মহাকর্ষ শক্তি দ্বারা একত্রে গ্রোথিত এক বিরটি নক্ষত্র মণ্ডলীকে গ্যালাক্সি বলে। এটি মূলত কোটি কোটি একটি জ্যোতিস্কের দল। মহাকাশে অসংখ্য গ্যালাক্সি রয়েছে। এগুলো পরস্পর হতে অনেক দূরে অবস্থিত।
কোন একটি জায়গা বা স্থানের পাদবিন্দু থেকে সেই স্থানের শীর্ষবিন্দুর ব্যবধান নির্ণয় করে সেই জায়গা বা সেই স্থানের উচ্চতা নির্ণয় করা হয়। আবার গাণিতিকভাবে জ্যামিতির সূত্র ব্যবহার করেও কোন জায়গার উচ্চতা নির্ণয় করা হয়।
কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান সংক্ষেপে সিটি স্ক্যান নামে পরিচিত। এটি এক প্রকার এক্স-রে। তবে পার্থক্য হচ্ছে এক্স- এর মত একটি ছবি নেয়া হয় না। এক্স-রে টিউবের আবর্তনের মাধ্যমে অসংখ্য ছবি নেয়া হয়। অনেকটা শরীর টুকরো করে বহুচ্ছেদের ছবি নেয়ার মত। পরবর্তীতে ছবিগুলো কম্পিউটারে প্রক্রিয়াকরণের মাধ্যমে একর করা হয়।
সর্বজন দাতা রক্তের গ্রুপ হালা O গ্রুপের রক্ত। তবে O (Negative)- কে সর্বজন দাতা রক্ত বলা হয়।
ফসফরাস খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে।
পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত = ২ : ১ (পানির সংকেত = H2O)।
মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে আকাশ মেঘে ঢাকা থাকলে গরম বেশি লাগে ।
বস্তুর ঘনত্ব ও পানির ঘনত্ব সমান বলে কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে রাখা হবে ঠিক সেখানেই স্থির অবস্থায় থাকে।