আনন্দজনক ধ্বনি
আনন্দজনক ধ্বনি- নন্দিঘোষ।
যে নারী বীর
যে নারী বীর- বীরাঙ্গনা।
অসম্ভব ঘটনা ঘটাতে সক্ষম (যে নারী)
অসম্ভব ঘটনা ঘটাতে সক্ষম (যে নারী)- অঘটনঘটনপটিয়সী
আশীর্বাদ বা অভয়দানের ভাবযুক্ত হাতের ভঙ্গি/মুদ্রা
আশীর্বাদ বা অভয়দানের ভাবযুক্ত হাতের ভঙ্গি/মুদ্রা- বরাভয়
কী করতে হবে তা বুঝতে না পারা
কী করতে হবে তা বুঝতে না পারা- কিংকর্তব্যবিমূঢ়।
আকাশ ধরা
আকাশ ধরা (বৃষ্টি বন্ধ হওয়া): আকাশ ধরলেই আমরা পুনরায় কাজ শুরু করবো।
আমি-আমি করা
আমি-আমি করা (আত্মপ্রশংসা): এতো আমি আমি না করে প্রকৃত ঘটনা খুলে বলো।
ঊনো বর্ষা দুনো শীত
ঊনো বর্ষা দুনো শীত (যে বছর বৃষ্টি কম হয়, সে বছর শীত বেশি পড়ে): এবার বর্ষায় বৃষ্টি কম হয়েছে তাই শীত সম্পর্কে আগাম বার্তা হচ্ছে- ঊনো বর্ষায় দুনো শীত পড়বে।
গর্দভরাগিণী
গর্দভরাগিণী (কর্কশ সুর): তার গর্দভরাগিণী কণ্ঠের গানে মোহিত হওয়া অসম্ভব।
ব্যাঙের লাথি
ব্যাঙের লাথি (নগণ্য লোকের দ্বারা অপমান): ব্যাঙের লাথি খেয়েও সাধ মেটেনি, আবার কথা বলো।
ইচ্ছা
ইচ্ছা = অভিপ্রায়, অভিলাষ, আগ্রহ, আশা, কামনা।
অন্ন
অন্ন = ভাত, আহার্যদ্রব্য, খাদ্য, খাদ্যদ্রব্য।
যুদ্ধ
যুদ্ধ = রণ, সমর, বিগ্রহ, সংঘাত।
দেহ
দেহ = গাত্র, গা, কায়া, তনু, শরীর।
বৃক্ষ
বৃক্ষ = গাছ, পাদপ, তরু, বিটপী।
বিদেশে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে।
বিদেশে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে।
= In abroad, Skilled workers have great demand.
বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
= Bangladesh became a member of the United Nations in 1974.
পরিবেশ রক্ষায় আমাদের সকলের গাছ লাগানো উচিত।
পরিবেশ রক্ষায় আমাদের সকলের গাছ লাগানো উচিত।
= We should plant trees to protect the environment.
ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে।
ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে।
= The beauty of flowers fascinates everyone.
তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন।
তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন।
= He was a wise man.
The moon is seen in the sky. (Make it active)
The moon is seen in the sky. (Make it active)
= We see the moon in the sky.
He is always honest in discharging his responsibilities. (Make it negative without changing the meaning)
He is always honest in discharging his responsibilities. (Make it negative without changing the meaning)
= He is never dishonest in discharging his resposibilities.
Hasan said to Sabina, "Do you know the name of the owner of this house?" (Make it indirect speech)
Hasan said to Sabina, "Do you know the name of the owner of this house?" (Make it indirect speech)
= Hasan asked Sabina if she knew the name of the owner of that house.
He always speaks the truth. (Write the name of the parts of speech of the underlined word)
He always speaks the truth. (Write the name of the parts of speech of the underlined word)
= Adverb.
I was too nervous to face the situation. (Make it complex)
I was too nervous to face the situation. (Make it complex)
= I was so nervous that I could not face the situation.
Rana along with his friends have completed the job.
Rana along with his friends have completed the job.
= Rana along with his friends has completed the job.
My friend always insist me in taking his side.
My friend always insist me in taking his side.
= My friend always insist me on taking his side.
Seventy miles are a long distance.
Seventy miles are a long distance.
= Seventy miles is a long distance.
Do you know who am I?
Do you know who am I?
= Do you know who I am?
I prefer death than dishonour.
I prefer death than dishonour.
= I prefer death to dishonour.
