পরশুরাম কার ছদ্মনাম?
পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি . . . . . গানটির রচয়িতা কে?
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি . . . . গানটির রচয়িতা গোবিন্দ হালদার
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি তাঁর কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি তাঁর অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত
'রক্ত করবী' নাটকটি কার লেখা?
'রক্ত করবী' নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা
মুক্তিযুদ্ধ ভিত্তিক 'একাত্তরের দিনগুলি' বইটির লেখক কে?
মুক্তিযুদ্ধ ভিত্তিক 'একাত্তরের দিনগুলি' বইটির লেখক জাহানারা ইমাম
বাংলার মানুষের ২৩ বছরের ইতিহাস তো রাজপথ রঞ্জিত করারই ইতিহাস।
১৯৬২, ১৯৬৬, ১৯৬৮ ও ১৯৬৯ সালে বাংলাদেশের রাজপথ রঞ্জিত হয়েছে বাঙালি শহিদের রক্তে। উল্লিখিত ঘটনাগুলোতে প্রচুর রাজনৈতিক কর্মী ও নেতাকে গ্রেফতার করা হয়েছে, জুলুম চালানো হয়েছে। এমনকি ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন সত্ত্বেও ক্ষমতা হস্তান্তর করেনি পশ্চিম পাকিস্তানিরা । বরং ১৯৫৪ ৫৬ সালের মতো ক্ষমতা থেকে বঞ্চিত করার উদ্যোগ নিয়েছে। এসব অভিজ্ঞতার ভিত্তিতে বাঙালি আর পিছু হটতে রাজি হয়নি। বঙ্গবন্ধুর ভাষায়, ‘কেউ আমাদের দাবায়া রাখতে পারবা না।
শিরশ্ছেদ = শিরঃ + ছেদ
‘মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন'- বাক্যটিতে দেখাচ্ছেন পদটি প্রযোজক ক্রিয়া
চোখের বালি প্রবাদ-প্রবচনটির অর্থ শত্রুতা
ট্রেনটি স্টেশন ছাড়লো। এখানে স্টেশন অপাদান কারক
দোষনীয় = দূষণীয়
‘যে শুনেই মনে রাখতে পারে'- এক কথায় শ্রুতিধর
‘অশীতিপর' শব্দটির অর্থ আশি থেকে নব্বই বছর বয়সী ব্যক্তি
মনমাঝি’- এর ব্যাসবাক্য মন রূপ মাঝি
আপ্যায়নের উদ্দেশ্যে যে দাওয়াতপত্র দেওয়া প্রদান করা হয় তাকে নিমন্ত্রণপত্র পত্র বলা হয়
‘ময়মনসিংহ গীতিকা'- প্রথম সম্পাদনা করেন ড. দীনেশচন্দ্র সেন