বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় || অফিস সহায়ক (27-11-2020) || 2020

All

সকল বিষয়

এক কথায় প্রকাশ করুন:
1.

মৃতের মত অবস্থা যার

Created: 6 months ago | Updated: 18 hours ago

মৃতের মত অবস্থা যার = মুমূর্ষু

Created: 6 months ago | Updated: 3 weeks ago

যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল

এক কথায় প্রকাশ করুন:
3.

যা অতি দীর্ঘ নয় 

Created: 6 months ago | Updated: 18 hours ago

যা অতি দীর্ঘ নয় = নাতিদীর্ঘ । 

বাক্য রচনা করুন:
4.

অর্ধচন্দ্র

Created: 6 months ago | Updated: 18 hours ago

অর্ধচন্দ্ৰ (গলা ধাক্কা): ছেলেটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও ।

বাক্য রচনা করুন:
5.

আক্কেল সেলামি

Created: 6 months ago | Updated: 17 hours ago

আক্কেল সেলামি (নির্বুদ্ধিতার দণ্ড): বিনা টিকেটে রেলগাড়িতে চড়ে আক্কেল সেলামি দিতে হলো ।

বাক্য রচনা করুন:
6.

শাপে বর

Created: 6 months ago | Updated: 18 hours ago

শাপে বর (অনিষ্টে ইষ্ট লাভ): আমাকে ফেলে যাওয়ায় আমার রোজগার হলো হাজার টাকা- একেই বলে শাপে বর।

27.11.2020
বরাবর
চেয়ারম্যান
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
কুর্মিটোলা, ঢাকা

বিষয়ঃ তিনদিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন ।

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আগামী ০৫-১২-২০২০ তারিখে আমার দ্বিতীয় বোনের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমি একমাত্র বড় ভাই হিসেবে বিয়ের সকল দায়িত্ব ও কাজকর্ম আমাকেই দেখতে হচ্ছে। তাই আমাকে ০৪-১২-২০২০ তারিখ থেকে ০৬-১২-২০২০ পর্যন্ত তিন দিন ছুটি মঞ্জুর করলে বিয়ের অনুষ্ঠানটি আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে, উপরে বর্ণিত ৩ দিন ছুটি দিতে আপনার আজ্ঞা হয় ।

বিনীত নিবেদক
মোঃ হানজালা (১২৪৭২) 
অফিস সহায়ক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
কুর্মিটোলা, ঢাকা ।

ইংরেজিতে অনুবাদ করুন:
8.

মা শিশুকে খাওয়ায়

Created: 6 months ago | Updated: 18 hours ago

মা শিশুকে খাওয়ায়। 

=  Mother feeds the baby.

Created: 6 months ago | Updated: 18 hours ago

বাংলাদেশে ক্রিকেটের অনেক ভক্ত আছে। 

= There are a lot of cricket fans in Bangladesh.

ইংরেজিতে অনুবাদ করুন:
10.

আমি আমার দেশকে খুব ভালবাসি

Created: 6 months ago | Updated: 1 day ago

আমি আমার দেশকে খুব ভালবাসি। 

= I love my country very much.

ইংরেজিতে অনুবাদ করুন:
11.

আমার ভাই দুইদিন ধরে অসুস্থ

Created: 6 months ago | Updated: 1 day ago

আমার ভাই দুই দিন ধরে অসুস্থ। 

=  My brother has been ill for two days.

Created: 6 months ago | Updated: 1 day ago

কঠিন পরিশ্রমের উপর জীবনের সফলতা নির্ভর করে। 

=  Success in life depends upon the hard labour.

Created: 6 months ago | Updated: 1 day ago

He insisted on going home at once.  বাক্যের অর্থঃ এক্ষুনি বাড়িতে যেতে সে পীড়াপীড়ি করলো।

Fill in the blanks:
14.

Two and two ____four

Created: 6 months ago | Updated: 18 hours ago

Two and two makes four.  বাক্যের অর্থঃ দুইয়ে দুইয়ে চার হয়।

Created: 6 months ago | Updated: 1 day ago

It has been raining since morning.  বাক্যের অর্থঃ সকাল থেকে বৃষ্টি হচ্ছে।

Fill in the blanks:
16.

He is accused ____theft.

