স্বাস্থ্য অধিদপ্তর || মেডিকেল টেকনিশিয়ান (এ্যানেসথেসিয়া) (18-12-2020) || 2020

All

সকল বিষয়

বাংলা বর্ণমালায় উম্মবর্ণ ৪টি। এগুলো হলোঃ 'শ, ষ, স, হ'। উল্লেখ্য, শ, ষ, স, হ' এই চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি। তাই এগুলোকে বলা হয় ঘর্ষণজাত ধ্বনি বা উষ্মধ্বনি বা শিশধ্বনি বা উষ্মবর্ণ বলে। ঘর্ষণজাত ব্যঞ্জন দুইটি (শ্ এবং হ্)। যেমনঃ দাশ, হাট ইত্যাদি। আর উচ্চারণস্থান অনুযায়ী ঘর্ষণজাত ধ্বনিগুলোকে এভাবে দেখানো যায়ঃ পশ্চাৎ দন্তমূলীয় (শ) এবং কণ্ঠনালীয় (হ্)।

হ্ন ও ব্লু যুক্তব্যঞ্জনের মধ্যে পার্থক্য হলোঃ ন (হ্ন) এবং ণ (হ)।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
3.

শুদ্ধোদন

Created: 3 months ago | Updated: 3 days ago

শুদ্ধোদন = শুদ্ধ + ওদন।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
4.

ন্যূন

Created: 3 months ago | Updated: 3 days ago

ন্যূন = নি + ঊন।

Created: 3 months ago | Updated: 3 days ago

বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে । যেমনঃ হাত, বই, কলম ইত্যাদি

অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। উল্লেখ্য, ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ ‘এ’, 'য়', ‘তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয় ।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
7.

যথাবিধি

Created: 3 months ago | Updated: 6 days ago

যথাবিধি = বিধিকে অতিক্রম না করে (অব্যয়ীভাব সমাস)।

দুইটি করে সমার্থক শব্দ লিখুন
8.

শিখণ্ডী

Created: 3 months ago | Updated: 2 days ago

শিখণ্ডী  = ময়ূর; কলাপী ।

দুইটি করে সমার্থক শব্দ লিখুন
9.

নীলাম্বু

Created: 3 months ago | Updated: 3 days ago

নীলাম্বু = সমুদ্র; সাগর।

মুমূর্ষু রোগীকে শুশ্রুসা কর ।

= মুমূর্ষু রোগীকে শুশ্রূষা কর।

অর্থসহ বাক্য রচনা করুন
11.

হাঁটুর বয়স

Created: 3 months ago | Updated: 3 days ago

হাঁটুর বয়স (নিতান্ত শিশু): বুড়ো হয়ে হাঁটুর বয়সের মানুষের সাথে ঝগড়া মানায় না । 

অর্থসহ বাক্য রচনা করুন
12.

শ্রীঘর

Created: 3 months ago | Updated: 6 days ago

শ্রীঘর (জেলখানা): বিনা টিকেটে রেলভ্রমণ করতে গিয়ে সে শ্রীঘরে গেল ।

এক কথায় প্রকাশ করুনঃ
13.

বাতাসে চরে যে

Created: 3 months ago | Updated: 5 days ago

বাতাসে চরে যে = কপোত ।

এক কথায় প্রকাশ করুনঃ
14.

আকাশ ও পৃথিবী

Created: 3 months ago | Updated: 5 days ago

আকাশ ও পৃথিবী = ক্রন্দসী ।

Created: 3 months ago | Updated: 3 days ago

'চর্যাপদ' হলো গানের সংকলন। উল্লেখ্য, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে চর্যাপদ আবিষ্কার করেন। এটি হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় ১৯১৬ সালে 'হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।

শেরেবাংলা থেকে বঙ্গবন্ধু' (১৯৭২) গ্রন্থটি লিখেছেন আবুল মনসুর আহমদ। এটি একটি রাজনীতিবিষয়ক গ্রন্থ। তাঁর রচিত আরেকটি রাজনীতিবিষয়ক গ্রন্থ হলো আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)।

হাজার বছর ধরে' (১৩৭১) গ্রন্থটি লিখেছেন জহির রায়হান। এটি একটি উপন্যাস। তাঁর রচিত অন্যান্য উপন্যাসগুলোঃ তৃষ্ণা (১৩৬২), শেষ বিকেলের মেয়ে (১৩৬৭), আরেক ফাল্গুন (১৩৭৫), বরফ গলা নদী (১৩৭৬), আর কত দিন (১৩৭৭) ও কয়েকটি মৃত্যু (১৩৮২)।

বিপরীত শব্দ লিখুন ৷
17.

