খাদ্য অধিদপ্তর || ফোরম্যান/মেকানিক্যাল ফোরম্যান/ইলেকট্রিশিয়ান/সহকারী ফোরম্যান (31-10-2020) || 2020

All

Created: 4 weeks ago | Updated: 7 hours ago

CPU এর পূর্ণরূপ হলো Central Processing Unit. 

OMS এর পূর্ণরূপ হলো Order Management System.

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

যে মাধ্যমে বা যে পথ দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করে লোডের মধ্যে দিয়ে তার কার্য সম্পাদন করে ও অন্য একটি পথে ফিরে আসতে পারে তাকে ইলেকট্রিক্যাল সার্কিট বলে। একটি আদর্শ সার্কিটে ৫টি উপাদান থাকে।

১ টন সমান ১০ কুইন্টাল এবং ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার।

কম্পিউটার কিবোর্ড হতে Ctrl + S বাটন চাপলে সেভ এবং Ctrl + C বাটন চাপলে কপি হবে।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে ঐ তাপমাত্রায় এর আপেক্ষিক রোধ বলে। আপেক্ষিক রোধ শুধু এর উপাদানের উপর নির্ভর করে।

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ ।

দুধের বিশুদ্ধতা বা ঘনত্ব নির্ণায়ক যন্ত্রের নাম হলো ল্যাকটোমিটার ।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্ত একমাত্র সংস্থা। মাঠ পর্যায়ে খাদ্য ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম সম্পাদনের জন্য মোট ৫টি সাইলো, ১৩টি সিএডি এবং ৬৩১টি এলএসডি আছে। এগুলো খাদ্য সংরক্ষণের গুদাম ।

২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন । 

গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য ৬ ঘণ্টা ।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

কুইক হিল হলো অ্যান্টি ভাইরাস সফটওয়্যার। ১৯৯৪ সালে ভারতে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠিত হয়।

তৎকালীন সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ২ ডিসেম্বর ১৯৯৭ সালে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

মুহাম্মদ আতাউল গণি ওসমানী, যিনি জেনারেল এম. এ. জি. ওসমানী নামে অধিক পরিচিত (১ সেপ্টেম্বর ১৯১৮ - ১৬ ফেব্রুয়ারি ১৯৮৪), বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক ছিলেন

১. ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়।
২. ডায়াবেটিস হওয়ার কারণে বিভিন্ন ধরণের চোখের অসুখ হতে পারে। যেমনঃ চোখে ছানি পরা ।
৩. স্নায়ু পেশীর অসুস্থতা, প্যারালাইসিস, স্নায়ুবিক দুর্বলতা সহ বিভিন্ন রোগ ডায়াবেটিস রোগীদের মধ্যে দেখা যায় ৪. ডায়াবেটিস এর প্রভাবে মুখের বিভিন্ন রোগ দেখা যায়। যেমনঃ মাড়ির ক্ষয়, মুখে ঘা, দাঁত পড়ে যাওয়া, দাঁতের ক্ষয় ইত্যাদি।

সুয়েজখাল লোহিতসাগর ও ভূ-মধ্যসাগরকে যুক্ত করেছে।

জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে অ্যান্টানিও গুতোরেস ২০১৭ সালের ১ জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন। তিনি হলেন পর্তুগালের নাগরিক। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং United Nations High Commissioner for Refugees হিসেবে কর্মরত ছিলেন।

Related Sub Categories