প্রথম ছাব্বিশটি মৌলিক সংখ্যা হল: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭, ১০১।
আমরা জানি, বর্গের চারটি বাহু-ই সমান ।
তাই একটি বাহু a হলে বাকি তিনটি বাহুও a-ই হবে।
∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য প্রস্থ = a a = a2 বর্গ একক
যদি কোন ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহু দুইটি পরস্পরের সমান হবে। (সত্য)
বৃত্তের কোন একটি নির্দিষ্ট বিন্দুতে একাধিক স্পর্শক অঙ্কন করা যায়।
বৃত্তের কোন একটি নির্দিষ্ট বিন্দুতে একাধিক স্পর্শক অঙ্কন করা যায়।
অপশন b) মিথ্যা ।
বৃত্তের একটি বিন্দুতে একাধিক স্পর্শক (Tangent) অঙ্কন করা যায় না।
ধরি, পিতার বয়স x বছর
∴ পুত্রের বয়স (x - ৩৯) বছর
প্রশ্নমতে, x + x – ৩৯ = ৮৭
⇒ ২x - ৩৯ = ৮৭
⇒ ২x=৮৭ + ৩৯ = ১২৬
∴
অর্থাৎ পিতার বয়স ৬৩ বছর।
∴ পুত্রের বয়স = ৮৭ - ৩৯ = ২৪ বছর।