ঢেংগা

Created: 3 months ago | Updated: 3 days ago

ঢেংগা = খাটো ।

বিপরীত শব্দ লিখুন ৷
18.

গঞ্জনা

Created: 3 months ago | Updated: 4 days ago

গঞ্জনা = বন্দনা ।

Fill in the gaps with appropriate preposition/article:
19.

We want prevention _____ cure.

Created: 3 months ago | Updated: 3 days ago

We want prevention than cure. বাক্যের অর্থঃ আমরা প্রতিকারের চেয়ে প্রতিরোধ চাই।

Fill in the gaps with appropriate preposition/article:
20.

Give me all ____ this pen.

Created: 3 months ago | Updated: 5 days ago

Give me all of this pen. 
বাক্যের অর্থঃ এই কলমগুলোর সবগুলোই আমাকে দাও।

Fill in the gaps with appropriate preposition/article:
21.

We could not go out ____ rain.

Created: 3 months ago | Updated: 1 day ago

We could not go out due to rain.  বাক্যের অর্থঃ বৃষ্টির কারণে আমরা বাইরে যেতে পারিনি।

Fill in the gaps with appropriate preposition/article:
22.

I have ___ few friends.

Created: 3 months ago | Updated: 1 day ago

I have a few friends. 
বাক্যের অর্থঃ আমার অল্প কিছু বন্ধু আছে।

Fill in the gaps with appropriate preposition/article:
23.

He is ____ FRCS.

Created: 3 months ago | Updated: 3 days ago

He is an FRCS. 
বাক্যের অর্থঃ তিনি একজন FRCS.

Correct the sentences:
24.

You had better gone there.

Created: 3 months ago | Updated: 3 days ago

You had better gone there.

= You had better go there. বাক্যের অর্থঃ তোমার বরং বাড়ি যাওয়াই ভালো ।

Correct the sentences:
25.

We worked hard passing.

Created: 3 months ago | Updated: 4 days ago

We worked hard passing.

= We worked hard. বাক্যের অর্থঃ আমরা কঠোর পরিশ্রম করেছিলাম।

Correct the sentences:
26.

I have my rice cook.

Created: 3 months ago | Updated: 3 days ago

I have my rice cook.

= I have my rice cooked. বাক্যের অর্থঃ আমি আমার ভাত রাধিয়েছি।

Correct the sentences:
27.

I like my son.

Created: 3 months ago | Updated: 3 days ago

I like my son.

= I love my son. বাক্যের অর্থঃ আমার সন্তানকে আমি ভালোবাসি ।

Correct the sentences:
28.

I forbid him not to go.

Created: 3 months ago | Updated: 5 days ago

I forbid him not to go.

= I forbid him to go. বাক্যের অর্থঃ আমি তাকে যেতে বারণ করি।

Identify the Parts of Speech of the underlined words:
29.

We felt very tired.

Created: 3 months ago | Updated: 5 days ago

We felt very tired. (adjective) বাক্যের অর্থঃ আমরা খুবই ক্লান্ত বোধ করেছিলাম ।

Identify the Parts of Speech of the underlined words:
30.

A barking dog seldom bites. 

Created: 3 months ago | Updated: 1 day ago

A barking dog seldom bites. (verb & adjective) (Participle) বাক্যের অর্থঃ অসারের তর্জন গর্জনই সার ।

Identify the Parts of Speech of the underlined words:
31.

The boy writes well.

Created: 3 months ago | Updated: 3 days ago

The boy writes well. (adverb) বাক্যের অর্থঃ ছেলেটি লেখে ভালো ।

Identify the Parts of Speech of the underlined words:
32.

He is poor but honest. 

Created: 3 months ago | Updated: 4 days ago

He is poor but honest. (conjunction) বাক্যের অর্থঃ সে গরীব হলেও সৎ।

Identify the Parts of Speech of the underlined words:
33.

The doctor is a friend of mine

Created: 3 months ago | Updated: 3 days ago

The doctor is a friend of mine. (possessive pronoun) বাক্যের অর্থঃ ডাক্তার আমারই বন্ধু।

Created: 3 months ago | Updated: 4 days ago

ট্রেনটি সময়মত চলছে। 

= The train goes on time.

Created: 3 months ago | Updated: 3 days ago

তাকে বসার জায়গা দাও। 

= Give a space to sit him.

Created: 3 months ago | Updated: 5 days ago

তুমি আসলে আমি যাব 

= If you come I will go.

