অরণ্যে রোদন
অরণ্য রোদন = নিস্ফল আবেদন
তাসের ঘর
তাসের ঘর = ক্ষণস্থায়ী
নাবিক
নাবিক = নৌ+ইক
পরীক্ষা
পরীক্ষা = পরি+ঈক্ষা
মনঃকষ্ট
মনঃ+কষ্ট=মনোকষ্ট
পা থেকে মাথা পর্যন্ত
পা থেকে মাথা পর্যন্ত = আপদমস্তক
যা জলে ও স্থলে চরে
যা জলে ও স্থলে চরে= উভচর
উপকারীর উপকার যে স্বীকার করে
উপকারীর উপকার যে স্বীকার করে = কৃতজ্ঞ
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না
যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না - বনস্পতি
'ছোট প্রাণ, ছোট ব্যথা, . . . . . . . ছোট ছোট দুঃখ কথা' কবিতার লাইনটির রচয়িতা কে?
উক্ত লাইনটি রবীন্দ্রনাথের কবিতার লাইন। এই কবিতাটি ছোট গল্পের বৈশিষ্ট্য প্রকাশ করে
ছোট প্রাণ, ছোট ব্যথা ছোট ছোট দুঃখকথা. নিতান্তই সহজ সরল,. সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি. তারি দু’চারিটি অশ্রুজল । নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা. নাহি তত্ত্ব নাহি উপদেশ । অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে. শেষ হয়ে হইল না শেষ
কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত একটি গ্রন্থের নাম লিখুন।
কবি কাজী নজরুল রচিত কাব্য গ্রন্থ অগ্নিবীণা,দোলনচাঁপা, রিক্তের বেদন, ব্যথার দান, বিষের বাঁশি
বাংলা নারী জাগরণের অগ্রদূত কে?
বাংলা নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কে গণ্য করা হয়। তিনি ১৯ শতকের শেষ এবং ২০ শতকের শুরুর দিকে বাংলার নারী শিক্ষার উন্নয়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে নারীর অবস্থান পরিবর্তনে অসামান্য ভূমিকা পালন করেন। বেগম রোকেয়ার রচনাবলি, যেমন "সুলতানার স্বপ্ন" ও "অবরোধবাসিনী," নারীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে বড় ভূমিকা রেখেছে।
প্রাচ্য
প্রাচ্য এর বিপরীত প্রতীচ্য
আবির্ভাব
আবির্ভাব এর বিপরীত হলো তিরোভাব
মিলন
মিলন এর বিপরীত হলো বিচ্ছেদ
I bought this pen _____one hundred Taka
I bought this pen for one hundred Taka.
I will go to your house ____ Monday morning.
I will go to your house on Monday morning.
_____ which book did you keep the note?
The shop closes _____ midnight.
The shop closes at midnight.
We can go ____ the tunnel
We can go through the tunnel .
দুইটা বাজতে দশ মিনিট বাকি।
"দুইটা বাজতে দশ মিনিট বাকি" এই বাক্যটি ইংরেজিতে অনুবাদ করলে হয় "Ten minutes to two."
ইংরেজিতে এই ধরনের সময় প্রকাশ করার জন্য "to" শব্দটি ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ:
তুমি কি কখনো বিদেশে গিয়েছ?
তুমি কি কখনো বিদেশে গিয়েছ? = Have you ever been to abroad ?
স্বদেশপ্রীতি একটি মহৎ গুণ।
সে ইংরেজিতে ভালো।
সে ইংরেজিতে ভালো। = He is good at English
Today's sunlight is very soothing.
She is a beauty.
