বাংলাদেশ সুপ্রিম কোর্ট || ব্যক্তিগত কর্মকর্তা (11-10-2020) || 2020

All

ভাবসম্প্রসারণ করুন ( যে কোনো ১টি)
1.

আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য

Created: 6 months ago | Updated: 2 weeks ago

আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য ভাবসম্প্রসারণ

মূলভাব: আত্মশক্তি বা জ্ঞানশক্তি মানুষের একটি বিশেষ গুণ, যা তার অস্তিত্বের মাঝেই নিহিত থাকে। কিন্তু মানুষ জন্মগতভাবে এ শক্তির অধিকারী হয় না। মানুষের মধ্যে আত্মশক্তি বা জ্ঞানশক্তি তখনই জাগ্রত হয় যখন মানুষের মন প্রকৃত শিক্ষার আলােকে আলােকিত হয়। বস্তুত শিক্ষার মূল লক্ষ্য মানুষের আত্মশক্তি বা জ্ঞানশক্তির বিকাশের মাধ্যমে তার মনুষ্যত্ব ও বিবেককে জাগ্রত করা।

ভাবসম্প্রসারণঃ শিক্ষা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। শিক্ষা মানুষকে নিজেকে জানতে ও চিনতে শেখায়। প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে মনুষ্যত্ববােধ জাগ্রত করে, তার ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তােলে। যে শিক্ষা শুধু খেয়ে-পরে বা ভােগবিলাসে জীবন কাটাতে বা বাঁচতে শেখায় তা কখনাে প্রকৃত শিক্ষা হতে পারে না। যে শিক্ষা জীবনকে সকলের সঙ্গে উপভােগ করতে এবং কল্যাণমুখী কাজে লাগাতে শেখায় না সেটি প্রকৃত শিক্ষা নয়। এ ধরনের শিক্ষা জীবনে সােনা ফলাতে পারে না। শিক্ষা। মানুষকে শেখায় ‘লােভে পাপ, পাপে মৃত্যু। অনেকের মতে, ‘শিক্ষা মনের একটি চোখ। তাই মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে শিক্ষার মাধ্যমে। শিক্ষার মাধ্যমে মানুষ তার মানবিক গুণগুলাে অর্জন করে। শিক্ষার আলাে না হলে মানুষ আর পশুর মধ্যে কোনাে পার্থক্য থাকত না। আত্মশক্তিতে বলীয়ান মানুষই কর্তব্যপরায়ণ, বিবেকবােধ সম্পন্ন, সমব্যথী, সর্বোপরি সকল মানবিক গুণের অধিকারী। জ্ঞানশক্তি বা আত্মশক্তি না থাকলে মানুষ শিক্ষিত হয়েও কখনাে যথার্থ মানুষ হতে পারে না! ডিগ্রি বা সনদের কোনাে মূল্যই থাকে না যদি শিক্ষিত ব্যক্তি আত্মশক্তি ও জ্ঞানশক্তি অর্জন না করে। প্রতিটি মানুষ অফুরন্ত সম্ভাবনার খনি, সে কী হতে পারে তা সে নিজে জানে না, আর এ অজ্ঞতাই তার উন্নতির পথে বাধা। শিক্ষা মানুষের ভেতরে প্রতিভার আলাে জ্বালিয়ে অজ্ঞতাকে দূর করে তাকে আত্মশক্তিতে বলীয়ান করে, সত্যিকার মানুষ হিসেবে গড়ে তােলে। মানুষ জ্ঞান আহরণ করলে অর্জন করে আত্মশক্তি, আর জ্ঞান নামক এ শক্তি হৃদয়ের লুকানাে সকল গুণকে শক্তিশালী করে।

শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করে মানুষ হয়ে ওঠে আত্মশক্তিতে বলীয়ান। তাই শিক্ষার উদ্দেশ্য সনদ অর্জন করে চাকরি করে। বিলাসী জীবনযাপন নয়। নিজেকে জানা, বােঝা, আবিষ্কার করা ও শক্তিশালী করাই শিক্ষার উদ্দেশ্য।

ভাবসম্প্রসারণ করুন ( যে কোনো ১টি)
2.

