ঐতিহাসিক ছয় দফা
ঐতিহাসিক ৬ দফার প্রবক্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে ৬ দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। ১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ৬ দফা দাবি তুলে ধরেন। দফাগুলো হলোঃ
০১. পাকিস্তান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের
ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে।
০২. কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে ।
০৩. সারাদেশে হয় অবাধে বিনিয়োগযোগ্য দু'ধরনের মুদ্রা, না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা ।
০৪. সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে।
০৫. অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে, এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে ।
০৬. অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া ।
মুমুর্ষূ
মুমুর্ষু = মুমূর্ষু
স্বাপদশংকুল
স্বাপদশংকুল = শ্বাপদসংকুল
অপরিনামদর্শি
অপরিনামদর্শি = অপরিণামদর্শী
গুরুচন্ডালি
গুরুচন্ডালি = গুরুচণ্ডালী
শ্রদ্ধাঞ্জলী
শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি
পতঞ্জলি
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
রাজ্ঞী
রাজ্ঞী = রাজ + নী
যজ্ঞ
যজ্ঞ = যজ্ + ন
ক্ষুৎপিপাসা
ক্ষুৎপিপাসা = ক্ষুধ + পিপাসা
সুবন্ত
সুবন্ত = সুপ্ + অন্ত
নেই আকড়া
নেই আঁকড়া = একগুঁয়ে স্বভাবের
ফপর দালালি
ফপর দালালি = অতিরিক্ত চালবাজি
হাড় হাভাতে
হাড় হাভাতে = হতভাগ্য
মন না মতি
মন না মতি = অস্থির মানব মন
রাবণের চিতা
রাবণের চিতা = চির অশান্তি
তল স্পর্শ করা যায় না যার
তল স্পর্শ করা যায় না যার = অতলস্পর্শী।
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না = অজ্ঞাতকুলশীল ।
যে নারী নিজে বরণ করে নেয়
যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা।
যে ক্রমাগত রোদন করছে
যে ক্রমাগত রোদন করছে = রোরুদ্যমান ।
যে ভবিষৎ না ভেবেই কাজ করে
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃশ্যকারী
শান্তশিষ্ট
শান্তশিষ্ট (যে শান্ত সেই শিষ্ট) = কর্মধারয় সমাস।
একোন
একোন (এক দ্বারা উন) = তৃতীয়া তৎপুরুষ বা করণতৎপুরুষ সমাস।
সহকর্মী
সহকর্মী (সমান কর্মী যে) = বহুব্রীহি সমাস।
বিরানব্বই
বিরানব্বই (দুই এবং নব্বই) = নিত্য সমাস।
উদ্বেল
উদ্বেল (বেলাকে অতিক্রান্ত) = অব্যয়ীভাব সমাস ।
For good
For good (চিরতরে): He left the village for good.
Bring to book
Bring to book (দোষের জন্য শাস্তি দেয়া): The miscreant will be found and brought to book.
Ins and outs
Ins and outs (খুঁটিনাটি সব কিছু): I know the ins and outs of the matter.
Hue and cry
Hue and cry (হৈ চৈ; শোরগোল): Raise a hue and cry against all kinds of corruption.
Null and void
Null and void (বাতিল): This old law is now null and void.
He died ____ over eating
He died from over eating. অর্থঃ তিনি অতিভোজনে মারা গিয়েছিলেন ।
Man must yield ____fate.
Man must yield to fate. অর্থঃ মানুষকে ভাগ্যের নিকট আত্মসমর্পণ করতে হয়।
Begum Rokeya had a great deal ____education .
Begum Rokeya had a great deal of education. অর্থঃ বেগম রোকেয়া অনেক শিক্ষিত ছিলন।
He is addicted ____ gambling
He is addicted to gambling. অর্থঃ তিনি জুয়া খেলায় আসক্ত ৷
he deals ____rice
He deals in rice. অর্থঃ তিনি চালের ব্যবসা করেন।
একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসের একটি স্মরণীয় দিন। ঐদিন অনেক বাঙালী মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সেই শহীদদের আমরা প্রতি বছর স্মরণ করি। তার স্বপ্ন ছিল মহৎ। আমাদের উচিত মার্তৃভাষা সর্বস্তরে ব্যবহার করা।
= 21st February is a very memorable day in our national history. Many Banglees sacrificed their lives for the sake of mother language that day. We remember them each year. His dream was great. We should use mother language in all fields.
I have three dogs, neither of them is ferocious.
I have three dogs, neither of them is ferocious.
= I have three dogs. Neither of them is ferocious.
The Khulna railway station is not as big as Kamlapur
The Khulna railway station is not as big as Kamlapur.
= The Khulna railway station is not so big as Kamlapur railway station.
The pencil is missing which I bought from the market
The pencil is missing which I bought from the market.
= The pencil which I bought from the market is missing.
No one should kill away one’s time.
No one should kill away one's time.
= No one should kill one's time.
He will not can do this time.
He will not can do this work.
= He can not do this work.
