বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ || হিসাব সহকারী (28-02-2020) || 2020

All

সকল বিষয়

এক কথায় প্রকাশ করুন:
1.

যে বিষয়ে কোন বিতর্ক নেই

Created: 3 months ago | Updated: 6 hours ago

যে বিষয়ে কোন বিতর্ক নেই = অবিসংবাদিত

এক কথায় প্রকাশ করুন:
2.

যা আঘাত পায়নি

Created: 3 months ago | Updated: 18 hours ago

যা আঘাত পায়নি = অনাহত।

এক কথায় প্রকাশ করুন:
3.

হাতির বাসস্থান

Created: 3 months ago | Updated: 18 hours ago

হাতির বাসস্থান = গজগৃহ

এক কথায় প্রকাশ করুন:
4.

বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে

Created: 3 months ago | Updated: 1 day ago

বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে = পরিবেদন।

এক কথায় প্রকাশ করুন:
5.

কুমারীর পুত্র

Created: 3 months ago | Updated: 3 days ago

কানিন 

বাগধারার অর্থসহ বাক্য রচনা করুন:
6.

উড়নচন্ডী

Created: 3 months ago | Updated: 19 hours ago

উড়নচন্ডী (অমিতব্যয়ী): এমন উড়নচণ্ডী হলে দুদিনে টাকাকড়ি সব শেষ হয়ে যাবে।

বাগধারার অর্থসহ বাক্য রচনা করুন:
7.

কূলকাঠের আগুন

Created: 3 months ago | Updated: 19 hours ago

কূলকাঠের আগুন (তীব্র জ্বলা): তোমার কথার খোঁচায় আমার সারা দেহে কুলকাঠের আগুন জ্বলছে

বাগধারার অর্থসহ বাক্য রচনা করুন:
8.

তামার বিষ

Created: 3 months ago | Updated: 18 hours ago

'তামার বিষ (অর্থের কুপ্রভাব): তোমাকে তামার বিষে পেয়েছে, মানুষকে মানুষ মনে করো না।

বাগধারার অর্থসহ বাক্য রচনা করুন:
9.

হাড় হাভাতে

Created: 3 months ago | Updated: 17 hours ago

বড় প্রভাতে (হতভাগ্য): হাড় হাভাতে জীবনে কষ্টের শেষ হয় না।

বাগধারার অর্থসহ বাক্য রচনা করুন:
10.

ভূষন্ডির কাক

Created: 3 months ago | Updated: 20 hours ago

ভূষন্ডির কাক (দীর্ঘজীবী): স্ত্রী, পুত্র, কন্যা সবার মৃত্যুর পরও বৃদ্ধ ভূষণ্ডির কাকের মতো বেঁচে আছে।

বিপরীত শব্দ লিখুন:
11.

বিরত

Created: 3 months ago | Updated: 1 day ago

বিরত = নিরত।

বিপরীত শব্দ লিখুন:
12.

অন্তরঙ্গ

Created: 3 months ago | Updated: 18 hours ago

অন্তরঙ্গ = বহিরঙ্গ।

বিপরীত শব্দ লিখুন:
13.

আকুঞ্চন

Created: 3 months ago | Updated: 17 hours ago

আকুঞ্চন = প্রসারণ

বিপরীত শব্দ লিখুন:
14.

খাতক

Created: 3 months ago | Updated: 17 hours ago

খাতক = মহাজন। 

বিপরীত শব্দ লিখুন:
15.

গৃহী

Created: 3 months ago | Updated: 17 hours ago

গৃহী = সন্ন্যাসী

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন ১৯৬১ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এ প্রতিষ্ঠানটি সারাদেশে যাত্রী ও পণ্য সেবা প্রদান করে থাকে। তাছাড়া প্রতিষ্ঠানটি চালক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে। এ প্রতিষ্ঠানটি নিজস্ব আয় দ্বারা পরিচালিত । সরকার বিভিন্ন সময়ে ঋণ হিসাবে প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে।

= Bangladesh Road Transportation Corporation is a state-owned transport corporation which was established in 1961. This organization provides both passenger and cargo transport services all over the country. Besides, it operates driving training course. It is being operated by its own income. Government provides financial assistance as debt to the organization in different times.

What are the Bangla meaning of the following phrases.
17.

A bolt from the blue

Created: 3 months ago | Updated: 2 days ago

A bolt from the blue (বিনা মেঘে বজ্রপাত): The news of the teenager Shawon seemed to be a bolt from the blue.

What are the Bangla meaning of the following phrases.
18.

Blue blood

Created: 3 months ago | Updated: 1 day ago

Blue blood (আভিজাত্য): He has blue blood in his attitude.

What are the Bangla meaning of the following phrases.
19.

