মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (04-05-2024) || 2024

All

Created: 8 months ago | Updated: 5 days ago

দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল লেখে।

Created: 8 months ago | Updated: 1 week ago

আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয়। 

⇒ আকণ্ঠ ভোজন ভাল নয়।

প্রত্যয় বিশ্লেষণ করুন:
3.

গম্য

Created: 8 months ago | Updated: 1 day ago

গম্য = গম্ + য

প্রত্যয় বিশ্লেষণ করুন:
4.

জমকাল

Created: 8 months ago | Updated: 20 hours ago

জমকাল = জমক + আলো

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
5.

বেলা যে পড়ে এল জলকে চল।

Created: 8 months ago | Updated: 20 hours ago

বেলা যে পড়ে এল জলকে চল। = নিমিত্তার্থে ৪র্থী

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
6.

গল্পটা সবাই জানে।

Created: 8 months ago | Updated: 13 hours ago

গল্পটা সবাই জানে। = কর্মে শূন্য

শব্দের অর্থসহ বাক্য রচনা করুন:
7.

চিনে জোঁক

Created: 8 months ago | Updated: 2 days ago

চিনে জোঁক = নাছোড়বান্দা

শব্দের অর্থসহ বাক্য রচনা করুন:
8.

খাবি খাওয়া

Created: 8 months ago | Updated: 2 days ago

খাবি খাওয়া = হিমশিম খাওয়া

এক কথায় প্রকাশ করুন:
9.

মাটি দিয়ে তৈরি

Created: 8 months ago | Updated: 2 days ago

মাটি দিয়ে তৈরি = মৃন্ময়

এক কথায় প্রকাশ করুন:
10.

সমুদ্রের ঢেউয়ের শব্দ

Created: 8 months ago | Updated: 3 days ago

সমুদ্রের ঢেউয়ের শব্দ = কল্লোল

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন:
11.

বনষ্পতি

Created: 8 months ago | Updated: 23 hours ago

বনষ্পতি = বনের পতি-৬ষ্ঠী তৎপুরুষ

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন:
12.

বহুব্রীহি

Created: 8 months ago | Updated: 2 days ago

বহুব্রীহি = বহু ব্রীহি (ধান) আছে যার-বহুব্রীহি 

শব্দগুলো কোন দেশি:
13.

আজগুবি

Created: 8 months ago | Updated: 2 days ago

আজগুবি = ফারসি শব্দ

শব্দগুলো কোন দেশি:
14.

ডেঙ্গু

Created: 8 months ago | Updated: 1 day ago

ডেঙ্গু = স্প্যানিশ

সমোচ্চারিত শব্দের অর্থ লিখুন:
15.

অন্যান্য

Created: 8 months ago | Updated: 1 day ago

অন্যান্য = ভিন্ন, অন্যোন্য – পরস্পর

সমোচ্চারিত শব্দের অর্থ লিখুন:
16.

অশ্ব

Created: 8 months ago | Updated: 17 hours ago

অশ্ব = ঘোড়া, অশ্বা = পাথর

বার্ধক্য তাহাই-যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে

 

মূলভাব: সাধারণত বয়সের মাপকাঠিতে তারুণ্য ও বার্ধক্যের পরিমাপ করা হলেও বার্ধক্যের প্রকৃত নির্ধারক বয়স নয়। কেবল বয়সের আধিক্যেই মানুষ বৃদ্ধ হয় না।

 

সম্প্রসারিত ভাব: এ পৃথিবীতে এমন অনেক তরুণ আছে যারা বয়সে তারুণ্যের অধিকারী হয়েও আচার-আচরণে, অন্ধ- বিশ্বাসে ও কর্মবিমুখতায় বৃদ্ধের সমতুল্য। পক্ষান্তরে, এমন অনেক বৃদ্ধ রয়েছেন যারা মনের দিক থেকে তারুণ্যের তেজোদীপ্ততায় ভরপুর। সুতরাং, যারা গতানুগতিক ভাবধারা ও জরাজীর্ণ পুরাতনকে, কুসংস্কারকে, মিথ্যাকে আঁকড়ে ধরে দিনাতিপাত করে তারা যে বয়সেরই হোক না কেন তারা বৃদ্ধ। এরা জীবনের মোহমায়ায় তারুণ্যের শঙ্কাহীন অভিযানে অংশগ্রহণ করে না। সমাজ ও সংস্কৃতির যুগোপযোগী পরিবর্তনকে এরা স্বাগত জানাতে জানে না। নব সূর্যের সোনালী উষা এদের কাম্য নয়। তাই এরা প্রত্যুষেও দ্বার রুদ্ধ করে নিদ্রায় আচ্ছন্ন থাকে, অর্থাৎ নতুন সংস্কারকে এড়িয়ে চলে। নতুনের কেতন উড়িয়ে ভুবন জয়ের পথে পাড়ি জমাতে পারে না। আধুনিকতার সাথেতাল মেলাতে অক্ষম। এরা শতাব্দীর অগ্রযাত্রায় আগুয়ান জনতার কাফেলায় কুচকাওয়াজ করতে জানে না, তারা আলোর পিয়াসী নয় বরং বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী। কোন ঝুঁকিপূর্ণ কাজে তারা যেতে নারাজ।

 

মন্তব্য: তাই তারা সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠে না। সুতরাং বয়স তাদের যাই হোক তারা বাধ্যক্যের কংকালমূর্তি।

Related Sub Categories