ঘণ্টায় ৭৫ কি.মি বেগে গমন করলে ১২৫ মিটার দীর্ঘ একটি ট্রেনের ২৫০ মিটার দীর্ঘ একটি প্লাটফরম অতিক্রম করতে কত সময় লাগবে?
একজন বালক দোকান থেকে ১৮টি খাতা ও ১০টি পেন্সিল ৩০০ টাকা দিয়ে ক্রয় করল। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের ১০টি থাকা ও ১৫টি পেন্সিল ১৫০ টাকার ক্রয় করল। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করুন
যদি x - y = 8 এবং xy = 5 হয়, তবে x3 – y3 + 8(x + y)2 এর মান কত?
১২ বছর আগে রতন ও জিনিয়ার বয়সের অনুপাত ছিল ৪ : ৫। ১২ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৯। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?