দুর্নীতি দমন কমিশন || ডাটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর (04-01-2020) || 2020

All

প্রথমে স্বপ্ন। অতঃপর আকাক্সক্ষা। তারপর ইচ্ছাশক্তি। পরিশেষে অনুশীলন। যোগফলে স্বপ্নপূরণ। ৫৭ বছরের লালিত স্বপ্নকে ইচ্ছাশক্তির সুনিপুণ কারুকাজের নান্দনিক তৎপরতায় পরমাণু যুগে প্রবেশ করল বাংলাদেশ। পাবনার রূপপুর পরমাণু প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়ার মধ্য দিয়ে বিশ্ব নিউক্লিয়ার ক্লাবের সদস্য হওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেল দেশটি। বর্তমানে এ ক্লাবের সদস্য সংখ্যা মাত্র ৩১। আর এসব দেশেই রয়েছে সাড়ে ৪০০ পারমাণবিক চুল্লি। আর বিশ্বের মোট বিদ্যুৎ উৎপাদনের ১১ শতাংশ উৎপাদিত হয় এ চুল্লি থেকেই।

পাকিস্তান আমলে এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তার কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। স্বাধীনতার পর হাঁটি হাঁটি পা পা করে এগিয়েছে প্রকল্পটি এবং প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টা ও ইচ্ছাশক্তির বদান্যতায় আজ তা বাস্তবতার আকাশ স্পর্শ করতে সক্ষম হয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে এ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করে। ২০১০ সালে রাশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সম্পন্ন হয়। একই বছর জাতীয় সংসদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ করা হয়। ২০১২ সালে বাংলাদেশ অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি অ্যাক্ট পাস করা হয়। অতঃপর আরো কিছুটা পথ পরিক্রমণ শেষে প্রকল্পটি এখন আলোর মুখ দেখতে চলেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শুধুই একটি বিদ্যুৎকেন্দ্র নয়; এর মাধ্যমে আমরা নিউক্লিয়ার জাতিগোষ্ঠীর সদস্য হওয়ারও যোগ্যতা অর্জন করলাম। বাংলাদেশসহ আরো কয়েকটি দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ চলছে। সবচেয়ে এগিয়ে রয়েছে বেলারুশ। দেশটির প্রথম পারমাণবিক কেন্দ্রটি চালু হবে ২০১৮ সালে। বাংলাদেশ আশা করছে, প্রথম ইউনিটটির বাণিজ্যিক উৎপাদন শুরু হবে ২০২২ সালে। ২০১৩ সালে শুরু হওয়া এ প্রকল্পের দুটি ইউনিট থেকে মোট বিদ্যুৎ উৎপাদন হবে দুই হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পাঁচ স্তরের বিশেষ নিরাপত্তাবলয়ের কারণে বিদ্যুৎ উৎপাদনকালীন সময়ে কোনো ধরনের দুর্ঘটনার ঝুঁকি নেই বললেই চলে। এ ছাড়াও রয়েছে রুশ প্রযুক্তির স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা। এর পরও যদি অনাকাঙ্খিত পরিস্থিতিতে কোনো দুর্ঘটনা ঘটে-এর তেজষ্ক্রিয় পদার্থ জনগণের সংস্পর্শে যাবে না। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি, আমাদের আকাঙ্খা এবং ইচ্ছাশক্তি আমাদের স্বপ্নপূরণের জ্বালানি হিসেবে কাজ করেছে । আগামীতে যে জ্বালানিশক্তি আমাদের ইচ্ছাশক্তিকে আরো আলোকিত করবে।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:
2.

ইলেক্টোরাল কলেজ কি?

Created: 7 months ago | Updated: 11 hours ago

ইলেকটোরাল কলেজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়। মার্কিন সংবিধানের ২নং অনুচ্ছেদে বর্ণিত আছে ইলেকটোরাল কলেজ সম্পর্কে।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:
3.

LDC এর পূর্ণরূপ কি?

Created: 7 months ago | Updated: 1 week ago

LDC এর পূর্ণরূপ হলো Least Developed Countries.

Created: 7 months ago | Updated: 9 hours ago

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্তি সীমারেখার নাম র‍্যাডক্লিফ লাইন

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:
5.

পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কি?

Created: 7 months ago | Updated: 1 week ago

পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম মারিয়ানা খাত ৷

Created: 7 months ago | Updated: 1 week ago

'নুরেমবার্গ' যুদ্ধাপরাধের সাথে সম্পর্কিত। ১৯৪৫-৪৬ সালে জার্মানির ন্যুর্নবের্গ বা নুরেমবার্গ শহরে অনুষ্ঠিত কিছু বিচার প্রক্রিয়ার নাম। তখন ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল
নাৎসি বাহিনীর নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করে এবং তাদের বিচার করে ।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:
7.

OIC এর বর্তমান মহাসচিবের নাম কি?

Created: 7 months ago | Updated: 1 week ago

OIC সংস্থাটির বর্তমান মহাসচিব হুসেইন ইব্রাহীম তাহা (২০২৩)। সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।, সৌদি আরব। উল্লেখ্য, OIC এর মহাসচিবের মেয়াদকাল ৫ বছর। OIC এর পূর্ণরূপ হলো Organization of Islamic Co-operation. ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে OIC গঠিত হয়। 

Created: 7 months ago | Updated: 1 week ago

ইন্দোচীন নামে খ্যাত দেশ তিনটি। দেশগুলো হলোঃ ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া ৷

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:
9.

'IJSG’ এর পূর্ণরূপ কি?

Created: 7 months ago | Updated: 1 week ago

‘IJSG’ এর পূর্ণরূপ হলো International Jute Study Group

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:
10.

বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি?

Created: 7 months ago | Updated: 1 week ago

বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম নালন্দা বিশ্ববিদ্যালয় । এই প্রাচীন বিশ্ববিদ্যালয় ভারতে অবস্থিত।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:
11.

'IRRI’ কবে প্রতিষ্ঠিত হয়?

Created: 7 months ago | Updated: 1 week ago

‘IRRI’ ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য, IRRI এর পূর্ণরূপ হলো International Rice Research Institute (আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র)। ধানের জাত, উন্নয়ন, নতুন ধান উৎপাদন, এলাকা অনুযায়ী ধানের জাত তৈরি ইত্যাদি গবেষণার কাজে নিয়োজিত । এর সদরদপ্তর ফিলিপাইন এর ম্যানিলাতে অবস্থিত।

Created: 7 months ago | Updated: 1 week ago

রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয়। এটি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪.৩১ মিনিটে স্বাক্ষরিত হয়।

Created: 7 months ago | Updated: 2 days ago

মুক্তিযুদ্ধকালীন সরকারের সচিবালয় ৮নং থিয়েটার রোড, কোলকাতা তে ছিল। 

Created: 7 months ago | Updated: 6 hours ago

আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামী ৩৫ জন ছিলেন।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:
15.

পলাশীর যুদ্ধ কোন সালের কত তারিখে সংঘটিত হয়?

Created: 7 months ago | Updated: 2 days ago

১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল ।

Created: 7 months ago | Updated: 1 week ago

বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে জাপান ও পালাউ দেশের পতাকার সাথে।

Created: 7 months ago | Updated: 1 week ago

বাংলাদেশ যে স্যাটেলাইট উৎক্ষেপণ করে তার নাম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:
18.

জুটন কি?

Created: 7 months ago | Updated: 1 week ago

পাট ও তুলার আঁশের মিশ্রণে তৈরি এক ধরনের তন্তু। এ প্রক্রিয়ায় তুলায় আঁশের তৈরি বস্ত্রের বিকল্প হিসেবে এক ধরনের নতুন বস্ত্র উদ্ভাবনের জন্য পাট ও তুলার আঁশ নির্দিষ্ট অনুপাতে মিশানো হয়। এতে ৭০ ভাগ পাট ও ৩০ ভাগ তুলার মিশ্রণ দেওয়া হবে।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:
19.

বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক কে?

Created: 7 months ago | Updated: 1 week ago

বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া । (২০২৩)

Created: 7 months ago | Updated: 1 week ago

বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাসক্ষেত্র।  এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।

Related Sub Categories