Demerits and Merits of Internet
Solutions Modern life and business has become easier and the world markets have shrunk thanks to the immense contribution of the internet technology to communication and information sharing. However this internet like any other technology is also like a Pandora's Box and contains some unwanted elements or disadvantages. Following are the advantages and disadvantages of the internet. Advantages of the Internet: The internet has opened up new avenues for communication. Email facility has allowed people to communicate with minimum wastage of time. It is now possible to send a message to any part of the world through a simple email address and the message is delivered in a second.
Information has been made available easily because of this wonderful technology. Search engines, websites dedicated to different subjects and large amount of articles and papers are available. This is particularly relevant for students who can use this wealth of information for their school projects and also to learn new things about the subjects they are interested in.
The internet has also revolutionized the entertainment industry. Shopping has also got a complete makeover thanks to the contribution of the internet. You have many websites selling a variety of products online.
Medical support and guidance is also available through the internet and there are many websites catering to this and a horde of other services.
Disadvantages of the Internet: With a large amount of information freely available on the internet theft and misuse of this information is a likely possibility. Since business dealings and financial transactions have become easier because of the internet another problem that has arisen is that people can now misuse your private information including financial details such as the credit card number. One of the biggest problems that the internet has created is that of spamming. These emails may pertain to advertising or random bulk emails and these may contain viruses that may corrupt the system and even if they don't cause any harm these can be plain annoying. The internet is particularly attractive for a child since it has so much to offer in terms of entertainment. However pornography is a serious threat in today's world and this can cause a lot of problems in terms of emotional and mental well being of the child.
Even though the internet has in many ways brought the world closer together it has in many other ways caused a lot of damage to relationships and growth of individuals.
He said, 'I was writing a letter' (Indirect Speech)
He said, 'I was writing a letter' (Indirect Speech)
= He said that he was writing a letter.
I never drink tea ( Interrogative)
I never drink tea. (Interrogative)
= Do I ever drink tea?
If I were a king ( Assertive)
If I were a king (Assertive)
= I wish I were a king.
In spite of his being ill, he can run fast. ( compound)
In spite of his being ill, he can run fast. (compound)
= He is ill but he can run fast.
Who is calling me? ( Passive voice)
Who is calling me? (Passive voice)
= By whom am I being calling?
ধরি, ঘরের প্রস্থ = x মিটার
∴ ঘরের দৈর্ঘ্য = ৩x মিটার
∴ ঘরের ক্ষেত্রফল = ৩x২ বর্গ মিটার
এখন, ১ বর্গ মিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় = ৭.৫০ টাকা
৩x২ বর্গ মিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় টাকা = ২২.৫x২ টাকা
প্রশ্নমতে, ২২.৫x২ = ১১০২.৫০
বা, x২ = ৪৯
∴ x = ৭
∴ ঘরটির দৈর্ঘ্য = =২১ মিটার ও প্রস্থ = ৭ মিটার
দেওয়া আছে,
বা,
বা,
বা,
∴
প্রদত্তরাশিমালা
দেওয়া আছে,
[p এর মান বসিয়ে]
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক ভাষণ দেন। তিনি উক্ত ভাষণ দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩টা ৩ মিনিটে শেষ করেন। উক্ত ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয়েছিল। ঐতিহাসিক এই ভাষণটি ১২টি ভাষায় অনুবাদ করা হয়। আর ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে 'ঐতিহাসিক দলিল' হিসেবে স্বীকৃতি দেয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন।
'লাল নীল দীপাবলী' বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কিত একটি কিশোরসাহিত্য-গ্রন্থ। আর সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়'।
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য তারামন বিবি (১১নং সেক্টর) এবং ডাঃ সিতারা বেগম (২নং সেক্টর) কে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয় ৷
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো তাজিং ডং (১,২৩১ মিটার উঁচু), যার অপর নাম বিজয় (বেসরকারিভাবে মদক মুয়াল বা সাকা হাফং) । এই পর্বতশৃঙ্গটি রুমা, বান্দরবানে অবস্থিত। আর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো কেওক্রাডং (রুমা, বান্দরবান) ১,২৩০ মিটার উঁচু।
MRP এর পূর্ণরূপ Machine Readable Passport. বাংলাদেশে ২২ জানুয়ারি ২০২০ সালে ই-পাসপোর্ট উদ্বোধন করা হয়। দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ।
BRAC
BRAC এর পূর্ণরূপঃ Bangladesh Rural Advancement Committee/ Building Resources Across Communities.
WAN
WAN এর পূর্ণরূপঃ Wide Area Network.
HTML
HTML এর পূর্ণরূপঃ Hypertext Markup Language
CIRDP
CIRDP এর পূর্ণরূপঃ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
মুজিবনগর সরকার বা বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার ভবের পাড়া গ্রামের আম্রকাননে। আর ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার 'মুজিব নগর সরকার' শপথ গ্রহণ করেন।
গাম্বিয়ার রাজধানীর নাম হলো বাঙুল এবং জাপানের মুদ্রার নাম ইয়েন।