একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৪৮১ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?
একটি খোলা পানির ট্যাংকের ভিতরের দৈর্ঘ্য ৩.৮ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। উক্ত ট্যাংকে ১,৫০০ মিটার পানি ধরে। প্রতি বর্গমিটার টাইলসের খরচ ২০০ টাকা হলে ট্যাংকের ভেতরের দেয়াল ও তলদেশের টাইলস করার খরচ কত?
27x4+ + 8xy3
একজন বালক দোকান থেকে ১৮টি খাতা ও ১০টি পেন্সিল ৩০০ টাকা দিয়ে ক্রয় করল। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের ১০টি থাকা ও ১৫টি পেন্সিল ১৫০ টাকার ক্রয় করল। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করুন