বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড || বিভিন্ন পদ (19-07-2019) || 2019

All

দেশের বৃহত্তম হাওর হলো ‘হাকালুকি হাওর'। এটি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ ও বিয়ানীবাজার এবং মৌলভীবাজার জেলার বড়লেখা, ও কুলাউড়া উপজেলায় অবস্থিত। এর আয়তন ২৪,২৯২ হেক্টর। আর ক্ষুদ্রতম হাওর হলে 'বুরবুক হাওর'। এটি সিলেটের জৈন্তাপুর অবস্থিত। এর আয়তন ৪১ হেক্টর।

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী (কক্সবাজার)।

বাংলাদেশের সাঁওতাল বা মগ নৃ-গোষ্ঠী সমতলে বাস করে।

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি পটুয়াখালীর হাজার জিবিপিএস ব্যান্ডউউথ সরবরাহ করতে সক্ষম। উল্লেখ্য কক্সবাজারে নির্মিত প্রথম সাবমেরিন ক্যাবল থেকে দুশো জিবিপিএস ব্যান্ডউউথ সরবরাহ করছে বিএসসিসিএল ।

বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন রাষ্ট্রপতি আহবান করেন। 

কারাগারের রোজনামচা গ্রন্থের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি ১৭ মার্চ ২০১৭ সালে প্রকাশিত হয় ।

ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় মিশরের এবং ইসরায়েলের মধ্যে ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে।

ইউরোপের দীর্ঘতম নদী ‘ভলগা'। আর পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। ভিক্টোরিয়া হ্রদ হতে উৎপত্তি হয়ে ভূ-মধ্য সাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ৬৮৫৩ কি.মি। এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। প্রাচীন মিশরীয় সভ্যতা এ নদীর তীরে গড়ে উঠে । উল্লেখ্য, পৃথিবীর বৃহত্তম নদী ‘আমাজান’। পৃথিবীর গভীরতম নদী ‘কঙ্গো নদী” ।

ডোনাল্ড ট্রাম্প (২০.০১.২০১৭) ৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট (রিপাবলিকান পার্টি) ।

ইরাকের পূর্বনাম ছিলো মেসোপটিয়াম। ‘মেসোপটিয়াম' কথাটির অর্থ হলো দু'নদীর মধ্যবর্তী অঞ্চল। মেসোপটেমীয় সভ্যতা ইউফ্রেটিস ও টাইগ্রিস (দজলা ও ফোরাত) নদীর তীরে গড়ে ওঠে। মেসোপটেমীয় সভ্যতার ৪টি (সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশিরীয় এবং ক্যালডীয় সভ্যতা) পর্যায় ছিল। মেসোপটিয়াম বর্তমান সময়ের ইরাক, সিরিয়া, তুরস্ক এবং ইরান অঞ্চল। উল্লেখ্য, সেচ নির্ভর প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা ।

জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা UNHCR. The United Nations High Commissioner for Refugees হলো UNHCR এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে।

World Bank ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, আমেরিকাতে।

Created: 3 months ago | Updated: 6 days ago

ADB এর পূর্ণরূপ হলো Asian Development Bank এর সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইনে।

রুশ /অক্টোবর/ বলশেভিক বিপ্লব ৭ নভেম্বর ১৯১৭ সালে সংগঠিত হয়। রুশ বিপ্লব ১০ দিন স্থায়ী ছিল।

গঙ্গার পানি বণ্টন চুক্তি ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হয়। চুক্তিটিতে ভারতের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী এইচ. ডি. দেবগৌড়া এবং বাংলাদেশের পক্ষে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেন। এই চুক্তিটি ৩০ বছরের জন্য করা হয়।

Related Sub Categories