বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন || অফিস সহায়ক (02-12-2023) || 2023

All

সকল বিষয়

সন্ধি বিচ্ছেদ করুনঃ
1.

সংবাদ

Created: 3 months ago | Updated: 9 hours ago

সম্+বাদ = সংবাদ

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

সদিচ্ছা

Created: 3 months ago | Updated: 1 day ago

সৎ+ইচ্ছা = সদিচ্ছা 

ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
3.

বিষাদসিন্ধু

Created: 3 months ago | Updated: 1 day ago

বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু

ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
4.

মামাবাড়ি

Created: 3 months ago | Updated: 1 day ago

মামাবাড়ি = মামার বাড়ি = ষষ্ঠী তৎপুরুষ

অর্থসহ বাক্য রচনা করুন
5.

কানকাটা

Created: 3 months ago | Updated: 1 day ago

কানকাটা = (নির্লজ্জ) সে একটা কানকাটা মানুষ

অর্থসহ বাক্য রচনা করুন
6.

তাসের ঘর

Created: 3 months ago | Updated: 1 day ago

তাসের ঘর ( ক্ষনস্থায়ী বস্তু) = ঠুনকো বন্ধুত্ব স্বার্থের সামন্য আঘাতেই তাসের ঘরের মতো ভেঙ্গে যায়। 

এক কথায় প্রকাশ করুনঃ
7.

পা থেকে মাথা পর্যন্ত

Created: 3 months ago | Updated: 15 hours ago

পা থেকে মাথা পর্যন্ত= আপাদমস্তক 

এক কথায় প্রকাশ করুনঃ
8.

হনন করার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 13 hours ago

হনন করার ইচ্ছা- জিঘাংসা 

বিপরীত শব্দ লিখুন
9.

কৃত্রিম

Created: 3 months ago | Updated: 1 day ago

কৃত্রিম = স্বাভাবিক

বিপরীত শব্দ লিখুন
10.

কুৎসা

Created: 3 months ago | Updated: 1 day ago
Fill in the blanks (with appropriate preposition)
11.

His father died ___ a car accident

Created: 3 months ago | Updated: 1 day ago

His father died by a car accident

Fill in the blanks (with appropriate preposition)
12.

I differ with you___the point

Created: 3 months ago | Updated: 1 day ago

I differ from you on this point.

Created: 3 months ago | Updated: 1 day ago
Use the right form of verbs:
14.

If I ___ a bird, I would fly (be)

Created: 3 months ago | Updated: 1 day ago

If I were  a bird, I would fly.

বালিকাটি নাচতে নাচতে তার মায়ের কাছে গেল।

= The girl went to her mother to dance.

Created: 3 months ago | Updated: 13 hours ago

যে দেশকে ভালবাসে সে দেশপ্রেমিক।

= He who loves his country is a patriot.

Make Sentence:
17.

Once a blue moon

Created: 3 months ago | Updated: 1 day ago
Make Sentence:
18.

Heart & Soul

Created: 3 months ago | Updated: 1 day ago
Change the Gender:
19.

Uncle

Created: 3 months ago | Updated: 1 day ago

Uncle = Aunt

Change the Gender:
20.

Tiger

Created: 3 months ago | Updated: 1 day ago

Tiger = Tigress 

Created: 3 months ago | Updated: 10 hours ago

Created: 3 months ago | Updated: 10 hours ago

   

রোববার (২৮ অক্টোবর, ২০২৩) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান এই ডিগ্রি দেন।

মুক্তিযুদ্ধে প্রথম শুক্রমুক্ত জেলা হলো - যশোর।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে ঝিনাইদহ। ঝিনাইদহ স্বাধীন হয় ১৯৭১ সালের ৬ ডিসেম্বরে।

 

কিন্তু ঝিনাইদহ তখনও জেলা হয়নি। ঝিনাইদহ তৎকালীন যশোর জেলার একটি মহকুমা ছিলো। ঝিনাইদহ অঞ্চল স্বাধীন হওয়ার পরপই সমগ্র যশোর স্বাধীন হয়। তাই সেই সময়ের হিসাবে বলতে গেলে প্রথম স্বাধীন জেলা যশোর এবং বর্তমান সময়ের জেলার হিসাবে বলতে গেলে প্রথম স্বাধীন জেলা ঝিনাইদহ।

মুক্তিযুদ্ধ চলাকালীন ৬ ডিসেম্বর বিশ্বে ভুটানই সর্বপ্রথম সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে (ভারত দ্বিতীয়)।

ভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দেয়, তবে ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়।

সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক পদে বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদকে মনোনয়ন দিয়েছে। এসইএআরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬টি আঞ্চলিক অফিসের মধ্যে একটি, যা সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত।

২০২৩ সালে ব্যালন ডি’ আর জয়ী ফুটবলারের নাম লিওনেল মেসি। 

মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম ইব্রাহিম মোহাম্মদ সোলিহ । 

ঘূর্ণিঝড় মিধিলি  ১৭ নভেম্বর ২০২৩ বাংলাদেশে আঘাত হানে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু টানেল বা বঙ্গবন্ধু সুড়ঙ্গ বা কর্ণফুলী টানেল হল বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ। ২০২৩ সালের ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন।

Related Sub Categories