সুরক্ষা সেবা বিভাগ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) || ক্যাশ সরকার (18-12-2020) || 2020

All

সকল বিষয়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত 'মুজিববর্ষ' উদযাপনের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এ উপলক্ষে বছরজুড়ে দেশ-বিদেশে ২৯৮টি আয়োজনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০১৮ সালের ৬ জুলাই আওয়ামী লীগের এক যৌথ সভায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে 'মুজিববর্ষ' উদযাপনের ঘোষণা দেন। সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর 'মুজিববর্ষ' উদযাপনের ঘোষণা দিয়ে উচ্চপর্যায়ের দুটি কমিটি গঠন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০২  সদস্যের জাতীয় উদযাপন কমিটি এবং জাতীয় অধ্যাপক ও নজরুল-গবেষক রফিকুল ইসলামের নেতৃত্বে ৬১ সদস্যের জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী জাতীয় কমিটির সদস্য সচিব এবং বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ গঠিত ‘মুজিববর্ষ' উদযাপন কমিটিতে দলীয় সভাপতি শেখ হাসিনাকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করা হয়েছে।

দেশের বাইরেও সাড়ম্বরে উদযাপিত হবে জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের আনন্দ আয়োজন। ইউনেস্কোও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনের ঘোষণা দিয়েছে। গত ২৫ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সংস্থার ৪০তম সাধারণ অধিবেশনে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়। ফলে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন আন্তর্জাতিক রূপ পেয়েছে।

গত শুক্রবার বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সারাদেশে শুরু হয়েছে জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা (কাউন্টডাউন) । প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশের প্রতিটি জেলা-উপজেলা ও বিপুল জনসমাগমের জায়গাগুলোতে এই ক্ষণগণনা শুরু হয়। এ জন্য সারাদেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি স্থান, বিভাগীয় শহর এবং ৫৩টি জেলা সদর ও দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ৮৩টি জায়গায় ক্ষণগণনার ঘড়ি বসানো হয়েছে ।

ড. কামাল আবদুল নাসের বলেন, মুজিববর্ষ উদযাপনে দেশের তৃণমূলের জনগণ থেকে শুরু করে সারাবিশ্বকে সম্পৃক্ত করা হবে। কেবল বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। সে অনুযায়ী পরিকল্পনা সাজানো হচ্ছে।

জমকালো উদ্বোধনঃ মুজিববর্ষের অনুষ্ঠানমালা শুরু হয় ১৭ মার্চ থেকে। ওই দিন সূর্যোদয়লগ্নে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর তোপধ্বনি ও বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ব্যক্তি ও কর্মজীবন নিয়ে হলোগ্রাফিক উপস্থাপনা ও থিম সং পরিবেশিত হবে। এ ছাড়া জন্মশতবার্ষিকীর বিভিন্ন স্মরণিকা ও স্মারক বক্তৃতা প্রকাশ এবং দেশি-বিদেশি শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।

নিচের বাগধারাগুলোর অর্থসহ একটি করে বাক্য রচনা করুনঃ
2.

শরতের শিশির

Created: 2 months ago | Updated: 2 weeks ago

শরতের শিশির (ক্ষণস্থায়ী): আমাদের বন্ধুত্ব কি শরতের শিশির, যে তোর বিপদের দিনে পালিয়ে থাকবো?

নিচের বাগধারাগুলোর অর্থসহ একটি করে বাক্য রচনা করুনঃ
3.

অকূল পাথার

Created: 2 months ago | Updated: 2 weeks ago

অকূল পাথার (ভীষণ বিপদ): অকূল পাথারে আল্লাহই একমাত্র ভরসা ।

নিচের বাগধারাগুলোর অর্থসহ একটি করে বাক্য রচনা করুনঃ
4.

আদায় কাঁচকলায়

Created: 2 months ago | Updated: 2 weeks ago

আদায় কাঁচকলায় (শত্রুতা): তার সঙ্গে আমার আদায় কাঁচকলায় সম্পর্ক, সে আমার শত্রু ।

নিচের বাগধারাগুলোর অর্থসহ একটি করে বাক্য রচনা করুনঃ
5.

আটকপালে

Created: 2 months ago | Updated: 3 weeks ago

আটকপালে (হতভাগ্য): ছেলেটা এতিম, আটকপালে।

নিচের বাগধারাগুলোর অর্থসহ একটি করে বাক্য রচনা করুনঃ
6.

ঘুঘু চড়ানো

Created: 2 months ago | Updated: 2 weeks ago

ঘুঘু চড়ানো (সর্বনাশ করা): তোমার ভিটায় ঘুঘু চরিয়ে তবে আমার শান্তি ।

Created: 2 months ago | Updated: 2 weeks ago

যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা ।

Created: 2 months ago | Updated: 3 weeks ago

যে অন্যের লেখা নিজের নামে চালায় = কুম্ভিলক।

বাক্য সংকোচন করুন
9.

কর্মে যার ক্লান্তি নাই

Created: 2 months ago | Updated: 2 weeks ago

কর্মে যার ক্লান্তি নাই = অক্লান্তকর্মী

বাক্য সংকোচন করুন
10.

মুক্তি পেতে ইচ্ছুক

Created: 2 months ago | Updated: 3 weeks ago

মুক্তি পেতে ইচ্ছুক = মুমুক্ষা ।

বাক্য সংকোচন করুন
11.

যার কিছুই নাই

Created: 2 months ago | Updated: 2 weeks ago

যার কিছুই নাই = হৃতসর্বস্ব।

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

গবাক্ষ

Created: 2 months ago | Updated: 3 weeks ago

গবাক্ষ = গো + অক্ষ ।

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

মনীষা

Created: 2 months ago | Updated: 2 weeks ago

মনীষা = মনস্ + ঈষা।

সন্ধি বিচ্ছেদ করুন:
14.

ণিজন্ত

Created: 2 months ago | Updated: 2 weeks ago

ণিজন্ত = ণিচ্ + অন্ত ।

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

শিরচ্ছেদ

Created: 2 months ago | Updated: 2 weeks ago

শিরশ্ছেদ = শিরঃ + ছেদ।

সন্ধি বিচ্ছেদ করুন:
16.

সংযোজন

Created: 2 months ago | Updated: 3 weeks ago

সংযোজন = সম্ + যোজন।

ব্যাসবাক্য সহ সমাস নিণয় করুন:
17.

বিষাদসিন্ধু

Created: 2 months ago | Updated: 3 weeks ago

বিষাদসিন্ধু = বিষাদ রূপ সিন্ধু (রূপক কর্মধারয়)।

ব্যাসবাক্য সহ সমাস নিণয় করুন:
18.

হাতে খড়ি

Created: 2 months ago | Updated: 3 weeks ago

হাতেখড়ি = হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে (বহুব্রীহি)।

ব্যাসবাক্য সহ সমাস নিণয় করুন:
19.

অলৌকিক

Created: 2 months ago | Updated: 3 weeks ago

অলৌকিক = ন লৌকিক (নঞ তৎপুরুষ সমাস)

ব্যাসবাক্য সহ সমাস নিণয় করুন:
20.

বহুব্রীহি

Created: 2 months ago | Updated: 2 weeks ago

বহুব্রীহি = বহু ব্রীহি (ধান) আছে যার (বহুব্রীহি)।

ব্যাসবাক্য সহ সমাস নিণয় করুন:
21.

হাসিমুখ 

Created: 2 months ago | Updated: 2 weeks ago

হাসিমুখ = হাসি মাখা মুখ (মধ্যপদলোপী কর্মধারায়)। 

শব্দগুলোর কারক ও বিভক্তি নির্নয় করুন:
22.

খুব এক ঘুম ঘুমিয়েছি

Created: 2 months ago | Updated: 3 weeks ago

খুব এক ঘুম ঘুমিয়েছি = কর্মে শূন্য বিভক্তি।

শব্দগুলোর কারক ও বিভক্তি নির্নয় করুন:
23.

পাগলে কী না বলে

Created: 2 months ago | Updated: 2 weeks ago

পাগলে কী না বলে = কর্তায় সপ্তমী বিভক্তি।

শব্দগুলোর কারক ও বিভক্তি নির্নয় করুন:
24.

আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?

Created: 2 months ago | Updated: 3 weeks ago

আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে? = অপাদানে সপ্তমী বিভক্তি ।

শব্দগুলোর কারক ও বিভক্তি নির্নয় করুন:
25.

সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় 

Created: 2 months ago | Updated: 3 weeks ago

সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় = অধিকরণে ৭মী

শব্দগুলোর কারক ও বিভক্তি নির্নয় করুন:
26.

চেষ্টায় সব হয় 

Created: 2 months ago | Updated: 2 weeks ago

চেষ্টায় সব হয় = করণে সপ্তমী বিভক্তি।

Created: 2 months ago | Updated: 2 weeks ago

A winter morning in Bangladesh

A winter morning is a cold morning of the winter season in the Bangladesh. Sometimes, it so dews. The environment is dull and dismal. It is covered with mist and fog. In winter morning nature oks gloomy and everything hazy in the Bangladesh. The sun seems to rise late. Children and old people suffer from the pinching cold of the morning. Dew drops fall at night, when the morning sun eps; they look like glittering pearls on grass and plants. Farmers go to the fields with their cows ploughs. Children and old people gather straw and make fire to warm themselves. Then people like to eat chira, muri, khai and various kinds of pithas. Besides date juice is very tasteful in the winter morning. People usually eat homemade cakes with date juice and sitting outside their homes oy the warmth of the early sun. Usually winter morning is comfortable for rich people. They en keep themselves under the quilt. They enjoy delicious foods and drinks. On the other hand the or people suffer from cold for want of warm cloths. Sometimes the dense fog in the winter hampers the movement of vehicles and accidents occur. However, morning fogs do not last so long. They disappear as the sun peeps up. The best time to visit Bangladesh is in the winter when the eather is dry and fresh. Yet tourists arriving in Bangladesh have been swelling in numbers day by day. They are visiting places like Cox Bazar, Teknaf, The Sundarbans Kuakata, Paharpur and Tetulia. The condition of birds and animals beggars description. They hid themselves from the biting cold outside. They feel happy to sea the rays of the sun. Dew drops make the nature charming when the ray of the morning sun falls on them. So winter morning is unpleasant for someone's and pleasant for the other. A winter morning has it's own variety and beauty. But the scene of the winter morning vanishes as the day advances.

Make sentence of the following idioms and phrases.
28.

Bag and baggage

Created: 2 months ago | Updated: 2 weeks ago

Bag and baggage ( তল্পিতল্পা): He left the place bag and baggage.

Make sentence of the following idioms and phrases.
29.

Child’s play

Created: 2 months ago | Updated: 3 weeks ago

Child's play (ছেলে খেলা): Tapping telephones is child's play.

Make sentence of the following idioms and phrases.
30.

Dead language

Created: 2 months ago | Updated: 2 weeks ago

Dead language (অপ্রচলিত ভাষা): Latin is now a dead language.

Make sentence of the following idioms and phrases.
31.

Gift of the gab

Created: 2 months ago | Updated: 1 day ago

Gift of the gab (বাকপটুতা; চাপায় জোর থাকা): My friend had the gift of the gab and gradually defused the situation.

Make sentence of the following idioms and phrases.
32.

Keep pave with

Created: 2 months ago | Updated: 3 weeks ago

Keep pace with (পাল্লা দিয়ে চলা): It's becoming increasingly difficult for a layman to keep pace with the development in modern science.

Fill up the following sentences with appropriate preposition:
33.

we regard ____him to consider it.

Created: 2 months ago | Updated: 2 weeks ago

We urged on him to consider it.  বাক্যের অর্থঃ বিষয়টি বিবেচনার জন্য তাকে আমরা জোর সুপারিশ করেছিলাম ।

Fill up the following sentences with appropriate preposition:
34.

Do not quarrel____ this issue

Created: 2 months ago | Updated: 3 weeks ago

Do not quarrel over this issue. বাক্যের অর্থঃ বিষয়টি নিয়ে ঝগড়া করো না ।

Fill up the following sentences with appropriate preposition:
35.

Water is changed ___vapor

Created: 2 months ago | Updated: 2 weeks ago

Water is changed into vapour. বাক্যের অর্থঃ পানি বাষ্পে পরিণত হয়।

Fill up the following sentences with appropriate preposition:
36.

We were horrified ____water we saw.

Created: 2 months ago | Updated: 3 weeks ago

We were horrified by what we saw.  বাক্যের অর্থঃ যা দেখে আমরা আতঙ্কগ্রস্ত হয়েছিলাম।

Fill up the following sentences with appropriate preposition:
37.

He has no ambition ____ worldly things. 

Created: 2 months ago | Updated: 3 weeks ago

He has no ambition for worldly things. বাক্যের অর্থঃ পার্থিব বিষয়ের প্রতি তার কোনো আগ্রহ নেই।

Make the correct sentence of the following
38.

The rich is not always happy

Created: 2 months ago | Updated: 2 weeks ago

The rich is not always happy.

= The rich are not always happy. বাক্যের অর্থঃ ধনীরা সর্বদা সুখী হয় না।

Created: 2 months ago | Updated: 2 weeks ago

The Headmaster and the Secretary of our school was present.

= The Headmaster and the Secretary of our school were present.
বাক্যের অর্থঃ আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সচিব উপস্থিত ছিলেন।

Make the correct sentence of the following
40.

You as well as I was present

Created: 2 months ago | Updated: 2 weeks ago

You as well as I was present.

= You as well as I were present. বাক্যের অর্থঃ তোমার সাথে আমিও উপস্থিত ছিলাম।

Make the correct sentence of the following
41.

Fifty mils are a long distance

Created: 2 months ago | Updated: 3 weeks ago

Fifty miles are a long distance.

= Fifty miles is a long distance. বাক্যের অর্থঃ ৫০ মাইল একটি দীর্ঘ দূরত্ব।

Make the correct sentence of the following
42.

The man stole my bad who was tall

Created: 2 months ago | Updated: 3 weeks ago

The man stole my bag who was tall.

= The man who stole my bag was tall. বাক্যের অর্থঃ যে লোকটি আমার ব্যাগ চুরি করেছিল সে লম্বা ছিল।

Write the plural form of the following words.
43.

Addendum

Created: 2 months ago | Updated: 3 weeks ago

Addendum (সংযোজন) = Addenda

Write the plural form of the following words.
44.

Deer

Created: 2 months ago | Updated: 2 weeks ago

Deer (হরিণ) = Deer

Write the plural form of the following words.
45.

Hoof

Created: 2 months ago | Updated: 3 weeks ago

Hoof (খুর) = Hooves.

Write the plural form of the following words.
46.

Syllabus

Created: 2 months ago | Updated: 3 weeks ago

Syllabus (সিলেবাস) = Syllabi 

Write the plural form of the following words.
47.

Hypothesis

Created: 2 months ago | Updated: 2 weeks ago

Hypothesis (হাইপোথেসিস ) = Hypotheses.

Human beings conquered the distance on earth by discovering wheel. They endeavored further Then on December 17,1903, the Write brothers in America made the first experiment of flying a plane. I n the experiment, a machine carried a and and rose above by its won power. The machines was called ` aka’ airplane. It flew naturally in a smooth speed , and finally landed without damage.

= চাকার আবিষ্কার করে মানুষ দূরত্বকে জয় করেছে। পরবর্তীতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকলো। এরপর ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় সর্বপ্রথম প্লেনে আকাশে উড়ার পরীক্ষা চালালো। এই পরীক্ষায় একটি মেশিনের পাখার সাহায্যে একজন মানুষ কিছুটা উপরে উঠেছিল। মেশিনটির নাম ছিল ‘আকা বিমান'। এটি প্রাকৃতিকভাবে  উড়ছিল এবং অবশেষে কোনোরূপ ক্ষতি ছাড়াই ভূমিতে নেমেছিল ।

Created: 2 months ago | Updated: 22 hours ago

ধরি, প্রস্থ x মিটার এবং দৈর্ঘ্য ২x মিটার

প্রশ্নমতে, x × x = 

x=  x =  =  x =  = 

অর্থাৎ প্রস্থ ১৬ মিটার

দৈর্ঘ্য  =  ×  =  মিটার

অতএব, পরিসীমা ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ( + ) =  ×  =  মিটার ।

 

১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো = ২, ৩, ৫ এবং ৭ (মোট ৪টি)।

সঠিক উত্তর দিন:
53.

১ ইঞ্চি = কত সে.মি. ?

Created: 2 months ago | Updated: 3 days ago

১ ইঞ্চি =  ২.৫৪ সেন্টিমিটার।

Created: 2 months ago | Updated: 4 days ago

ত্রিভুজের তিন কোণের সমষ্টি  ১৮০°

যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে ।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম রাষ্ট্রপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারী কর্মকমিশন গঠন করা হয়েছে।

Created: 2 months ago | Updated: 2 weeks ago

পানিপথের প্রথম যুদ্ধ হয় ১৫২৬ খ্রিষ্টাব্দে। সম্রাট বাবর ও দিল্লির সুলতান ইব্রাহিম লোদীর সঙ্গে। এই যুদ্ধে মুঘলরা বিজয়ী হয় । আর বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যের একটি স্থানের নাম ছিলো পানিপথ । এই পানিপথে তিনটি যুদ্ধ হয়।

যুক্তরাজ্যে প্রথম Covid-19 এর টিকা গ্রহণকারীর ব্যক্তি হলেন মার্কারেট কিনান। আর ভ্যাকসিনটি তৈরির দায়িত্বে ছিলো ফাইজার-বায়োএনটেক ফার্মা। উল্লেখ্য, যুক্তরাজ্যের উদ্ভাবিত ভ্যাকসিনটি বাংলাদেশে প্রয়োগ করতে দায়িত্ব দেয়া হয় বেক্সিমকো ফার্মা লিমিটেড কোম্পানিকে।

Created: 2 months ago | Updated: 2 weeks ago

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১৯৭২ সালের ১০ জানুয়ারি। উল্লেখ্য, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার হতে ৮ জানুয়ারি ১৯৭২ সালে মুক্তি লাভ করেন এবং ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে আসেন।

Created: 2 months ago | Updated: 3 weeks ago

সঞ্চয়িতা' (১৯৩১) কাব্যগ্রন্থের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 'সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বাপেক্ষা জনপ্রিয় সংকলিত গ্রন্থ ।

Created: 2 months ago | Updated: 2 weeks ago

বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান।

Created: 2 months ago | Updated: 2 weeks ago

কবি কায়কোবাদের আসল নাম কাজেম আল কোরেশী। উল্লেখ্য, কায়কোবাদকে নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক ১৯৩২-এ 'কাব্যভূষণ', 'বিদ্যাভূষণ' এবং 'সাহিত্যরত্ন' উপাধিগুলো দেয়া হয়। তাঁর কাব্যগ্রন্থগুলোঃ কুসুমকানন, শিবমন্দির অমিয়ধারা ইত্যাদি।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ৯ ডিসেম্বর, ১৮৮০ সালে পায়রাবন্দ গ্রাম, রংপুরে জন্মগ্রহণ করেন এবং তিনি ৯ ডিসেম্বর ১৯৩২ সালে মৃত্যুবরণ করেন।

Created: 2 months ago | Updated: 2 weeks ago

১৯১৭ সালের মার্চ মাসে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে সৈয়দ নওয়াব আলী চৌধুরী সরকারের কাছে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বিল পাশের আহ্বান জানান। ১৯২০ সালের ২৩ মার্চ গভর্ণর জেনারেল এ বিলে সম্মতি দেন। এ আইনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ভিত্তি। এই আইনের বাস্তবায়নের ফলাফল হিসেবে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করে। তিনটি অনুষদ (কলা, বিজ্ঞান ও আইন) ও ১২টি বিভাগ নিয়ে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এর যাত্রা শুরু হয়।

Created: 2 months ago | Updated: 3 weeks ago

পদ্মা নদীর উপর নির্মীয়মাণ সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। উল্লেখ্য, পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি (প্রথম স্প্যানটি বসানো হয় ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের উপরে আর ৪১তম বা সর্বশেষ স্প্যানটি বসানো হয় ১০ ডিসেম্বর ২০২০ সালে ১২ ও ১৩ নম্বর পিলারের উপরে) এবং ৪২টি পাইল । মোট ৪১ টি স্প্যান বসানো হয় ১,১৬৮ দিনে। রোডওয়ে স্যাব বসানো হবে ২,৯১৭টি আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২,৯৫৯টি।

সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার। খুলনা , সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন

১৯৭১ খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের সময় বৈদ্যনাথতলা ৮ নম্বর সেক্টরের আওতায় ছিল ।

Created: 2 months ago | Updated: 2 weeks ago

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২টি বিভাগ রয়েছে। এ দুটি হলোঃ জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগ। উল্লেখ্য, জননিরাপত্তা বিভাগের অধীনে রয়েছেঃ বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন ।

আর সুরক্ষা সেবা বিভাগের অধীনে রয়েছেঃ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

‘মুজিববর্ষ' ঘোষণা করা হয়েছে ১৭ মার্চ ২০২০ সাল থেকে ১৬ ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত।

Created: 2 months ago | Updated: 2 weeks ago

প্রাগৈতিহাসিক' গল্পের লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, 'প্রাগৈতিহাসিক' (১৯৩৭) গল্পের পাত্র-পাত্রী হলো 'ভিখু ও পার্টি'। তাঁর রচিত অন্যান্য গল্পসমূহঃ অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫), মিহি ও মোটা কাহিনী (১৯৩৮) সরীসৃপ (১৯৩৯), বৌ (১৯৪৩), সমুদ্রের স্বাদ (১৯৪৩) ইত্যাদি।

পূর্নরূপ লিখুন:
72.

OIC

Created: 2 months ago | Updated: 3 days ago

OIC এর পূর্ণরূপ Organization of Islamic Cooperation.

পূর্নরূপ লিখুন:
73.

SAARC

Created: 2 months ago | Updated: 4 days ago

SAARC এর পূর্ণরূপ South Asian Association for Regional Cooperation.

পূর্নরূপ লিখুন:
74.

 SARS

Created: 2 months ago | Updated: 1 day ago

SARS এর পূর্ণরূপ Severe Acute Respiratory Syndrome.

Related Sub Categories