জাতীয় অবিচার জাতীয় পতনের নিশ্চিত কারণ।

Created: 6 months ago | Updated: 1 week ago

জাতীয় অবিচার জাতীয় পতনের নিশ্চিত কারণ

আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর উপরে আইনের প্রাধান্যকে বোঝায়। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এটা আইনের শাসনের বিধান। কিন্তু জাতীয় অবিচার পুরোপুরি আইনের শাসনের অন্তরায়। আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ।

আইনের শাসনের অভাব জাতীয় অবিচারের মূল কারণ। জাতীয় অবিচার দেশ ও জাতিকে পতনের দিকে ঠেলে দেয়। সরকারের স্বেচ্ছাচারিতার কারণে জাতীয় অবিচার উদ্ভব হয়, যা ক্রমেই সকল পেশার মানুষের মধ্যে প্রবাহিত হয়। ফলে সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয়, মানুষ ক্রমেই উগ্র হয়ে ওঠে, সমাজ ও দেশের সর্বত্র শান্তি নষ্ট হয়, নিরাপত্তা ও ন্যায়বিচার বিঘ্নিত হয়। জাতীয় ন্যায় বিচার ও জবাবদিহিতার অভাবে রাষ্ট্রের সর্বত্র দুর্নীতি, ধর্ষণ, গুম, খুন, চাঁদাবাজি, সন্ত্রাস, নারী নির্যাতন, মাদকসহ সামাজিক নানা অবিচার পরিলক্ষিত হয়। মানুষ কোনো প্রকার অপরাধ করতে ভয় পায় না। যে যার জায়গা থেকে কর্তব্যে অবহেলা করে। দুর্নীতিতে জর্জরিত হয় দেশ। জাতীয় অবিচারের ফলে অপরাধী বড় অপরাধ করতে উৎসাহিত হয়। মানুষের প্রতিটি মুহূর্ত কাটে চরম আতঙ্কে। আইনের শাসন না থাকলে জনগণের সকল কার্যক্রমে তার খারাপ প্রভাব পড়ে। দেশের সব ধরনের উন্নতি স্থবির হয়ে পড়ে। 'জোর যার মুল্লুক তার' ভিত্তিতে দেশ পরিচালিত হয়। যার ফলে জাতীয় জীবনে ভয়ংকর পতন নেমে আসে। অন্ধকারে ঢাকা পড়ে দেশ ও জাতির ভবিষ্যৎ।

দেশ ও জাতির কল্যানে সর্বত্র আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। ব্যক্তি ও সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করা প্রয়োজন। তাহলে দেশ ও জাতি নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা পাবে। জাতীয় অবিচার জাতীয় পতনের নিশ্চিত কারণ। তাই সকলের সচেতনতা, আন্তরিকতা এবং সরকার ও জনগণের প্রত্যেক কাজের জন্য জবাবদিহিতা নিশ্চিত করে দেশ ও জাতির কল্যানে অবদান রাখতে হবে।

নির্দেশিত মতে বাক্য রূপান্তর করুন ( যে কোনো ৫টি)
3.

মাংসাশী পশু অত্যন্ত বলাবান ( মিশ্র বাক্য)

Created: 6 months ago | Updated: 2 weeks ago

মাংসাশী পশু অত্যন্ত বলবান (মিশ্র বাক্য)।

= যে সকল পশু মাংস ভোজন করে, তারা অত্যন্ত বলবান।

নির্দেশিত মতে বাক্য রূপান্তর করুন ( যে কোনো ৫টি)
4.

পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই পড়া উচিত ( যৌগিক )

Created: 6 months ago | Updated: 2 weeks ago

পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত (যৌগিক) ।

= এখন থেকেই তোমার পড়া উচিৎ, তবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে।

নির্দেশিত মতে বাক্য রূপান্তর করুন ( যে কোনো ৫টি)
5.

তোমার মনস্কামনা সফল হোক ( জটিল)

Created: 6 months ago | Updated: 3 weeks ago

তোমার মনস্কামনা সফল হোক (জটিল) ।

= তুমি মনে মনে যা কামনা করেছ, তা সফল হোক ।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ভূস্বামী যখন স্বাধিকারে অধিষ্ঠান করেন, তখন প্রজারা একদিনের নিমিত্ত নিশ্চিত থাকিতে পারে না (সরল) ।

= ভূস্বামী স্বাধিকারে অধিষ্ঠিত হলে প্রজারা একদিনের নিমিত্তে নিশ্চিত থাকতে পারে না ।

নির্দেশিত মতে বাক্য রূপান্তর করুন ( যে কোনো ৫টি)
7.

