দুর্বিসহ বানানটি অধিকাংশ ব্যাক্তি ভুল লেখে।
দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল লেখে।
আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয়।
আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয়।
⇒ আকণ্ঠ ভোজন ভাল নয়।
গম্য
গম্য = গম্ + য
জমকাল
জমকাল = জমক + আলো
বেলা যে পড়ে এল জলকে চল।
বেলা যে পড়ে এল জলকে চল। = নিমিত্তার্থে ৪র্থী
গল্পটা সবাই জানে।
গল্পটা সবাই জানে। = কর্মে শূন্য
চিনে জোঁক
চিনে জোঁক = নাছোড়বান্দা
খাবি খাওয়া
খাবি খাওয়া = হিমশিম খাওয়া
মাটি দিয়ে তৈরি
মাটি দিয়ে তৈরি = মৃন্ময়
সমুদ্রের ঢেউয়ের শব্দ
সমুদ্রের ঢেউয়ের শব্দ = কল্লোল
বনষ্পতি
বনষ্পতি = বনের পতি-৬ষ্ঠী তৎপুরুষ
বহুব্রীহি
বহুব্রীহি = বহু ব্রীহি (ধান) আছে যার-বহুব্রীহি
আজগুবি
আজগুবি = ফারসি শব্দ
ডেঙ্গু
ডেঙ্গু = স্প্যানিশ
অন্যান্য
অন্যান্য = ভিন্ন, অন্যোন্য – পরস্পর
অশ্ব
অশ্ব = ঘোড়া, অশ্বা = পাথর
মূলভাব: সাধারণত বয়সের মাপকাঠিতে তারুণ্য ও বার্ধক্যের পরিমাপ করা হলেও বার্ধক্যের প্রকৃত নির্ধারক বয়স নয়। কেবল বয়সের আধিক্যেই মানুষ বৃদ্ধ হয় না।
সম্প্রসারিত ভাব: এ পৃথিবীতে এমন অনেক তরুণ আছে যারা বয়সে তারুণ্যের অধিকারী হয়েও আচার-আচরণে, অন্ধ- বিশ্বাসে ও কর্মবিমুখতায় বৃদ্ধের সমতুল্য। পক্ষান্তরে, এমন অনেক বৃদ্ধ রয়েছেন যারা মনের দিক থেকে তারুণ্যের তেজোদীপ্ততায় ভরপুর। সুতরাং, যারা গতানুগতিক ভাবধারা ও জরাজীর্ণ পুরাতনকে, কুসংস্কারকে, মিথ্যাকে আঁকড়ে ধরে দিনাতিপাত করে তারা যে বয়সেরই হোক না কেন তারা বৃদ্ধ। এরা জীবনের মোহমায়ায় তারুণ্যের শঙ্কাহীন অভিযানে অংশগ্রহণ করে না। সমাজ ও সংস্কৃতির যুগোপযোগী পরিবর্তনকে এরা স্বাগত জানাতে জানে না। নব সূর্যের সোনালী উষা এদের কাম্য নয়। তাই এরা প্রত্যুষেও দ্বার রুদ্ধ করে নিদ্রায় আচ্ছন্ন থাকে, অর্থাৎ নতুন সংস্কারকে এড়িয়ে চলে। নতুনের কেতন উড়িয়ে ভুবন জয়ের পথে পাড়ি জমাতে পারে না। আধুনিকতার সাথেতাল মেলাতে অক্ষম। এরা শতাব্দীর অগ্রযাত্রায় আগুয়ান জনতার কাফেলায় কুচকাওয়াজ করতে জানে না, তারা আলোর পিয়াসী নয় বরং বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী। কোন ঝুঁকিপূর্ণ কাজে তারা যেতে নারাজ।
মন্তব্য: তাই তারা সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠে না। সুতরাং বয়স তাদের যাই হোক তারা বাধ্যক্যের কংকালমূর্তি।