Call it a day

Created: 3 months ago | Updated: 1 day ago

Call it a day (নিবৃত্ত বা ক্ষান্ত হওয়া): You've been studying hard – I think you should call it a day.

What are the Bangla meaning of the following phrases.
20.

Maiden speech

Created: 3 months ago | Updated: 2 days ago

Maiden speech (পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ): The maiden speech delivered by the Omor Faruk astonished everyone.

What are the Bangla meaning of the following phrases.
21.

Part and parcel

Created: 3 months ago | Updated: 1 day ago

Part and parcel ( অবিচ্ছেদ্য অংশ): Keeping the accounts is part and parcel of my job.

What are the feminine genders of the following:
22.

Author

Created: 3 months ago | Updated: 1 day ago

Author = Authoress

What are the feminine genders of the following:
23.

Lord

Created: 3 months ago | Updated: 2 days ago

Lord = Lady

What are the feminine genders of the following:
24.

Governor

Created: 3 months ago | Updated: 1 day ago

Governor = Governess

What are the feminine genders of the following:
25.

Duke

Created: 3 months ago | Updated: 1 day ago

Duke = Duchess

What are the feminine genders of the following:
26.

Nephew

Created: 3 months ago | Updated: 2 days ago

Nephew = Niece

আবুল ১ মিনিটে করে =  অংশ

রহিম ১ মিনিটে করে  অংশ

∴ তারা দুইজনে একত্রে ১ মিনিটে করে 

=  +  = অংশ

অর্থাৎ তারা একত্রে  অংশ করে ১ মিনিটে।

∴ ১ বা সম্পূর্ণ অংশ করে  ×  = ১৮ মিনিটে।

তারা দুজনে একত্রে ১৮ মিনিটে কাজটি শেষ করতে পারবে।

ধরি, পিতার বর্তমান বয়স ৭ বছর

এবং পুত্রের বর্তমান বয়স ২x বছর

প্রশ্নমতে, ৭x + 2x = ৬৩

বা, ৯x = ৬৩

∴ x =  = 

বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে খরচ করেন তার মোট আয়ের ৬০%

খরচ ৬০ টাকা হলে আয় হয় = ১০০ টাকা

∴ খরচ ১ টাকা হলে আয় হয় = টাকা

∴ খরচ ১২,০০০ টাকা হলে আয় হয় =  × টাকা

উত্তরঃ তার মাসিক আয় ২০,০০০ টাকা ।

২০২০ সালের ফেব্রুয়ারি মাস ছিল ২৯ দিন

কাজেই ধরি, ঐ ব্যক্তি x দিন উপস্থিত ছিল।

∴ ঐ ব্যক্তি অনুপস্থিত ছিল (২৯ - x) দিন

প্রশ্নমতে, x -  ( - x) = 

বা, x -  + x =  

বা, ২৫ x = ৫২৫

∴ x=  = 

অর্থাৎ সে ২১ দিন উপস্থিত ছিল।

 

Created: 3 months ago | Updated: 23 hours ago

১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যার গড়  + +  + 8 =  = .

সংক্ষিপ্ত প্রশ্ন:
32.

. × . × =?

Created: 3 months ago | Updated: 1 day ago

. × . × =.

সংক্ষিপ্ত প্রশ্ন:
33.

৭.২৯ এর বর্গমূল কত?

Created: 3 months ago | Updated: 1 day ago

৭.২৯ এর বর্গমূল = ২.৭

Created: 3 months ago | Updated: 18 hours ago

ধরি, সংখ্যাটি = x 

প্রশ্নমতে, ৪x -৫ = ১৯ 

বা, ৪x = ১৯+৫

বা, ৪x = ২৪

বা, x =  =  ans.

সংক্ষিপ্ত প্রশ্ন:
35.

.  ÷ . =?

Created: 3 months ago | Updated: 2 days ago

.  ÷ . =.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ৪ নভেম্বর ১৯৭২ সালে প্রবর্তিত হয় এবং ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।

বাংলাদেশের প্রবন হাইটেক পার্ক নির্মিত হবে কাপিয়ারের, গাজীপুরে এবং বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর।

যুব অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ সালে অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায় এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে আর রানার আপ হয় ভারত

বাংলাদেশ জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদে সরক্ষিত মহিলা আসন ৫০টি।

১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।

তৎকালীন পাকিস্তান সরকার এই ষড়যন্ত্রকে "আগরতলা ষড়যন্ত্র" নামে অভিহিত করে। এই একই অভিযোগে ১৮ জানুয়ারি, ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও গ্রেফতার করা হয়। ৩৫ জনকে আসামি করে সরকার পক্ষ মামলা দায়ের করে।

Related Sub Categories