দেওয়া আছে, a + b + c = 0
⇒ a + b = - c
⇒ a + c = - b
⇒ b + c = - a
∴ প্রদত্ত রাশি
দেওয়া আছে,
[ ব্যস্তকরণ ]
∴
∴
এখন,
মনে করি, ক সংখ্যক কলম কিনেছিল
প্রশ্নমতে, {২৪০/ (ক + ১)} = (২৪০/ক) - ১
= > {২৪০/(ক + ১)} = (২৪০ - ক)/ক
= > ২৪০ক = ২৪০ক - ক² + ২৪০ - ক
= > ক² + ক - ২৪০ = ০
= > ক² + ১৬ - ১৫ক - ২৪০ = ০
= > ক(ক + ১৬) - ১৫(ক + ১৬) = ০
= > (ক + ১৬) (ক - ১৫) = ০
∴ক + ১৬ = ০
= > ক = - ১৬ গ্রহণযােগ্য নয়।
অথবা, ক - ১৫ = ০
= > ক = ১৫ গ্রহণযােগ্য
∴শাহিক ১৫টি কলম কিনেছিল।
দেওয়া আছে,
রম্বসের পরিসীমা = ১৮০ সে.মি.
∴ “ একবাহু = = ৪৫ সে.মি
যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেহেতু অপর কর্ণের অর্ধেক এর দৈর্ঘ্য =
∴ অপর কর্ণের দৈর্ঘ্য সে.মি.
∴ ক্ষেত্রফল = রম্বসের কর্ণদ্বয়ের গুণফল
= ১৯৪৪ বর্গ সে.মি
RAM ও ROM এর মধ্যে পার্থক্য লিখুন।
RAM ROMRandom Access Memory Read Only Memory ভোলাটাইল মেমোরি নন-ভোলাটাইল মেমোরি তথ্য লেখা ও পড়া উভয় প্রকার কাজই র্যামে সম্পাদন করা যায়। সাধারণত সংরক্ষিত তথ্য শুধু পড়া যায়, লেখা যায় না। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে রমে সংরক্ষিত তথ্য মুছে যায় না। র্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়। সাধারণত নতুন কিছু সংযোজন সংশোধন বা পরিবর্তন করা যায় না।
বাইনারি সংখ্যা (101101)2 কে দশমিক সংখ্যায় রূপান্তর করুন।
=1*2^5+0*2^4+1*2^3+1*2^2+0*2^1+1*2^0
=32+0+8+4+0+1
=45
ফার্মওয়্যার
ফার্মওয়্যার: সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমোরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয়, তাকে ফার্মওয়্যার বলে। এ সকল প্রোগ্রাম কম্পিউটার ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না। এটি বিশেষ ধরনের সফটওয়্যার যা সুনির্দিষ্ট কাজে হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে হার্ডওয়্যারকে পরিচালনা করে। ফার্মওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য হলো ব্যবহারকারী সফটওয়্যার মুছতে পারে কিন্তু ফার্মওয়্যার মুছতে পারে না। ফার্মওয়্যার পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না।
কম্পাইলার
কম্পাইলার: কম্পাইলার হলো এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে। ভিন্ন ভিন্ন উচ্চতর ভাষার প্রোগ্রামের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার ব্যবহৃত হয়। কারণ কোন নির্দিষ্ট কম্পাইলার একটি মাত্র উচ্চতর ভাষার প্রোগ্রামকে কম্পাইল করতে পারে। যেমন- যে কম্পাইলার COBOL প্রোগ্রামকে কম্পাইল করত পারে সেই কম্পাইলার বেসিক প্রোগ্রামকে কম্পাইল করতে পারে না। কম্পাইলার অনুবাদ করা ছাড়াও উৎস প্রোগ্রামের গুণাগুণও বিচার করতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা
কৃত্রিম বুদ্ধিমত্তা: কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়। মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Mathison Turing)। কৃত্রিম বুদ্ধিমত্তায় Java, CLISP, MATLAB, PROLOG, C/C++ ইত্যাদি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। Natural Language Processing (NLP) কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা যা কম্পিউটারগুলোকে মানুষের ভাষা বোঝার, ব্যাখ্যা ও পরিচালনা করতে সহায়তা করে।
ওয়াই-ফাই (Wi-Fi)
ওয়াই-ফাই (Wifi): বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে সংযুক্ত করার একটি কৌশল হলো ওয়াই-ফাই। ২১ সেপ্টেম্বর, ১৯৯৮ সালে ভিক্টর ভিক হেইয়েস ওয়াইফাই আবিষ্কার করেন। এটি হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি যা তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগ সমূহ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে। Wi-Fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity এবং এর স্ট্যান্ডার্ড হলো IEE802.11 ।
ক্যাশ মেমরি (Cache Memory) কী? এর কাজ লিখুন।
ক্যাশ মেমরি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরিব্যবস্থা। কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান মেমোরির মাঝে স্থাপিত অতি উচ্চ গতির ও কম ধারণক্ষমতা সম্পন্ন মেমোরিকে ক্যাশ মেমোরি বলে। কম্পিউটারে ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়। সিপিইউয়ের কোন নির্দেশ প্রয়োজন হলে প্রথমে ক্যাশ মেমোরি পরীক্ষা করে, সেখানে না পেলে পরে প্রধান মেমোরিতে খোঁজ করে। তাই যেসব নির্দেশ ও ডেটা সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে ক্যাশ মেমোরিতে রাখা হয়।
GSM
GSM-Global System for Mobile Communication.
