হারুন সাহেবের মাসিক মূল বেতন ২৭,৬৫০ টাকা। বার্ষিক মোট আয়ের ২,৫০,০০০ টাকার উপর আয়কর ০ টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার ১০ টাকা হলে, হারুন সাহেব কত টাকা আয়কর দেন।
পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ৭ : ২ ছিল। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
secθ + tanθ = 52 হলে secθ - tanθ এর মান কত?
একটি কম্পিউটারের মূল্য ৫০৪৫০ টাকা হলে ৪টি কম্পিউটারের মূল্য কত?
একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে লাগল। বানরটি যদি ১ মিনিটে ৪ মিটার উঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নেমে পড়ে, তবে ১৬ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে কত সময় লাগবে?