কর কমিশনারের কার্যালয় || কর অঞ্চল-১৮, ঢাকা || প্রধান সহকারী/উচ্চমান সহকারী (29-06-2024) || 2024

All

দেওয়া আছে, গণিত বইয়ের মূল্য ১২ টাকা এবং

এই মূল্য প্রকৃত মূল্যের ৮০% 

অর্থাৎ,

বইয়ের মূল্য ৮০ টাকা হলে প্রকৃতমূল্য ১০০ টাকা 

∴     “      ”      ১      “       ”         "          "

∴     “      ”      ১২      “       ”         "         × "

= ১৫ টাকা

সুতরাং, সরকার বই প্রতি ভর্তুকি দেয় = (১৫-১২) টাকা

= ৩ টাকা

উত্তর: ৩ টাকা

দেওয়া আছে, 

১০০টি আমের ক্রয়মূল্য ২৫০ টাকা

∴ ১০০০টি “          ”   ×"

= ২৫০০ টাকা

এখন, ১০০০টি আমের অর্ধেক আম ৫০০টি

১ম ক্ষেত্রে, ১০০টি আমের বিক্রয়মূল্য ৩০০ টাকা

∴ ৫০০টি আমের বিক্রয়মূল্য × টাকা

= ১৫০০ টাকা

এখন, ৫০০টি আম বিক্রয় করার পর অবশিষ্ট থাকে (১০০০- ৫০০) টি বা ৫০০টি আম

এখন, ৫০০টি আমের অর্ধেক আম ২৫০টি

দ্বিতীয় ক্ষেত্রে, ১০০টি আমের বিক্রয়মূল্য ২৫০ টাকা

∴ ২৫০টি আমের বিক্রয়মূল্য  × টাকা

= ৬২৫ টাকা

এখন, ৫০০টি'র মধ্যে ২৫০টি আম বিক্রয় করার পর অবশিষ্ট আম থাকে = (৫০০-২৫০)টি বা ২৫০ টি আম

তৃতীয় ক্ষেত্রে, ১০০টি আমের বিক্রয়মূল্য ২০০ টাকা

∴ ২৫০টি আমের বিক্রয়মূল্য ×টাকা

= ৫০০ টাকা

∴ মোট বিক্রয়মূল্য = (৫০০+৬২৫+১৫০০) টাকা

= ২৬২৫ টাকা

∴ লাভ = (২৬২৫-২৫০০) টাকা

= ১২৫ টাকা

২৫০০ টাকায় লাভ ১২৫ টাকা

∴    ১         “       ”   "

∴    ১০০       “       ”   ×"

= ৫ টাকা

উত্তর: ৫% লাভ।

ধরি

4x + 3y = 10 ...........(1)

5x + 9y = 23 ...........(2)

এখন, (1) নং কে 5 দ্বারা ও (2) নং কে 4 দ্বারা গুণ করে পাই

             20x + 15y = 50

             20x + 36y = 92

              --------------

বিয়োগ করে, - 21y = - 42

বা, y = -42-21

∴ y=2

y এর মান (1) নং এ বসিয়ে পাই

4x+3×2=10

বা, 4x = 10-6

বা, x = 44

∴ x=1

অর্থাৎ, x ও y এর মান যথাক্রমে (1 ও 2) (Ans)

খরগোশের ৬ লাফ = কুকুরের ৫ লাফ

∴      “         ৫     ”   =   "        × "

= লাফ

∴ কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত = ৪ : 

= ২৪ : ২৫

অর্থাৎ, কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত ২৪ : ২৫

উভয়ের গতিবেগের অনুপাত হতে পাই

কুকুরের গতিবেগ < খরগোশের গতিবেগ

অর্থাৎ, কুকুরটি খরগোশটিকে ধরতে পারবে না।

উত্তর: ২৪ : ২৫ ও ধরতে পারবে না।

Related Sub Categories