আকাংখা
আকাংখা = আকাঙ্ক্ষা
এতদ্বারা
এতদ্বারা = এতদ্দ্বারা
অগ্রাধিকার
অগ্র+অধিকার=অগ্রাধিকার
অতীত
অতীত = অতি + ইত
গুরু
গুরু = শিষ্য
চতুর
চতুর = বোকা
খোশমেজাজ
নীলপদ্ম
নীলপদ্ম = নীল যযে পদ্ম = উপপদ তৎপুরুষ সমাস
অষ্টাদশী
অষ্টাদশী = অষ্টাদশ
বাঁদি
বাঁদি = বান্দা
I will be free ...... the afternoon.
I will be free in the afternoon
We write ..... ink.
We write in ink
Lord
Lord = Lady
Bridegroom
Bridegroom - Bride
Louse
Louse = lice
Child
Child = Children.
I saw ...... one eyed man.
I saw a one eyed man.
He is senior ...... me by two years.
He is senior to me by two years.
বাংলাদেশ উন্নতি করুক।
সাতার একটি ভালো ব্যায়াম।
সাতার একটি ভালো ব্যায়াম। = Swimming is a good exercise.
রতনের বর্তমান বয়স ৪x ও জিনিয়ার বর্তমান বয়স ৫x
প্রশ্ন মতে,
৪x+১২+১২ঃ৫x+১২+১২ = ৮ঃ৯
বা, ৪x+২৪/৫x+২৪ = ৮/৯
বা, ৩৬x+২১৬ = ৪০x+১৯২
বা, ৪x = ২৪
বা, x = ৬
রতনের বর্তমান বয়স ৪*৬=২৪ বছর ও জিনিয়ার বর্তমান বয়স ৫*৬=৩০ বছর
x2-3x+2
x2-3x+2
= x2-x-2x+2
= x(x-1)-2(x-1)
= (x-1) (x-2)
যদি হয়, তবে
a2+1/a2 = 51
বা, (a+1/a)2-2.a.1/a = 51
বা, (a+1/a)2 = 51+2
বা, a+1/a =
DSCC এর পূর্ণরূপ Dhaka South City Corporation.
২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জিবরাইলের ডানা এর রচয়িতা শাহেদ আলী
বাংলার মিল্টন বলা হয় প্রয়াত কবি/মহাকবি "হেমচন্দ্র বন্দোপাধ্যায়" কে
বিশ্বের সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস ভারতে।
বাংলাদেশের বাইরে বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করে কলকাতা উপ হাইকমিশন ১৯৭১ সালের ১৮ এপ্রিল ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।
এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ঢাকা কোষ-এ বলা হয়েছে, মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে এটি নির্মাণ করেছিলেন। সেখানেও বলা হয় সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে এটি নির্মাণ করা হয়। মুঘল আমলে এই ফটকের নিরাপত্তা ব্যুহ পেরিয়ে ঢুকতে হতো রাজধানী ঢাকায়।
কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ সংকলন।
তিস্তা বাঁধ স্থাপিত হয়েছে ১৯৯৮ খ্রিষ্টাব্দে তিস্তা নদীর বাংলাদেশ অংশে। লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গাডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রামে ১৯৭৯ খ্রিষ্টাব্দে এই বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু হয়। ১৯৯০-এ মূল বাঁধ নির্মাণ কার্যক্রম শেষ হয়, অন্যান্য কাজ বাকী থাকে। ৬১৫ দশমিক ২৪ মিটার দীর্ঘ এই বাধেঁর উদ্দেশ্য ছিল ৬ লাখ কিউসেক পরিমাণ পানি শুষ্ক মৌসুমে সেচের জন্য বিভিন্নখাতে প্রবাহিত করা। ৭টি জেলার ৩৫টি উপজেলার ১৩ লাখ ৩৫ হাজার একর জমি সেচের আওতায় এনে ফসল ফলানের লক্ষ্যে ১৯৫৩ খ্রিষ্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বৃহৎ তিস্তা প্রকল্পের আওতায় তিস্তা বাঁধ নির্মাণের সূত্রপাত করে।
তিস্তা ব্যারেজ বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। এটি প্রধানত জলসম্পদ নিয়ন্ত্রণ এবং কৃষি সেচের জন্য ব্যবহৃত হয়। এখানে কিছু বিস্তারিত তথ্য:
তিস্তা ব্যারেজ বাংলাদেশের জলসম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং কৃষি ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিস্তা ব্যারেজ বাংলাদেশের জলসম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হলেও এটি বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এখানে কিছু মূল সমস্যা তুলে ধরা হলো:
এসব সমস্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে, কিন্তু সমাধান একে একে সময়সাপেক্ষ ও জটিল হতে পারে। তিস্তা ব্যারেজের কার্যকারিতা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
তিস্তা ব্যারেজ বাংলাদেশে জলসম্পদ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ হলেও এটি নানা ধরনের বিপদের সম্মুখীন হয়েছে। এখানে কিছু প্রধান বিপদের বর্ণনা দেওয়া হলো:
এসব সমস্যার মোকাবিলা করার জন্য সঠিক পরিকল্পনা, তত্ত্বাবধান, এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা এবং নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করা সম্ভব।
১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
পানিপথের যুদ্ধ হয় ১৫২৬ খ্রিষ্টাব্দের ২১ এপ্রিল
বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মুহুরীর চর হলো বাংলাদেশ-ভারত সীমান্তে ফেনী জেলার বিলোনিয়া সীমান্তবর্তী এলাকায় মুহুরী নদীতে জেগে ওঠা একটি চর।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নৌ-বাহিনীর সদস্য ছিলেন। তিনি ১০নং সেক্টরে যুদ্ধ করেন।
১ বিলিয়ন সমান ১০ হাজার কোটি টাকা।
ওহমের সূত্র গাণিতিকভাবে V / I = R হিসাবে প্রকাশ করা যেতে পারে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি বৈদ্যুতিক সার্কিটের সমস্ত বা অংশের জন্য প্রতিরোধ বা ভোল্টেজের অনুপাত সাধারণত 1827 সাল নাগাদ জার্মান পদার্থবিদ জর্জ সাইমন ওহমের অনুসন্ধানের ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয়েছিল।