খাদ্য ও পুষ্টি একে অপরের পরিপূরক। পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবথেকে বেশি প্রয়োজন খাদ্যের নিরাপত্তা । মানুষের পাঁচটি মৌলিক অধিকারের (খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা) মধ্যে খাদ্যের নিরাপত্তা অপরিহার্য একটি উপাদান। ভাল স্বাস্থ্যের মূল ভিত্তি হলো পুষ্টিকর খাবার ও শরীর চর্চা। পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে শরীরে তাপ ও শক্তি বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে আমরা সুস্থ থাকতে পারি এবং কাজে মনোনিবেশ করতে পারি। খাদ্যে ৬টি উপাদান থাকে। যথাঃ শর্করা, আমিষ, স্নেহপদার্থ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি যা আমাদের বিভিন্ন পুষ্টি
সরবরাহ করে থাকে।
সার্বজনিন
সার্বজনিন = সার্বজনীন
সমীচিন
সমীচিন = সমীচীন
দূরবস্তা
দূরবস্তা = দুরবস্থা
সুচিপত্র
সুচিপত্র = সূচিপত্র
দারিদ্রতা
দারিদ্রতা = দারিদ্র্য/দরিদ্রতা
কুলকাঠের আগুন
কুলকাঠের আগুন (তীব্র জ্বালা): তোমার কথার খোঁচায় আমার সারা দেহে কুলকাঠের আগুন জ্বলছে।
ননীর পুতুল
ননীর পুতুল (শ্রমবিমুখ): ছেলেটি একেবারে ননীর পুতুল, একটু পরিশ্রমেই হাঁপিয়ে ওঠে।
ঘাটের মড়া
ঘাটের মড়া (অতি বৃদ্ধ): টাকার লোভে ঘাটের মড়ার সঙ্গে মেয়ের বিয়ে দিও না ।
নেই আঁকড়া
নেই আকঁড়া (একগুঁয়ে): এমন নেই আঁকড়া ছেলে আর তো দেখিনি বাবা যা বলবে তাই করবে ।
ভূষন্ডির কাক
ভূষণ্ডির কাক (দীর্ঘজীবী/ বিচক্ষণ ব্যক্তি): স্ত্রী, পুত্র, কন্যা- সবার মৃত্যুর পরও বৃদ্ধ ভূষণ্ডির কাকের মতো বেঁচে আছে ।
জীবিত থেকেও যে মৃত
জীবিত থেকেও যে মৃত = জীবনস্মৃত
যা নিবারণ করা কষ্টকর
যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার
যা আঘাত পায়নি
যা আঘাত পায়নি = অনাহত
যা চিন্তা করা যায় না
যা চিন্তা করা যায় না = অচিন্তনীয়, অচিন্ত্য
চৈত্র মাসের ফসল
চৈত্র মাসের ফসল = চৈতালি
মনীষা
মনীষা = মনস্ + ঈষা
নিষ্ফল
নিষ্ফল = নিঃ + ফল
ক্ষুৎপিপাসা
ক্ষুৎপিপাসা = ক্ষুধ + পিপাসা
ষষ্ঠ
ষষ্ঠ = ষষ্ + থ
সচ্চিন্তা
সচ্চিন্তা = সৎ + চিন্তা