খাদ্য অধিদপ্তর || ফোরম্যান/মেকানিক্যাল ফোরম্যান/ইলেকট্রিশিয়ান/সহকারী ফোরম্যান (31-10-2020) || 2020

All

সকল বিষয়

খাদ্য ও পুষ্টি একে অপরের পরিপূরক। পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবথেকে বেশি প্রয়োজন খাদ্যের নিরাপত্তা । মানুষের পাঁচটি মৌলিক অধিকারের (খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা) মধ্যে খাদ্যের নিরাপত্তা অপরিহার্য একটি উপাদান। ভাল স্বাস্থ্যের মূল ভিত্তি হলো পুষ্টিকর খাবার ও শরীর চর্চা। পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে শরীরে তাপ ও শক্তি বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে আমরা সুস্থ থাকতে পারি এবং কাজে মনোনিবেশ করতে পারি। খাদ্যে ৬টি উপাদান থাকে। যথাঃ শর্করা, আমিষ, স্নেহপদার্থ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি যা আমাদের বিভিন্ন পুষ্টি
সরবরাহ করে থাকে।

শুদ্ধ করে লিখুন:
2.

সার্বজনিন

Created: 3 months ago | Updated: 22 hours ago

সার্বজনিন = সার্বজনীন

শুদ্ধ করে লিখুন:
3.

সমীচিন

Created: 3 months ago | Updated: 20 hours ago

সমীচিন = সমীচীন

শুদ্ধ করে লিখুন:
4.

দূরবস্তা

Created: 3 months ago | Updated: 19 hours ago

দূরবস্তা = দুরবস্থা

শুদ্ধ করে লিখুন:
5.

সুচিপত্র

Created: 3 months ago | Updated: 19 hours ago

সুচিপত্র = সূচিপত্র

শুদ্ধ করে লিখুন:
6.

দারিদ্রতা

Created: 3 months ago | Updated: 14 hours ago

দারিদ্রতা = দারিদ্র্য/দরিদ্রতা

অর্থসহ বাক্য রচনা করুন:
7.

কুলকাঠের আগুন 

Created: 3 months ago | Updated: 14 hours ago

কুলকাঠের আগুন (তীব্র জ্বালা): তোমার কথার খোঁচায় আমার সারা দেহে কুলকাঠের আগুন জ্বলছে।

অর্থসহ বাক্য রচনা করুন:
8.

ননীর পুতুল 

Created: 3 months ago | Updated: 2 days ago

ননীর পুতুল (শ্রমবিমুখ): ছেলেটি একেবারে ননীর পুতুল, একটু পরিশ্রমেই হাঁপিয়ে ওঠে।

অর্থসহ বাক্য রচনা করুন:
9.

ঘাটের মড়া

Created: 3 months ago | Updated: 21 hours ago

ঘাটের মড়া (অতি বৃদ্ধ): টাকার লোভে ঘাটের মড়ার সঙ্গে মেয়ের বিয়ে দিও না ।

অর্থসহ বাক্য রচনা করুন:
10.

নেই আঁকড়া

Created: 3 months ago | Updated: 21 hours ago

নেই আকঁড়া (একগুঁয়ে): এমন নেই আঁকড়া ছেলে আর তো দেখিনি বাবা যা বলবে তাই করবে ।

অর্থসহ বাক্য রচনা করুন:
11.

ভূষন্ডির কাক

Created: 3 months ago | Updated: 19 hours ago

ভূষণ্ডির কাক (দীর্ঘজীবী/ বিচক্ষণ ব্যক্তি): স্ত্রী, পুত্র, কন্যা- সবার মৃত্যুর পরও বৃদ্ধ ভূষণ্ডির কাকের মতো বেঁচে আছে ।

এক কথায় প্রকাশ করুন:
12.

জীবিত থেকেও যে মৃত

Created: 3 months ago | Updated: 20 hours ago

জীবিত থেকেও যে মৃত = জীবনস্মৃত

এক কথায় প্রকাশ করুন:
13.

যা নিবারণ করা কষ্টকর

Created: 3 months ago | Updated: 19 hours ago

যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার

এক কথায় প্রকাশ করুন:
14.

যা আঘাত পায়নি

Created: 3 months ago | Updated: 19 hours ago

যা আঘাত পায়নি = অনাহত

এক কথায় প্রকাশ করুন:
15.

যা চিন্তা করা যায় না

Created: 3 months ago | Updated: 19 hours ago

যা চিন্তা করা যায় না = অচিন্তনীয়, অচিন্ত্য

এক কথায় প্রকাশ করুন:
16.

চৈত্র মাসের ফসল

Created: 3 months ago | Updated: 20 hours ago

চৈত্র মাসের ফসল = চৈতালি

সন্ধি বিচ্ছেদ করুন:
17.

মনীষা

Created: 3 months ago | Updated: 21 hours ago

মনীষা = মনস্ + ঈষা

সন্ধি বিচ্ছেদ করুন:
18.

নিষ্ফল

Created: 3 months ago | Updated: 19 hours ago

নিষ্ফল = নিঃ + ফল

সন্ধি বিচ্ছেদ করুন:
19.

