ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল || ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (08-06-2024) || 2024

All

পূর্ণরূপ লিখুন:
1.

GOOGLE

Created: 3 months ago | Updated: 1 day ago

GOOGLE = Global Organisation of Oriented Group Language of Earth.

পূর্ণরূপ লিখুন:
2.

SDG

Created: 3 months ago | Updated: 1 day ago

SDG = Sustainable Development Goals.

পূর্ণরূপ লিখুন:
3.

http

Created: 3 months ago | Updated: 17 hours ago

HTTP = Hypertext Transfer Protocol.

পূর্ণরূপ লিখুন:
4.

PDF

Created: 3 months ago | Updated: 1 day ago

PDF = Portable Document Format.

Created: 3 months ago | Updated: 1 day ago

অপারেশন জ্যাকপট হলো পাকিস্তানের হানাদার বাহিনীর বাংলাদেশে নৌপথের সৈন্য ও অন্যান্য সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা বানচাল করা।

বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কারণ বাংলাদেশের সংবিধানের সাথে দেশের প্রচলিত কোনো আইনের সংঘাত সৃষ্টি হলে সে ক্ষেত্রে সংবিধান প্রাধান্য পাবে। অর্থাৎ যদি কোনো আইন সংবিধানের সাথে সামঞ্জস্যহীন হয়, তাহলে ঐ আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততোখানি বাতিল হয়ে যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর নির্মিত সাম্প্রতিক চলচ্চিত্রটির নাম মুজিব: একটি জাতির রূপকার। নির্মাতার নাম শ্যাম বেনেগাল।

বিখ্যাত সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও প্রামাণ্য চিত্র নির্মাতা সাইমন ড্রিং ১৯৪৫ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। সায়মন ড্রিং বাংলাদেশের গণহত্যার প্রত্যক্ষদর্শী প্রথম বিদেশি সাংবাদিক যিনি নিজের জীবন বিপন্ন করে সরেজমিন প্রতিবেদন তৈরি করে ডেইলি টেলিগ্রাফ পত্রিকার মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দেন পাকিস্তানি বাহিনীর লোমহর্ষক নির্যাতন ও গণহত্যার কথা।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম স্থাপিত হয় চট্টগ্রামের কালুরঘাটে; এবং এর সম্প্রচার বন্ধ হয়ে যায় ১৯৭১ সালের ৩০ মার্চ।

অতিমারী (pandemic): কোন একক ভৌগোলিক অঞ্চলে সৃষ্ট মহামারী যা অন্যান্য বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলে বা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। যেমন- কোভিভ-১৯।

মহামারী (Epidemic): মহামারী হচ্ছে স্বল্প সময়ের ব্যবধানে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বড় অংশের মধ্যে কোনো রোগের বিস্তার হওয়া। যেমন- কলেরা, প্লেগ।

‘September on Jessore Road’ হলো কবিতা; এর রচয়িতা অ্যালেন গিন্সবার্গ।

সবুজ অর্থনীতি (Green Economy) এমন অর্থনীতিকে বোঝায় যা মানুষের উন্নয়ন নিশ্চিত করবে এবং একই সঙ্গে পরিবেশগত ঝুঁকি কমাবে এবং অভাব দূর করবে। আধুনিক বিশ্ব এখন সবুজ অর্থনীতির কথা ভাবছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী;। উত্থাপিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

Related Sub Categories