বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় || অফিস সহায়ক (27-11-2020) || 2020

All

এক কথায় প্রকাশ করুন:
1.

মৃতের মত অবস্থা যার

Created: 3 months ago | Updated: 5 days ago

মৃতের মত অবস্থা যার = মুমূর্ষু

Created: 3 months ago | Updated: 5 days ago

যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল

এক কথায় প্রকাশ করুন:
3.

যা অতি দীর্ঘ নয় 

Created: 3 months ago | Updated: 22 hours ago

যা অতি দীর্ঘ নয় = নাতিদীর্ঘ । 

বাক্য রচনা করুন:
4.

অর্ধচন্দ্র

Created: 3 months ago | Updated: 3 days ago

অর্ধচন্দ্ৰ (গলা ধাক্কা): ছেলেটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও ।

বাক্য রচনা করুন:
5.

আক্কেল সেলামি

Created: 3 months ago | Updated: 5 days ago

আক্কেল সেলামি (নির্বুদ্ধিতার দণ্ড): বিনা টিকেটে রেলগাড়িতে চড়ে আক্কেল সেলামি দিতে হলো ।

বাক্য রচনা করুন:
6.

শাপে বর

Created: 3 months ago | Updated: 3 days ago

শাপে বর (অনিষ্টে ইষ্ট লাভ): আমাকে ফেলে যাওয়ায় আমার রোজগার হলো হাজার টাকা- একেই বলে শাপে বর।

27.11.2020
বরাবর
চেয়ারম্যান
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
কুর্মিটোলা, ঢাকা

বিষয়ঃ তিনদিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন ।

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আগামী ০৫-১২-২০২০ তারিখে আমার দ্বিতীয় বোনের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমি একমাত্র বড় ভাই হিসেবে বিয়ের সকল দায়িত্ব ও কাজকর্ম আমাকেই দেখতে হচ্ছে। তাই আমাকে ০৪-১২-২০২০ তারিখ থেকে ০৬-১২-২০২০ পর্যন্ত তিন দিন ছুটি মঞ্জুর করলে বিয়ের অনুষ্ঠানটি আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে, উপরে বর্ণিত ৩ দিন ছুটি দিতে আপনার আজ্ঞা হয় ।

বিনীত নিবেদক
মোঃ হানজালা (১২৪৭২) 
অফিস সহায়ক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
কুর্মিটোলা, ঢাকা ।

Related Sub Categories