দুর্বিসহ বানানটি অধিকাংশ ব্যাক্তি ভুল লেখে।
দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল লেখে।
আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয়।
আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয়।
⇒ আকণ্ঠ ভোজন ভাল নয়।
গম্য
গম্য = গম্ + য
জমকাল
জমকাল = জমক + আলো
বেলা যে পড়ে এল জলকে চল।
বেলা যে পড়ে এল জলকে চল। = নিমিত্তার্থে ৪র্থী
গল্পটা সবাই জানে।
গল্পটা সবাই জানে। = কর্মে শূন্য
চিনে জোঁক
চিনে জোঁক = নাছোড়বান্দা
খাবি খাওয়া
খাবি খাওয়া = হিমশিম খাওয়া
মাটি দিয়ে তৈরি
মাটি দিয়ে তৈরি = মৃন্ময়
সমুদ্রের ঢেউয়ের শব্দ
সমুদ্রের ঢেউয়ের শব্দ = কল্লোল
বনষ্পতি
বনষ্পতি = বনের পতি-৬ষ্ঠী তৎপুরুষ
বহুব্রীহি
বহুব্রীহি = বহু ব্রীহি (ধান) আছে যার-বহুব্রীহি
আজগুবি
আজগুবি = ফারসি শব্দ
ডেঙ্গু
ডেঙ্গু = স্প্যানিশ
অন্যান্য
অন্যান্য = ভিন্ন, অন্যোন্য – পরস্পর
অশ্ব
অশ্ব = ঘোড়া, অশ্বা = পাথর
মূলভাব: সাধারণত বয়সের মাপকাঠিতে তারুণ্য ও বার্ধক্যের পরিমাপ করা হলেও বার্ধক্যের প্রকৃত নির্ধারক বয়স নয়। কেবল বয়সের আধিক্যেই মানুষ বৃদ্ধ হয় না।
সম্প্রসারিত ভাব: এ পৃথিবীতে এমন অনেক তরুণ আছে যারা বয়সে তারুণ্যের অধিকারী হয়েও আচার-আচরণে, অন্ধ- বিশ্বাসে ও কর্মবিমুখতায় বৃদ্ধের সমতুল্য। পক্ষান্তরে, এমন অনেক বৃদ্ধ রয়েছেন যারা মনের দিক থেকে তারুণ্যের তেজোদীপ্ততায় ভরপুর। সুতরাং, যারা গতানুগতিক ভাবধারা ও জরাজীর্ণ পুরাতনকে, কুসংস্কারকে, মিথ্যাকে আঁকড়ে ধরে দিনাতিপাত করে তারা যে বয়সেরই হোক না কেন তারা বৃদ্ধ। এরা জীবনের মোহমায়ায় তারুণ্যের শঙ্কাহীন অভিযানে অংশগ্রহণ করে না। সমাজ ও সংস্কৃতির যুগোপযোগী পরিবর্তনকে এরা স্বাগত জানাতে জানে না। নব সূর্যের সোনালী উষা এদের কাম্য নয়। তাই এরা প্রত্যুষেও দ্বার রুদ্ধ করে নিদ্রায় আচ্ছন্ন থাকে, অর্থাৎ নতুন সংস্কারকে এড়িয়ে চলে। নতুনের কেতন উড়িয়ে ভুবন জয়ের পথে পাড়ি জমাতে পারে না। আধুনিকতার সাথেতাল মেলাতে অক্ষম। এরা শতাব্দীর অগ্রযাত্রায় আগুয়ান জনতার কাফেলায় কুচকাওয়াজ করতে জানে না, তারা আলোর পিয়াসী নয় বরং বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী। কোন ঝুঁকিপূর্ণ কাজে তারা যেতে নারাজ।
মন্তব্য: তাই তারা সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠে না। সুতরাং বয়স তাদের যাই হোক তারা বাধ্যক্যের কংকালমূর্তি।
The Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel a major infrastructure project currently underway in Bangladesh. This tunnel will connect the city of Chittagong with the southeastern region of the country. spanning the Karnaphuli River, which is currently crossed by ferry services. The tunnel will be approximately 3.4 kilometers long and will consist of two parallel tubes with three lanes for vehicles and a pedestrian walkway. Once completed. the Karnaphuli Tunnel will significantly reduce travel time and improve connectivity. benefiting the region's economic growth. The project is being constructed with the latest technologies and safety measures, ensuring durability and safety. Overall. The Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel is an essential project for Bangladesh, with the potential to transform transportation and enhance connectivity in the country. The Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel project is a significant infrastructure development in Bangladesh aimed at improving transportation in the Chittagong region. The tunnel will connect the bustling port city of Chittagong to the Chittagong Hill Tracts. providing a much-needed solution to the current travel challenges due to the hilly terrain and inadequate road infrastructure. The project is expected to boost economic growth by facilitating the movement of goods and people. while creating employment opportunities during construction. Furthermore, the tunnel's construction using modern technology and advanced safety systems will ensure passengers comfort and safety. The project is currently in the planning stages, with the government and transportation authorities working hard to secure funding and make the project a reality. Overall. The Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel project is a vital step towards modernizing the transportation infrastructure in the Chittagong region and improving the quality of life for its residents.
