যদি কোন কাজ আলাদাভাবে শেষ করতে আবুলে ৪৫ মিনিট এবং রহিমের ৩০ মিনিট সময় লাগে, তবে তারা দুজনে একত্রে কত মিনিটে কত মিনিটে কাজ টি শেষ করতে পারবে?
সরল কর: (a+b)2 - (a-b)2
একজন ফল বিক্রেতা প্রতি হালি কমলা ২৫ টাকায় ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত?
৩ জন শ্রমিক ১টি কাজ ১২ দিনে করতে পারে। শ্রমিকদের মধ্যে ২ জন প্রত্যেক তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে। ১ জন শ্রমিক একাকী কাজটি কতদিনে শেষ করতে পারবে ?