আমারও ইহাদের উপর সহোদর স্নেহ আছে (নেতিবাচক)

Created: 6 months ago | Updated: 1 week ago

আমারও ইহাদের উপর সহোদর স্নেহ আছে (নেতিবাচক)।

= আমারও ইহাদের উপর সহোদর স্নেহ যে নেই তা নয় ।

নির্দেশিত মতে বাক্য রূপান্তর করুন ( যে কোনো ৫টি)
8.

আমরা বাধা দিতে পারলাম না ( অস্তিবাচক)

Created: 6 months ago | Updated: 2 weeks ago

আমরা বাধা দিতে পারলাম না (অস্তিবাচক)।

= আমরা বাধা দিতে অক্ষম ছিলাম ।

বাক্য শুদ্ধ করে লিখুন ( যে কোনো ৫টি)
9.

জ্ঞানী মানুস অবশ্যই যশলাভ করেন।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

জ্ঞানী মানুস অবশ্যই যশলাভ করেন ।

= জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করে ।

বাক্য শুদ্ধ করে লিখুন ( যে কোনো ৫টি)
10.

ইতিমধ্যে যা ঘটেছে তাতেই তার মনবিকার দেখা দিয়াছে

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ইতিমধ্যে যা ঘটেছে তাতেই তার মনবিকার দেখা দিয়াছে।

= ইতোমধ্যে যা ঘটেছে, তাতেই তার মনোধিকার দেখা দিয়েছে।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

এ নির্মম হত্যাকান্ডে গ্রামবাসী নিস্তব্ধ হয়ে গেল ।

= এ নির্মম হত্যাকান্ডে গ্রামবাসী স্তব্ধ হয়ে গেল ।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

কলেজের পুনর্মিলনী উৎসবে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগদান করেন।

= কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগদান করেন।

বাক্য শুদ্ধ করে লিখুন ( যে কোনো ৫টি)
13.

‘করুণ’ হলো ক্রিয়া আর ‘করুন’ হলো বিশেষণ

Created: 6 months ago | Updated: 2 weeks ago

করুণ' হলো ক্রিয়া আর ‘করুন' হলো বিশেষণ ।

= করুন' হলো ক্রিয়া আর 'করুণ' হলো বিশেষণ ।

বাক্য শুদ্ধ করে লিখুন ( যে কোনো ৫টি)
14.

ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ঝর্না ঝর্না সুন্দরী ঝর্না ।

= ঝরণা ঝরণা সুন্দরী ঝরণা।

সমোচ্চারিত শব্দের অর্থ লিখুন। ( যেকোন ৫টি)
15.

আবরণ : আভরণ

Created: 6 months ago | Updated: 2 weeks ago

আবরণ অর্থ আবৃতকরণ; ঢাকনা।  

আভরণ অর্থ ভূষণ; অলঙ্কার; গহনা।

সমোচ্চারিত শব্দের অর্থ লিখুন। ( যেকোন ৫টি)
16.

পড়-পড় : পর –পর

Created: 6 months ago | Updated: 2 weeks ago

পড়-পড় অর্থ পড়ত; পতন আসন্ন এমন।

পর পর অর্থ ‘উপর' এর সংক্ষিপ্ত রূপ (মাথার পরে দেয়নি তুলে বাস)।

সমোচ্চারিত শব্দের অর্থ লিখুন। ( যেকোন ৫টি)
17.

বেশি : বেশী

Created: 6 months ago | Updated: 1 week ago

বেশি অর্থ প্রাচুর্য; আধিক্য।

বেশী অর্থ প্রাচুর্য; আধিক্য ।

সমোচ্চারিত শব্দের অর্থ লিখুন। ( যেকোন ৫টি)
18.

সাড়া : সারা

Created: 6 months ago | Updated: 1 week ago

সাড়া অর্থ ধ্বনি; শব্দ।

সারা অর্থ উক্ত সকল অর্থে।

সমোচ্চারিত শব্দের অর্থ লিখুন। ( যেকোন ৫টি)
19.

সব : শব

Created: 6 months ago | Updated: 1 week ago

শব অর্থ মৃতদেহ; মড়া; লাশ; মুর্দা।

সব অর্থ সকল; সমস্ত; তামাম ।

সমোচ্চারিত শব্দের অর্থ লিখুন। ( যেকোন ৫টি)
20.

সকল : ষকল

Created: 6 months ago | Updated: 2 weeks ago

সকল অর্থ সমস্ত; সব; সমুদয়।

শকল অর্থ খণ্ড; অংশ।

Related Sub Categories