জনপ্রশাসন মন্ত্রণালয় || অফিস সহকারী কাম-কম্পিউটার-মুদ্রাক্ষরিক (24-01-2020) || 2020

All

ঐতিহাসিক ছয় দফা

ঐতিহাসিক ৬ দফার প্রবক্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে ৬ দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। ১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ৬ দফা দাবি তুলে ধরেন। দফাগুলো হলোঃ

০১. পাকিস্তান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের
ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। 
০২. কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে ।
০৩. সারাদেশে হয় অবাধে বিনিয়োগযোগ্য দু'ধরনের মুদ্রা, না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা ।
০৪. সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে। 
০৫. অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে, এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে ।
০৬. অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া ।

বানান শুদ্ধ করে লিখুন:
2.

মুমুর্ষূ

Created: 7 months ago | Updated: 14 hours ago

মুমুর্ষু = মুমূর্ষু

বানান শুদ্ধ করে লিখুন:
3.

স্বাপদশংকুল

Created: 7 months ago | Updated: 14 hours ago

স্বাপদশংকুল = শ্বাপদসংকুল

বানান শুদ্ধ করে লিখুন:
4.

অপরিনামদর্শি

Created: 7 months ago | Updated: 14 hours ago

অপরিনামদর্শি = অপরিণামদর্শী

বানান শুদ্ধ করে লিখুন:
5.

গুরুচন্ডালি

Created: 7 months ago | Updated: 14 hours ago

গুরুচন্ডালি = গুরুচণ্ডালী

বানান শুদ্ধ করে লিখুন:
6.

শ্রদ্ধাঞ্জলী

Created: 7 months ago | Updated: 9 hours ago

শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি

সন্ধি বিচ্ছেদ করুনঃ
7.

পতঞ্জলি

Created: 7 months ago | Updated: 14 hours ago

পতঞ্জলি = পতৎ + অঞ্জলি

সন্ধি বিচ্ছেদ করুনঃ
8.

রাজ্ঞী

Created: 7 months ago | Updated: 10 hours ago

রাজ্ঞী = রাজ + নী

সন্ধি বিচ্ছেদ করুনঃ
9.

যজ্ঞ

Created: 7 months ago | Updated: 14 hours ago

যজ্ঞ = যজ্ + ন

সন্ধি বিচ্ছেদ করুনঃ
10.

ক্ষুৎপিপাসা

Created: 7 months ago | Updated: 9 hours ago

ক্ষুৎপিপাসা = ক্ষুধ + পিপাসা

সন্ধি বিচ্ছেদ করুনঃ
11.

সুবন্ত

Created: 7 months ago | Updated: 14 hours ago

সুবন্ত = সুপ্ + অন্ত

বাগধারাগুলো অর্থ লিখুনঃ
12.

নেই আকড়া

Created: 7 months ago | Updated: 14 hours ago

নেই আঁকড়া = একগুঁয়ে স্বভাবের

বাগধারাগুলো অর্থ লিখুনঃ
13.

ফপর দালালি

Created: 7 months ago | Updated: 14 hours ago

ফপর দালালি = অতিরিক্ত চালবাজি

বাগধারাগুলো অর্থ লিখুনঃ
14.

হাড় হাভাতে

Created: 7 months ago | Updated: 14 hours ago

হাড় হাভাতে = হতভাগ্য

বাগধারাগুলো অর্থ লিখুনঃ
15.

মন না মতি

Created: 7 months ago | Updated: 14 hours ago

মন না মতি = অস্থির মানব মন

বাগধারাগুলো অর্থ লিখুনঃ
16.

রাবণের চিতা

Created: 7 months ago | Updated: 10 hours ago

রাবণের চিতা = চির অশান্তি

বাক্য সংকোচন করুন:
17.

তল স্পর্শ করা যায় না যার

Created: 7 months ago | Updated: 7 hours ago

তল স্পর্শ করা যায় না যার = অতলস্পর্শী।

Created: 7 months ago | Updated: 14 hours ago

যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না = অজ্ঞাতকুলশীল ।

বাক্য সংকোচন করুন:
19.

যে নারী নিজে বরণ করে নেয়

Created: 7 months ago | Updated: 14 hours ago

যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা।

বাক্য সংকোচন করুন:
20.

যে ক্রমাগত রোদন করছে

Created: 7 months ago | Updated: 14 hours ago

যে ক্রমাগত রোদন করছে = রোরুদ্যমান ।

বাক্য সংকোচন করুন:
21.

যে ভবিষৎ না ভেবেই কাজ করে

Created: 7 months ago | Updated: 14 hours ago

যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃশ্যকারী

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুনঃ
22.

শান্তশিষ্ট

Created: 7 months ago | Updated: 7 hours ago

শান্তশিষ্ট (যে শান্ত সেই শিষ্ট) = কর্মধারয় সমাস।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুনঃ
23.

একোন

Created: 7 months ago | Updated: 14 hours ago

একোন (এক দ্বারা উন) = তৃতীয়া তৎপুরুষ বা করণতৎপুরুষ সমাস।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুনঃ
24.

সহকর্মী

Created: 7 months ago | Updated: 14 hours ago

সহকর্মী (সমান কর্মী যে) = বহুব্রীহি সমাস।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুনঃ
25.

বিরানব্বই

Created: 7 months ago | Updated: 14 hours ago

বিরানব্বই (দুই এবং নব্বই) = নিত্য সমাস।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুনঃ
26.

উদ্বেল

Created: 7 months ago | Updated: 14 hours ago

উদ্বেল (বেলাকে অতিক্রান্ত) = অব্যয়ীভাব সমাস ।

Related Sub Categories