Liquid
Liquid = Solid
Correct
Correct = Incorrect / Wrong
Relevant
Relevant= irrelevant
Loss
Loss = Profit
এই সমস্যাটি সমাধান করতে আমরা সরল সুদের ধারণা ব্যবহার করব।
ধরি,
সুতরাং, ৬ বছরে পাওয়া সুদ = P টাকা
আমরা জানি,
এখন ধরি, x বছরে মুনাফা-আসল তিনগুণ হবে।
আবার,
সুতরাং, 12 বছরে আসল মুনাফা-আসলে তিনগুণ হবে।
অর্থাৎ, উত্তর হলো 12 বছর।
সহজ করে বললে:
তাই, মোট সময় = ৬ বছর + ৬ বছর = ১২ বছর
আশা করি এই সমাধানটি আপনার বুঝতে সাহায্য করবে।
এই সমস্যাটি সমাধান করতে, আমরা কাজের একটি অংশকে একক হিসেবে ধরে নিতে পারি।
ধরি, পুরো কাজটি = ১ একক কাজ
ক একা ১ দিনে করে = ১/১৫ একক কাজ
ক ও খ একত্রে ১ দিনে করে = ১/১০ একক কাজ
তাহলে, খ একা ১ দিনে করে = (ক ও খ একত্রে ১ দিনে করে) - (ক একা ১ দিনে করে)
খ একা ১ দিনে করে = ১/১০ - ১/১৫ = (৩-২)/৩০ = ১/৩০ একক কাজ
অর্থাৎ, খ একা পুরো কাজটি করতে সময় লাগবে = ১ একক কাজ / (১/৩০ একক কাজ/দিন) = ৩০ দিন
সুতরাং, খ একা এই কাজটি ৩০ দিনে শেষ করবে।
অন্য একটি উপায়ে:
ধরি, খ একা কাজটি x দিনে করে।
তাহলে, খ একা ১ দিনে করে = ১/x একক কাজ
ক ও খ একত্রে ১ দিনে করে = (১/১৫ + ১/x) একক কাজ
আবার, ক ও খ একত্রে ১ দিনে করে = ১/১০ একক কাজ
সুতরাং, ১/১৫ + ১/x = ১/১০
এখান থেকে x এর মান বের করে পাব, x = ৩০
অর্থাৎ, খ একা এই কাজটি ৩০ দিনে শেষ করবে।
দেওয়া আছে,
a-1/a=1
প্রদত্ত রাশি = a3-1/a3
= (a)3-( 1/a)3
= (a-1/a)3 + 3.a.1/a (a-1/a)
= (1)3 + 3 . 1 . 1
= 1+3
= 4
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১৫ এবং তাদের বিযোগফল ৩ হলে সংখ্যাটি নির্ণয় করার জন্য আমরা নিচের ধাপগুলি অনুসরণ করতে পারি:
ধরি, সংখ্যার দশমিক অঙ্কটি \( x \) এবং একক অঙ্কটি \( y \)। তাহলে সংখ্যাটি হবে \( 10x + y \)।
দ্বারা দেওয়া তথ্য:
1. অঙ্কদ্বয়ের সমষ্টি: \( x + y = 15 \)
2. অঙ্কদ্বয়ের বিযোগফল: \( x - y = 3 \)
ধাপ ১: প্রথম সমীকরণ সমাধান
প্রথমে, দুইটি সমীকরণকে সমাধান করি:
\[
x + y = 15
\]
\[
x - y = 3
\]
এই দুইটি সমীকরণ যোগ করলে:
\[
(x + y) + (x - y) = 15 + 3
\]
\[
2x = 18
\]
\[
x = 9
\]
ধাপ ২: \( x \) এর মান নির্ণয় করা
আমরা \( x \) এর মান পেয়েছি \( x = 9 \)। এখন \( y \) এর মান বের করি:
\[
x + y = 15
\]
\[
9 + y = 15
\]
\[
y = 15 - 9
\]
\[
y = 6
\]
### **ধাপ ৩: সংখ্যা নির্ণয় করা**
অতএব, সংখ্যা হবে \( 10x + y \):
\[
10 \times 9 + 6 = 90 + 6 = 96
\]
উত্তর: তাহলে, সংখ্যাটি হলো **৯৬**।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ বিভাগের ছাত্র ছিলেন।
আমার দেখা নয়াচীন শেখ মুজিবুর রহমান লিখেছেন। যা ২০১৭ সালের ১৭ প্রকাশিত হয়।
খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা হলেন ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামন বিবি
মেট্রোরেলের প্রথম নারী চালক মরিয়ম আফিজা
বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো 'স্বাধীনতা পদক ' । ১৯৭১ সাল থেকে প্রতিবছর বাংলাদেশের স্বাধীনতা দিবসে অর্থাৎ ২৬ মার্চ এই পদক প্রদান করা হয়