আমি আর চলতে পারি না।
আমি আর চলতে পারি না।
= I can't walk anymore.
সে না হেসে পারল না।
সে না হেসে পারল না।
= He couldn't but laugh.
দশের লাঠি একের বোঝা।
দশের লাঠি একের বোঝা।
= Many a little makes a mickle.
দেখতে দেখতে সময় চলে যায়।
দেখতে দেখতে সময় চলে যায়।
= Time flies.
He is a meritorious boy. (Complex)
He is a meritorious boy. (Complex)
= He is boy who is meritorious.
Everybody will admit that I am right.
Everybody will admit that I am right. (Negative)
= Nobody will deny that I am right.
Iron is the most useful of all metals. (comparative)
Iron is the most useful of all metals. (comparative)
= Iron is more useful than all other metals.
You should do the work. (Imperative)
You should do the work. (Imperative)
= Do the work.
Iron is....... useful metal.
Iron is a useful metal.
Man should not be slave....... his passion.
Man should not be slave of his passion.
Bitch, Beach
Bitch = স্ত্রী কুকুর, Beach = সৈকত
Scene, Sin
Scene = দৃশ্য, Sin = পাপ
প্রথম নল দ্বারা ৯ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ
∴ “ ” “ ১ ” “ ” " অংশ
আবার, দ্বিতীয় নল দ্বারা ১২ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ
“ ” “ ১ ” “ ” " অংশ
“ ” “ ২ ” “ ” " অংশ
অংশ
অবশিষ্ট থাকে = অংশ অংশ
উভয় নল যারা, ১ ঘণ্টায় পূর্ণ হয় অংশ
অংশ
উভয় নল যারা,
অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
১ “ ” " "
∴ “ ” " "
ঘন্টায়
সুতরাং ১ম নল ঘণ্টা পরে বন্ধ করা হয়।
চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট সময় লাগবে ঘণ্টা
= ঘণ্টা
ঘণ্টা
উত্তর: ঘণ্টা
সার্ক কৃষি কেন্দ্র (SAC) ঢাকায় অবস্থিত
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ৮ নম্বর সেক্টরের অধীনে ছিল
আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি' উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর
BIOS-এর পূর্ণরূপ Basic Input Output System
দোয়েল চত্ত্বরের স্থপতি আজিজুল জলিল পাশা
'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম চিরঞ্জীব মুজিব
'সবকটা জানালা খুলে দাও না'- গানটির রচয়িতা নজরুল ইসলাম বাবু
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত
ব্রাজিলের রাষ্ট্রভাষা পর্তুগিজ
আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্যাপন দিবস।
ভূটানের মুদ্রার নাম গুলট্রাম
বিশ্বের দীর্ঘতম নদের নাম নীলনদ
২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ কানাডা, মেক্সিকো, ও মার্কিন যুক্তরাষ্টে অনুষ্ঠিত হবে
১৫৫৬ সাল থেকে বাংলা সন চালু হয়
সিঙ্গাপুর বন্দর হল দক্ষিণ পূর্ব এশিয়া এর মধ্যে বৃহত্তম ও ব্যস্ততম বন্দর। এটি সিঙ্গাপুর-এ অবস্থিত। এই বন্দরে একটি বড় কন্টেইনার টার্মিনাল রয়েছে।