জনপ্রশাসন মন্ত্রণালয় || অফিস সহকারী কাম-কম্পিউটার-মুদ্রাক্ষরিক (24-01-2020) || 2020

All

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক ভাষণ দেন। তিনি উক্ত ভাষণ দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩টা ৩ মিনিটে শেষ করেন। উক্ত ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয়েছিল। ঐতিহাসিক এই ভাষণটি ১২টি ভাষায় অনুবাদ করা হয়। আর ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে 'ঐতিহাসিক দলিল' হিসেবে স্বীকৃতি দেয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন।

'লাল নীল দীপাবলী' বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কিত একটি কিশোরসাহিত্য-গ্রন্থ। আর সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়'।

স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য তারামন বিবি (১১নং সেক্টর) এবং ডাঃ সিতারা বেগম (২নং সেক্টর) কে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয় ৷

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো তাজিং ডং (১,২৩১ মিটার উঁচু), যার অপর নাম বিজয় (বেসরকারিভাবে মদক মুয়াল বা সাকা হাফং) । এই পর্বতশৃঙ্গটি রুমা, বান্দরবানে অবস্থিত। আর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো কেওক্রাডং (রুমা, বান্দরবান) ১,২৩০ মিটার উঁচু।

MRP এর পূর্ণরূপ Machine Readable Passport. বাংলাদেশে ২২ জানুয়ারি ২০২০ সালে ই-পাসপোর্ট উদ্বোধন করা হয়। দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ।

পূর্ণরূপ লিখুন:
7.

BRAC

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

BRAC এর পূর্ণরূপঃ Bangladesh Rural Advancement Committee/ Building Resources Across Communities.

পূর্ণরূপ লিখুন:
8.

WAN

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

WAN এর পূর্ণরূপঃ Wide Area Network.

পূর্ণরূপ লিখুন:
9.

HTML

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

HTML এর পূর্ণরূপঃ Hypertext Markup Language

পূর্ণরূপ লিখুন:
10.

CIRDP

Created: 4 weeks ago | Updated: 1 week ago

CIRDP এর পূর্ণরূপঃ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.

মুজিবনগর সরকার বা বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার ভবের পাড়া গ্রামের আম্রকাননে। আর ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার 'মুজিব নগর সরকার' শপথ গ্রহণ করেন।

গাম্বিয়ার রাজধানীর নাম হলো বাঙুল এবং জাপানের মুদ্রার নাম ইয়েন।

Related Sub Categories