একটি কম্পিউটারের মূল্য ৫০৪৫০ টাকা হলে ৪টি কম্পিউটারের মূল্য কত?
একটি কম্পিউটার ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। কম্পিউটারটির ক্রয়মূল্য কত?
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
পিতা ও পুত্রের বয়স একত্রে ৬০ বছর। পিতার বয়সের ৪ গুণ। ৫ বছর পরে পিতা ও পুত্রের বয়স কত হবে?
(2x + 3y) এর বর্গ নির্ণয় কর।
হারুন সাহেবের মাসিক মূল বেতন ২৭,৬৫০ টাকা। বার্ষিক মোট আয়ের ২,৫০,০০০ টাকার উপর আয়কর ০ টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার ১০ টাকা হলে, হারুন সাহেব কত টাকা আয়কর দেন।