একজন ফল বিক্রেতা প্রতি হালি কমলা ২৫ টাকায় ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত?
০.০১ × ০.০০৩ × ০.২ = কত?
একজন মাঝি স্রোতের প্রতিকূলে t1 ঘন্টায় কি.মি. a যেতে পারে। স্রোতের অনুকূলে ঐ পথ যেতে তার t2 ঘন্টা লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত?
যদি কোন কাজ আলাদাভাবে শেষ করতে আবুলে ৪৫ মিনিট এবং রহিমের ৩০ মিনিট সময় লাগে, তবে তারা দুজনে একত্রে কত মিনিটে কত মিনিটে কাজ টি শেষ করতে পারবে?
১০ বছর পূর্বে মা ও মেয়ের বয়সের অনুপাত ছিল ৪ : ১ । ১০ বছর পরে মা ও মেয়ের বয়সের অনুপাত হবে ২ : ১ । মা ও মেয়ের বর্তমান বয়স কত?