Created: 6 months ago | Updated: 18 hours ago

He is accused of theft. বাক্যের অর্থঃ সে চুরির দায়ে সাব্যস্ত হলো।

Created: 6 months ago | Updated: 18 hours ago

Iron is more useful than any other metal.  বাক্যের অর্থঃ অন্য ধাতবের চেয়ে লোহা খুবই উপকারী।

দেয়া আছে, ঘরের দৈর্ঘ্য = ১৫ মিটার ও প্রস্থ = ১২ মিটার

বারান্দাসহ ঘরের দৈর্ঘ্য = +× = ১৯ মিটার

বারান্দাসহ ঘরের প্রস্থ =+(×) = ১৬ মিটার

∴ বারান্দাসহ ঘরের ক্ষেত্রফল = ( × ) বর্গ মিটার = ৩০৪ বর্গ মিটার

দেওয়া আছে, a2 +b2 = a-b2 + 2ab = 82 + 2×50 = 64 + 100 =164.

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
20.

বৃত্তের সর্বাপেক্ষা বৃহৎ জ্যা – এর নাম কি?

Created: 6 months ago | Updated: 18 hours ago

বৃত্তের সর্বাপেক্ষা বৃহৎ জ্যা-এর নাম ব্যাস।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
21.

বর্গের ক্ষেত্রফল কয় বাহুর বর্গের সমান? 

Created: 6 months ago | Updated: 18 hours ago

বর্গের ক্ষেত্রফল  ১টি বাহুর বর্গের সমান (কারণ, একবাহু a হলে ক্ষেত্রফল হবে a বর্গ একক)।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
22.

চতুর্ভূজের কর্ণ কয়টি?

Created: 6 months ago | Updated: 10 hours ago

চতুর্ভূজের কর্ণ ২টি।

বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার হতে ৮ জানুয়ারি ১৯৭২ সালে মুক্তি লাভ করেন এবং ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে আসেন।

Created: 6 months ago | Updated: 18 hours ago

তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।

Created: 6 months ago | Updated: 18 hours ago

চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটি সভায় শোষিত এবং নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তথা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি' শান্তি পদক প্রদানের ঘোষণা দেয়া হয় ১০ অক্টোবর, ১৯৭২ সালে। বিশ্বের ১৪০টি দেশের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর ১৯৭৩ সালের মে মাসে বিশ্ব শান্তি পরিষদের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয় দু'দিনব্যাপী Asian Peace & Security Conference. ঐ সম্মেলনের দ্বিতীয় দিন ২৩ মে, ১৯৭৩ জাতীয় সংসদের উত্তর প্লাজার উন্মুক্ত চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি' শান্তি পদক পরিয়ে দেন।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন;
26.

নির্মীয়মান পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

Created: 6 months ago | Updated: 16 hours ago

নির্মিতব্য বহুমুখী পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার; সেতুর প্রস্থ ১৮.১০ মিটার ।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন;
27.

MOCAT এর পূর্ণরূপ কি?

Created: 6 months ago | Updated: 18 hours ago

MOCAT এর পূর্ণরূপ Ministry of Civil Aviation and Tourism (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়)।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন;
28.

WTO এর পূর্ণরূপ কি?

Created: 6 months ago | Updated: 10 hours ago

WTO যার পূর্ণরূপ হলো World Trade Organization. এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী ।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন;
29.

WWW এর পূর্ণরূপ কি?

Created: 6 months ago | Updated: 18 hours ago

WWW এর পূর্ণরূপ World Wide Web.

Created: 6 months ago | Updated: 10 hours ago

বাংলাদেশ পর্যটন করপোরেশনের সদর দপ্তর মহাখালী, ঢাকায় অবস্থিত।

বর্তমানকালের মহামারী নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম  চীনের হুবেই প্রদেশের উহান শহরে সূচনা হয়েছিল।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন;
32.

পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে?

Created: 6 months ago | Updated: 9 hours ago

পানামা খালটি উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক/আলাদা করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে রাখে। এই খালটি তাই এক অর্থে মহাদেশ দুটিকে আলাদা করে মহাসাগর দুটিকে যুক্ত করেছে। উল্লেখ্য, Panama Canal এর দৈর্ঘ্য ৮১ কিলোমিটার, প্রস্থ ৯১ মিটার এবং গভীরতা ১৪ মিটার। যুক্তরাষ্ট্র ১৯১৩ সালে এ খাল খনন করে। ৩১ ডিসেম্বর এটি পানামার নিকট হস্তান্তর করা হয়।

Related Sub Categories