৩ জন শ্রমিক ১টি কাজ ১২ দিনে করতে পারে। শ্রমিকদের মধ্যে ২ জন প্রত্যেক তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে। ১ জন শ্রমিক একাকী কাজটি কতদিনে শেষ করতে পারবে ?
পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?
০.০১ × ০.০০৩ × ০.২ = কত?
একজন মাঝি স্রোতের প্রতিকূলে t1 ঘন্টায় কি.মি. a যেতে পারে। স্রোতের অনুকূলে ঐ পথ যেতে তার t2 ঘন্টা লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত?