যদি x - y = 8 এবং xy = 5 হয়, তবে x3 – y3 + 8(x + y)2 এর মান কত?
ঘণ্টায় ৭৫ কি.মি বেগে গমন করলে ১২৫ মিটার দীর্ঘ একটি ট্রেনের ২৫০ মিটার দীর্ঘ একটি প্লাটফরম অতিক্রম করতে কত সময় লাগবে?
দুটি সংখ্যার লসাগু ৭৭০০ এবং গসাগু ১১। একটি সংখা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত?
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। ৭ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ২। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
২০ লিটার দুধে পানি ও দুধের অনুপাত ১:৪ । উহাতে কত লিটার পানি মিশালে দুধ ও পানির অনুপাত ৩:১ হবে।
একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৪৮১ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?