দেয়া আছে, ঘরের দৈর্ঘ্য = ১৫ মিটার ও প্রস্থ = ১২ মিটার
বারান্দাসহ ঘরের দৈর্ঘ্য = ১৯ মিটার
বারান্দাসহ ঘরের প্রস্থ = ১৬ মিটার
∴ বারান্দাসহ ঘরের ক্ষেত্রফল বর্গ মিটার = ৩০৪ বর্গ মিটার
দেওয়া আছে,
বৃত্তের সর্বাপেক্ষা বৃহৎ জ্যা – এর নাম কি?
বৃত্তের সর্বাপেক্ষা বৃহৎ জ্যা-এর নাম ব্যাস।
বর্গের ক্ষেত্রফল কয় বাহুর বর্গের সমান?
বর্গের ক্ষেত্রফল ১টি বাহুর বর্গের সমান (কারণ, একবাহু a হলে ক্ষেত্রফল হবে a বর্গ একক)।
চতুর্ভূজের কর্ণ কয়টি?
চতুর্ভূজের কর্ণ ২টি।