব অভিজ্ঞতার ভিত্তিতে বাঙালি আর পিছু হটতে রাজি হয়নি। বঙ্গবন্ধুর ভাষায়, ‘কেউ আমাদের দাবায়া রাখতে পারবা না।

শিরশ্ছেদ = শিরঃ + ছেদ

‘মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন'- বাক্যটিতে দেখাচ্ছেন পদটি প্রযোজক ক্রিয়া

চোখের বালি প্রবাদ-প্রবচনটির অর্থ শত্রুতা

ট্রেনটি স্টেশন ছাড়লো। এখানে স্টেশন অপাদান কারক

দোষনীয় = দূষণীয়

‘যে শুনেই মনে রাখতে পারে'- এক কথায় শ্রুতিধর

‘অশীতিপর' শব্দটির অর্থ আশি থেকে নব্বই বছর বয়সী ব্যক্তি

মনমাঝি’- এর ব্যাসবাক্য মন রূপ মাঝি

আপ্যায়নের উদ্দেশ্যে যে দাওয়াতপত্র দেওয়া প্রদান করা হয় তাকে নিমন্ত্রণপত্র পত্র বলা হয়

‘ময়মনসিংহ গীতিকা'- প্রথম সম্পাদনা করেন  ড. দীনেশচন্দ্র সেন

Related Sub Categories