GIS
GIS- Geographic Information System.
GPS
GPS- Global Positioning System.
LAN
LAN- Local Area Network.
হ্যাকিং কী? কাদের হোয়াইট হ্যাট হ্যাকার বলা হয়?
হ্যাকিং বলতে বোঝায় ডিজিটাল সম্পত্তিতে (পিসি, সার্ভার, মোবাইল, আইওটি ইত্যাদি) অননুমোদিত প্রবেশ বা পুরো সিস্টেম অবৈধভাবে নিয়ন্ত্রণে নেওয়া। হোয়াইট হ্যাট হ্যাকার হলো যারা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে অন্যান্য হ্যাকারদের থেকে ডেটা সুরক্ষিত রাখতে কাজ করে। এরা মূলত সিকিউরিটি হ্যাকার। কোনো সিস্টেম বা সফটওয়্যারের দুর্বলতাগুলো চিহ্নিত ও ঠিক করার জন্য তারা সিস্টেমে প্রবেশাধিকার নেন। সিস্টেমে অনুপ্রবেশ করা যায় কিনা, সেটি পরীক্ষা এবং দুর্বলতা মূল্যায়ন করেন তারা।
Search Engine কী? দুইটি Search Engine এর নাম লিখুন।
সার্চ ইঞ্জিন মূলত একটি ওয়েব অনুসন্ধান ইঞ্জিন বা সফটওয়্যার প্রোগ্রাম যা World Wide Web এর অন্তর্ভুক্ত সাইটগুলো থেকে তথ্য খুঁজে প্রয়োজনীয় শব্দের সূত্র ধরে তথ্য প্রদান করে। দুটি Search Engine হলো: ইয়াহু, গুগল।
ডেটা ট্রান্সমিশন মোড কী? এটি সম্পর্কে বিস্তারিত লিখুন।
ডেটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে ডেটা পাঠানো হয়। উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বিবেচনা করে ডেটা পাঠানোর পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। উৎস প্রবাহের দিকের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে ৩ ভাগে ভাগ করা যায়। যথা: সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল- ডুপ্লেক্স। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে ৩ ভাগে ভাগ করা যায়। যথা: ইউনিকাস্ট, ব্রডকাস্ট ও মাল্টিকাস্ট।
প্রোগ্রামিং ভাষা কী? চারটি প্রোগ্রামিং ভাষার নাম লিখুন।
মূলত কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের মাধ্যম হলো কম্পিউটারের ভাষা। কম্পিউটারের ভাষা হচ্ছে প্রোগ্রামের ভাষা। অর্থাৎ কম্পিউটার ব্যবহার করে কোন সমস্যা সমাধানের জন্য যে সব ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় সে সকল ভাষাকে প্রোগ্রামিং ভাষা বলে। ৪টি প্রোগ্রামিং ভাষা: মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চতর ভাষা ও স্বাভাবিক ভাষা।
Ctrl+X
Ctrl+X: লেখাকে কাট করা।
Ctrl+P
Ctrl+P: ডকুমেন্ট প্রিন্ট করা।
Ctrl+A
Ctrl+A: সবগুলো লেখা বা ছবি সিলেক্ট করা
Ctrl+U
Ctrl+U: নির্ধারিত টেক্সট কে আন্ডারলাইন করা।
ওয়েব ব্রাউজারের কাজ কী? ২(দুই)টি ওয়েব ব্রাউজারের নাম লিখুন।
ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী যেকোন ওয়েব পেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোন ওয়েবসাইটের যেকোন লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড কিংবা দেখতে পারেন। ২টি ওয়েব ব্রাউজারের নাম: UC Browser, Google Chrome.
মডেম (Modem) কী? এটি কী কাজে ব্যবহৃত হয়?
মডেম একটি ইলেকট্রনিক্স ডিভাইস। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মডেম এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান-প্রদানে সহায়তা করে। এটি কম্পিউটারের কমিউনিকেশন পোর্টে সংযুক্ত থাকে। মডেমের দুটি অংশ থাকে। যথা: মডুলেটর ও ডি-মডুলেটর।