খোদার খাসি
খোদার খাসি (ভাবনা চিন্তাহীন): কাজ কর্মের নামে ছাই, খায় দায় আর ঘুরে বেড়ায়, একদম খোদার খাসি।
মিছরির ছুরি
মিছরির ছুরি (আপাতমধুর কিন্তু তীক্ষ্ণ ও মর্মভেদী): কথা তো নয় যেন মিছরির ছুরি!
খয়ের খাঁ
খয়ের খাঁ (তোষামদকারী) : খয়ের খাঁ হয়ে ভাগ্য ফেরানো যায় না।
পাথরে পাঁচ কিল
পাথরে পাঁচ কিল (সুখের সময়): ফটিকের লটারি জেতার খবর এল। এখন ফটিকের পাথরে পাঁচ কিল।
কাক নিদ্রা
কাক নিদ্রা (অগভীর সতর্ক নিদ্রা): এমন কাক নিদ্রা দিয়ে আর কাজ নেই।
সেটা ছিল তার ........ যাত্রা, সেই যে গেল আর ফিরে এলো না।
সেটা ছিল তার অগস্ত্য যাত্রা, সেই যে গেল আর ফিরে এলো না।
তোমারতো ...... বছর, দেখা যাক কাজটি কবে শেষ হয়।
তোমারতো আঠারো মাসে বছর, দেখা যাক কাজটি কবে শেষ হয়।
তব ঘৃণা যেন তারে ... দহে।
তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে।
সারাদিন ধরে ....... গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।
সারাদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।
........ বলদের মতো না চলে একটু নিজের বিদ্যা বুদ্ধি খাটাও।
কলুর বলদের মতো না চলে একটু নিজের বিদ্যা বুদ্ধি খাটাও।
মরুভাস্কর
মরুভাস্কর = কাজী নজরুল ইসলাম।
মা যে জননী কান্দে
মা যে জননী কান্দে = জসীমউদ্দীন।
জোছনা ও জননীর গল্প
জোছনা ও জননীর গল্প = হুমায়ূন আহমেদ।
অরণ্যে নীলিমা
অরণ্যে নীলিমা = আহসান হাবীব।
রক্তকরবী
রক্তকরবী = রবীন্দ্রনাথ ঠাকুর।
নারীর ক্ষমতায়ন ব্যাপক অর্থে একজন নারীর স্বকীয়তা, নিজস্বতা সর্বোপরি স্বয়ংসম্পূর্ণতার বিকাশকে বোঝায়। নারী-পুরুষের মধ্যকার অসমতা ও বৈষম্য দূর করে নারীকে পুরুষের সমকক্ষে প্রতিষ্ঠিত করাই হলো নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন করতে হলে নারীকে ক্ষমতা বিকাশের সুযোগ দিতে হবে। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নারীদেরকে শিক্ষিত ও দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। সমাজ ও অর্থনীতিতে নারীর অবদান যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তাদের উপর নির্যাতন করা প্রতিরোধ করতে হবে, তবেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। নারীর ক্ষমতায়নের প্রেক্ষিতে বলা যায় রাষ্ট্রের মূলধারার প্রতিষ্ঠানগুলোর অর্ধেক সদস্য হবে নারী। শুধু সদস্য হিসেবে নয়, সরকারের সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ যত নিবিড় হবে উন্নয়নও হবে তত টেকসই ও বিস্তৃত। সারাবিশ্ব এখন নারীদের ক্ষমতায়নের সুফল ভোগ করছে। অনেক নারী এখন বিশ্ব-নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছাড়াও নোবেল জয়ী মালালা, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, সাবেক ইউএস পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ইন্ডিয়ান কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীসহ আরও অনেক প্রভাবশালী নারীর কথা বলা যায়। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণে নারীর অগ্রাধিকারকে নারীর ক্ষমতায়ন বোঝায়।
Milk is preferable ...... tea.
Milk is preferable to tea.
He is jealous ..... my prosperity.
He is jealous of my prosperity.
Let us go for a walk ....... the river.
Let us go for a walk along the river.
The old road goes ..... the village.
The old road goes through the village.
I knocked but there was no one ..... .
I knocked but there was no one around .
আমি এটা না করে পারলাম না।
আমি এটা না করে পারলাম না।
= I could not help doing it.
গত সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
গত সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
= It has been raining cats and dogs since last evening.
তেল পানিতে ভাসে।
তেল পানিতে ভাসে।
= Oil floats on water.
অন্যের দোষ ধরা সহজ।
অন্যের দোষ ধরা সহজ।
= It is easy to find fault with others.
সময়ের সদ্ব্যবহার করা উচিত।
সময়ের সদ্ব্যবহার করা উচিত।
= One should make the best use of one's time.
Appropriat
Appropriat - Appropriate
Busines
Busines - Business
Philosoper
Philosoper - Philosopher
Suplemantary
Suplemantary - Supplementary
deligunt
deligunt - Diligent
The Liberation War of Bangladesh in 1971 was a defining moment in history, marked by Bangladesh's fight for independence from Pakistan. Triggered by years of political repression and economic disparity, the Bengali population sought autonomy and justice. The conflict escalated into a full-scale war after Pakistan's military crackdown on March 25, resulting in widespread atrocities and a humanitarian crisis. Led by Bangabandhu Sheikh Mujibur Rahman, Bangladesh declared independence and after nine months of intense struggle, achieved victory on December 16, 1971, with the surrender of Pakistani forces. This historic event established Bangladesh as a sovereign nation, securing the rights and aspirations of its people.
৭৫ কি.মি. = (৭৫ ১০০০) = ৭৫০০০ মি.
১ ঘণ্টা = (৬০ ৬০) সে. = ৩৬০০ সেকেন্ড
মোট অতিক্রান্ত দূরত্ব = (১২৫ + ২৫০)= ৩৭৫ মিটার
ট্রেনটি ৭৫০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে
“ ১ ” " "
“ ৩৭৫ ” " "
বা ১৮ সেকেন্ডে।
৩০০ টাকার ৪ বছরের সুদ সমতুল্য (৩০০ ৪) বা
১২০০ টাকার ১ বছরের সুদ
৫০০ টাকার ৫ বছরের সুদ সমতুল্য (৫০০ ৫) বা
২৫০০ টাকার ১ বছরের সুদ
মোট মূলধন (১২০০ + ২৫০০) টাকা বা ৩৭০০ টাকা
৩৭০০ টাকার ১ বছরের সুদ ৪৮১ টাকা
১ “ ১ ” " "
১০০ “ ১ ” " " বা ১৩ টাকা।
৯৩ হাজার সৈন্য পাকিস্তানি সৈন্য যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে
কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বাংলাদেশে নিয়ে আসা হয় ২৪ মে, ১৯৭২ সালে
বাংলাদেশে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করা হয়
'মুক্ত বাংলা' এর ভাস্কর রশিদ আহমেদ।
আহসান মঞ্জিল নির্মাণ শুরু- ১৮৫৯ সালে এবং সমাপ্ত হয় ১৮৭২ সালে।
বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা ২৯টি।
মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর জেলা।
T-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্টে।
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল।
শ্রীলংকার পূর্ব নাম সিলন।
মালয়েশিয়া ব্রিটেণের উপনিবেশ ছিল
আন্তর্জাতিক রেডক্রস এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
আফগানিস্তান এর সমুদ্র বন্দর নেই
বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন।
UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme.