বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম সংবিধানের অনুযায়ী লিখুন।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম রাষ্ট্রপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী সরকারী কর্মকমিশন গঠন করা হয়েছে?
সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারী কর্মকমিশন গঠন করা হয়েছে।
পানিপথের প্রথম যুদ্ধ হয় কার কার মধ্যে?
পানিপথের প্রথম যুদ্ধ হয় ১৫২৬ খ্রিষ্টাব্দে। সম্রাট বাবর ও দিল্লির সুলতান ইব্রাহিম লোদীর সঙ্গে। এই যুদ্ধে মুঘলরা বিজয়ী হয় । আর বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যের একটি স্থানের নাম ছিলো পানিপথ । এই পানিপথে তিনটি যুদ্ধ হয়।
যুক্তরাজ্যে প্রথম COVID-19 এর টিকা গ্রহণকারীর নাম লিখুন।
যুক্তরাজ্যে প্রথম Covid-19 এর টিকা গ্রহণকারীর ব্যক্তি হলেন মার্কারেট কিনান। আর ভ্যাকসিনটি তৈরির দায়িত্বে ছিলো ফাইজার-বায়োএনটেক ফার্মা। উল্লেখ্য, যুক্তরাজ্যের উদ্ভাবিত ভ্যাকসিনটি বাংলাদেশে প্রয়োগ করতে দায়িত্ব দেয়া হয় বেক্সিমকো ফার্মা লিমিটেড কোম্পানিকে।
বঙ্গবন্ধু কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১৯৭২ সালের ১০ জানুয়ারি। উল্লেখ্য, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার হতে ৮ জানুয়ারি ১৯৭২ সালে মুক্তি লাভ করেন এবং ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে আসেন।
‘সঞ্চয়িতা’ কাব্যগ্রন্থের লেখক কে?
সঞ্চয়িতা' (১৯৩১) কাব্যগ্রন্থের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 'সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বাপেক্ষা জনপ্রিয় সংকলিত গ্রন্থ ।
বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান।
কবি কায়কোবাদের আসল নাম কি?
কবি কায়কোবাদের আসল নাম কাজেম আল কোরেশী। উল্লেখ্য, কায়কোবাদকে নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক ১৯৩২-এ 'কাব্যভূষণ', 'বিদ্যাভূষণ' এবং 'সাহিত্যরত্ন' উপাধিগুলো দেয়া হয়। তাঁর কাব্যগ্রন্থগুলোঃ কুসুমকানন, শিবমন্দির অমিয়ধারা ইত্যাদি।
বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিন তারিখ ও সালসহ লিখুন
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ৯ ডিসেম্বর, ১৮৮০ সালে পায়রাবন্দ গ্রাম, রংপুরে জন্মগ্রহণ করেন এবং তিনি ৯ ডিসেম্বর ১৯৩২ সালে মৃত্যুবরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
১৯১৭ সালের মার্চ মাসে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে সৈয়দ নওয়াব আলী চৌধুরী সরকারের কাছে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বিল পাশের আহ্বান জানান। ১৯২০ সালের ২৩ মার্চ গভর্ণর জেনারেল এ বিলে সম্মতি দেন। এ আইনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ভিত্তি। এই আইনের বাস্তবায়নের ফলাফল হিসেবে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করে। তিনটি অনুষদ (কলা, বিজ্ঞান ও আইন) ও ১২টি বিভাগ নিয়ে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এর যাত্রা শুরু হয়।
পদ্মা সেতুর নদীর উপর দৈর্ঘ্য কত কিলেমিটার?
পদ্মা নদীর উপর নির্মীয়মাণ সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। উল্লেখ্য, পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি (প্রথম স্প্যানটি বসানো হয় ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের উপরে আর ৪১তম বা সর্বশেষ স্প্যানটি বসানো হয় ১০ ডিসেম্বর ২০২০ সালে ১২ ও ১৩ নম্বর পিলারের উপরে) এবং ৪২টি পাইল । মোট ৪১ টি স্প্যান বসানো হয় ১,১৬৮ দিনে। রোডওয়ে স্যাব বসানো হবে ২,৯১৭টি আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২,৯৫৯টি।
সুন্দরবন বাংলাদেশ অংশের আয়তন কত বর্গকিলোমিটার?
সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার। খুলনা , সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন।
১৯৭১ খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের সময় বৈদ্যনাথতলা ৮ নম্বর সেক্টরের আওতায় ছিল ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়টি বিভাগ ও কি কি?
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২টি বিভাগ রয়েছে। এ দুটি হলোঃ জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগ। উল্লেখ্য, জননিরাপত্তা বিভাগের অধীনে রয়েছেঃ বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন ।
আর সুরক্ষা সেবা বিভাগের অধীনে রয়েছেঃ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
‘মুজিববর্ষ' ঘোষণা করা হয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত?
‘মুজিববর্ষ' ঘোষণা করা হয়েছে ১৭ মার্চ ২০২০ সাল থেকে ১৬ ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত।
‘প্রাগৈতিহাসিক গল্পের লেখকের নাম কি?
প্রাগৈতিহাসিক' গল্পের লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, 'প্রাগৈতিহাসিক' (১৯৩৭) গল্পের পাত্র-পাত্রী হলো 'ভিখু ও পার্টি'। তাঁর রচিত অন্যান্য গল্পসমূহঃ অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫), মিহি ও মোটা কাহিনী (১৯৩৮) সরীসৃপ (১৯৩৯), বৌ (১৯৪৩), সমুদ্রের স্বাদ (১৯৪৩) ইত্যাদি।
OIC
OIC এর পূর্ণরূপ Organization of Islamic Cooperation.
SAARC
SAARC এর পূর্ণরূপ South Asian Association for Regional Cooperation.
SARS
SARS এর পূর্ণরূপ Severe Acute Respiratory Syndrome.