একটি ঘরের দৈর্ঘ্য ১৫ মিটার, প্রস্থ ১২ মিটার এবং ঘরের চারপাশে ২ মিটার চওড়া একটি বারান্দা আছে। বারান্দাসহ ঘরের ক্ষেত্রফল কত?
দুটি সংখ্যার অনুপাত ১০ : ৯। উভয়ের সাথে ৩ যোগ করলে অনুপাতটি হয় ১১ : ১০। সংখ্যা দুইটি কি কি?
একটি দ্রব্য বিক্রয় করে উৎপাদনকারী, পাইকারী বিক্রেতা ও খুচরা বিক্রেতা প্রত্যেকে ২০% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ২১.৬০ টাকা হয় তবে তার উৎপাদন খরচ কত?
(y-1) (y+2) = (y+4) (y-2)
শতকরা ৬% মুনাফায় ৯৫০ টাকা ৮ বছরে যত মুনাফা হয় বার্ষিক ৭.৫০% হারে মুনাফায় কত টাকায় ১৯ বছরে তত মুনাফা হবে?