ক্ষুৎপিপাসা

Created: 3 months ago | Updated: 19 hours ago

ক্ষুৎপিপাসা = ক্ষুধ + পিপাসা

সন্ধি বিচ্ছেদ করুন:
20.

ষষ্ঠ

Created: 3 months ago | Updated: 23 hours ago

ষষ্ঠ = ষষ্ + থ

সন্ধি বিচ্ছেদ করুন:
21.

সচ্চিন্তা

Created: 3 months ago | Updated: 20 hours ago

সচ্চিন্তা = সৎ + চিন্তা

Created: 3 months ago | Updated: 19 hours ago

Computer is one of the greatest invention of modern science. Charles Babbage is the father of computer who invented the concept of Analytical Engine in 1830. It is a device that works like a human brain. All complicated tasks can be done easily in a very short time with the help of a computer. The internet is a computer based communication system. In the age of globalization we can't do anything without a computer.

Created: 3 months ago | Updated: 19 hours ago

You have no experience in this matter.  বাক্যের অর্থঃ এ বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতা নেই।

Created: 3 months ago | Updated: 19 hours ago

I have no affection for him. বাক্যের অর্থঃ তার প্রতি আমার কোনো স্নেহ নেই ।

Created: 3 months ago | Updated: 13 hours ago

He has a reputation for eloquence. বাক্যের অর্থঃ বাগীতায় তার সুনাম রয়েছে।

Fill in the blanks:
26.

I apologize ___him.

Created: 3 months ago | Updated: 13 hours ago

I apologize to him. বাক্যের অর্থঃ আমি তার কাছে ক্ষমা চাই।

Created: 3 months ago | Updated: 12 hours ago

He expressed his gratitude to his boss. বাক্যের অর্থঃ সে তার বসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো।

Created: 3 months ago | Updated: 9 hours ago

ঠিক আছে, চলো যাই। 

= Ok, let's go.

Created: 3 months ago | Updated: 12 hours ago

এ বছর ৬ লক্ষ টন চাল সংগ্রহ করা হবে। 

= Six lakh tonnes rice will be collected this year.

Created: 3 months ago | Updated: 7 hours ago

বিপদের সময় সাহস হারিইও না। 

= Do not lose your courage in time of danger.

আত্মনির্ভরশীলতা বলতে বোঝায় নিজের উপর নির্ভরশীলতা। 

= Self dependent means the dependence of one's own.

Created: 3 months ago | Updated: 22 hours ago

গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছে। 

= It has been drizzling.

Correct the Following Sentence:
33.

Saima does not know the swim

Created: 3 months ago | Updated: 19 hours ago

Saima does not know the swim.

= Saima does not know how to swim. বাক্যের অর্থঃ সায়মা জানে না কিভাবে সাঁতার কাটতে হয়।

Correct the Following Sentence:
34.

I am going for marketing with my wife.

Created: 3 months ago | Updated: 19 hours ago

I am going for marketing with my wife. 

= I am going for shopping with my wife. বাক্যের অর্থঃ স্ত্রীর সাথে আমি শপিংয়ে যাচ্ছি।

Correct the Following Sentence:
35.

Give a good number of rice

Created: 3 months ago | Updated: 19 hours ago

Give a good number of rice.
= Give a good amount of rice. বাক্যের অর্থঃ বেশ কিছু পরিমাণ চাল দাও ।

Created: 3 months ago | Updated: 22 hours ago

You should say good morning in the afternoon.
= You should say good morning in the morning. বাক্যের অর্থঃ সকালে তোমাকে শুভ সকাল বলা উচিৎ।

Correct the Following Sentence:
37.

Do not prevent me to go there.

Created: 3 months ago | Updated: 19 hours ago

Do not prevent me to go there.
= Do not prevent me from going there. বাক্যের অর্থঃ সেখানে যাওয়া থেকে আমাকে বিরত করবেন না ।

Use the right form of the verbs:
38.

Why he (come) home yesterday?

Created: 3 months ago | Updated: 20 hours ago

Why he (come) home yesterday?
= Why he came home yesterday? বাক্যের অর্থঃ কেন সে গতকাল বাড়ী এসেছিল?

Use the right form of the verbs:
39.

The patient ( died) before the doctor came

Created: 3 months ago | Updated: 19 hours ago

The patient (died) before the doctor came.
= The patient had died before the doctor came. বাক্যের অর্থঃ ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল।

Use the right form of the verbs:
40.

It is high time he (change) his bad habits

Created: 3 months ago | Updated: 17 hours ago

It is high time he (change) his bad habits. 

= It is high time he changed his bad habits. বাক্যের অর্থঃ তার অভ্যাস পরিবর্তনের এখনই সময়।

Created: 3 months ago | Updated: 23 hours ago

Had I possessed vast property, I (establish) a college. 

= Had I possessed vast property, I would have establish a college. বাক্যের অর্থঃ বিপুল সম্পদের মালিক হলে আমি একটা কলেজ প্রতিষ্ঠা করতাম ।

Use the right form of the verbs:
42.

He many (came) tomorrow

Created: 3 months ago | Updated: 23 hours ago

He may (come) tomorrow.
= He may come tomorrow. বাক্যের অর্থঃ তিনি আগামীকাল আসতে পারেন ।

 ধরি, ১ম নল দ্বারা ১ মিনিটে x লিঃ পানি প্রবেশ করে। 

এবং চৌবাচ্চাটি y লিটার পানি ধরে।

তাহলে, y= ১২x

 x = y ..........()

আবার, নল দুটি দ্বারা ৯৬ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় বলে

প্রশ্নমতে,  y= x - ( × )

 y =  ×y - ,

 y = y - ,  y = ,   y =  = 

অর্থাৎ চৌবাচ্চাটির ধারণক্ষমতা ১৯২ লিটার ।

উৎপাদকে বিশ্লেষণ করুন:
45.

a2  ax-3a-24a-2

Created: 3 months ago | Updated: 20 hours ago

উৎপাদকে বিশ্লেষণ করুন:
46.

2a2 6a-20

Created: 3 months ago | Updated: 14 hours ago

দেওয়া আছে,

 2a2 - 6a - 20

=2a2 - 10a + 4a - 20

=2a (a-5) +4 (a-5) 

= (a - 5) (2a + 4)

= 2 (a - 5) (a + 2) ans.

2x+3y+5z= (2x+3y) +5z)2= (2x + 3y)2 + 2 × (2x + 3y) x 5z + (5z)2=4x2+9y2+12xy + 20xz + 30yz + 25z2= 4x2 + 9y2 + 25z2 + 12xy + 20xz + 30yz ans.

Created: 3 months ago | Updated: 12 hours ago

CPU এর পূর্ণরূপ হলো Central Processing Unit. 

OMS এর পূর্ণরূপ হলো Order Management System.

Created: 3 months ago | Updated: 13 hours ago

যে মাধ্যমে বা যে পথ দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করে লোডের মধ্যে দিয়ে তার কার্য সম্পাদন করে ও অন্য একটি পথে ফিরে আসতে পারে তাকে ইলেকট্রিক্যাল সার্কিট বলে। একটি আদর্শ সার্কিটে ৫টি উপাদান থাকে।

১ টন সমান ১০ কুইন্টাল এবং ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার।

কম্পিউটার কিবোর্ড হতে Ctrl + S বাটন চাপলে সেভ এবং Ctrl + C বাটন চাপলে কপি হবে।

Created: 3 months ago | Updated: 13 hours ago

কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে ঐ তাপমাত্রায় এর আপেক্ষিক রোধ বলে। আপেক্ষিক রোধ শুধু এর উপাদানের উপর নির্ভর করে।

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ ।

দুধের বিশুদ্ধতা বা ঘনত্ব নির্ণায়ক যন্ত্রের নাম হলো ল্যাকটোমিটার ।

Created: 3 months ago | Updated: 20 hours ago

খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্ত একমাত্র সংস্থা। মাঠ পর্যায়ে খাদ্য ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম সম্পাদনের জন্য মোট ৫টি সাইলো, ১৩টি সিএডি এবং ৬৩১টি এলএসডি আছে। এগুলো খাদ্য সংরক্ষণের গুদাম ।

২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন । 

গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য ৬ ঘণ্টা ।

Created: 3 months ago | Updated: 19 hours ago

কুইক হিল হলো অ্যান্টি ভাইরাস সফটওয়্যার। ১৯৯৪ সালে ভারতে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠিত হয়।

তৎকালীন সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ২ ডিসেম্বর ১৯৯৭ সালে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

মুহাম্মদ আতাউল গণি ওসমানী, যিনি জেনারেল এম. এ. জি. ওসমানী নামে অধিক পরিচিত (১ সেপ্টেম্বর ১৯১৮ - ১৬ ফেব্রুয়ারি ১৯৮৪), বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক ছিলেন

১. ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়।
২. ডায়াবেটিস হওয়ার কারণে বিভিন্ন ধরণের চোখের অসুখ হতে পারে। যেমনঃ চোখে ছানি পরা ।
৩. স্নায়ু পেশীর অসুস্থতা, প্যারালাইসিস, স্নায়ুবিক দুর্বলতা সহ বিভিন্ন রোগ ডায়াবেটিস রোগীদের মধ্যে দেখা যায় ৪. ডায়াবেটিস এর প্রভাবে মুখের বিভিন্ন রোগ দেখা যায়। যেমনঃ মাড়ির ক্ষয়, মুখে ঘা, দাঁত পড়ে যাওয়া, দাঁতের ক্ষয় ইত্যাদি।

সুয়েজখাল লোহিতসাগর ও ভূ-মধ্যসাগরকে যুক্ত করেছে।

জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে অ্যান্টানিও গুতোরেস ২০১৭ সালের ১ জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন। তিনি হলেন পর্তুগালের নাগরিক। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং United Nations High Commissioner for Refugees হিসেবে কর্মরত ছিলেন।

Related Sub Categories