Created: 3 months ago | Updated: 3 days ago

মেঘ কেটে গেল। 

= The cloud was cleared off.

Created: 3 months ago | Updated: 3 days ago

সে হাসতে হাসতে ঘরে ঢুকল। 

= He entered the room laughing.

ধরি, বাগানের প্রস্থ x ফুট এবং দৈর্ঘ্য ৩x ফুট

এখানে, পাথরের সাইজ হলো ১.৫ বর্গফুট

∴ বাগানের ক্ষেত্রফল = . × . × , = , বর্গফুট

প্রশ্নমতে, x = ,

x= , = ,  x =  =  = 

অতএব, বাগানের প্রস্থ ৩৯ ফুট

∴ বাগানের দৈর্ঘ্য =  ×  =  ফুট।

অতএব, বাগানের পরিসীমা =  ( + ) =  ×  =  ফুট (উত্তর)

ধরি, একক স্থানীয় অঙ্ক x

এবং দশক স্থানীয় অঙ্ক  y.

∴ সংখ্যাটি (১০y + x)

প্রশ্নমতে, x - y = ৩  …………………. (i)

⇒ ১০y + x = ৩(x + y) +৪ ........(ii)

সমীকরণ (i) নং হতে পাই, x - y = ৩

⇒ x = y + ৩ …………(iii)

এখন সমীকরণ (ii) নং এ x এর মান বসিয়ে পাই

y + x = (x + y) +   y + x = x + y +   y - y - x - x =  y - x =   y -  y +  =   y -y - =    y -y = +  y =   y =  = 

এখন y এর মান (iii) নং সমীকরণে বসাই

∴ x= y + ৩ = ২ + ৩ = ৫

অতএব সংখ্যাটি = y + x = ( × ) +  =  +  = 

Created: 3 months ago | Updated: 1 day ago

এখানে, x + 1x2 = x2 + 2 × x × 1x + 1x2

=x2 + 1x2 + 2 = 3+ 2 [ মান বসিয়ে]

= 5

Created: 3 months ago | Updated: 1 day ago

দেওয়া আছে, x2 - 1x23 = x + 1x x - 1x3

এখানে x + 1x2 = 5 বলে

 x + 1x = 5 হবে

আবার আমরা জানি, x - 1x2 = x2 + 1x2 - 2 × x + 1x = 3-2 = 1

 x - 1x = 1 = 1

অতএব, x + 1x x - 1x3= 5 × 13 = 53 = 55 answer

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে CPU.

ফেনী জেলার পরশুরামে অবস্থিত ‘মুহুরীর চর'।

১৯৭৪ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের অধিকাংশ রাষ্ট্র ও জাতিসংঘসহ প্রায় সকল আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করে। সাধারণ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালের বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে যোগদান করে ৷

১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহীম লোদীকে পরাজিত করে জহিরুদ্দিন মুহাম্মদ বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন ।

চা পাতায় ভিটামিন 'বি-কমপ্লেক্স' থাকে। আর চা-এ Tannic এসিড বিদ্যমান। উল্লেখ্য, ভিটামিন 'বি-কমপ্লেক্স' থাকেঃ চা পাতা, বৃষ্টির পানিতে থাকে। ভিটামিন 'ই' থাকেঃ শাকসবজি, তৈলবীজ, হাঙ্গর মাছের যকৃতের তেল ইত্যাদি ভিটামিন ‘কে’। যকৃতে এই ভিটামিন পাওয়া যায় । সবুজ শাকসবজি, দুগ্ধজাত দ্রব্য ভিটামিন ‘কে’ এর অন্যতম উৎস। 

বর্তমানে রয়টার্স এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। রয়টার্স (Reuters) লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা ২ নম্বর সেক্টরের অধীনে ছিল। উল্লেখ্য, ঢাকা ছাড়াও যে জেলাগুলো ২ নম্বর সেক্টরের অধীনে ছিলোঃ নোয়াখালী, কুমিলা, আখাউড়া, ভৈরব, ফরিদপুর জেলার অংশবিশেষ। আগরতলার ২০ মাইল দক্ষিণে ছিল এ সেক্টরের সদরদপ্তর।

সেতারা বেগম ৪নং সেক্টর যুদ্ধ করেন। বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা দুই জন। এরা হলেন ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামন বিবি (১১নং সেক্টরে যুদ্ধ করেন)। এই দুইজনের মধ্যে ক্যাপ্টেন সেতারা বেগমকে আগে খেতাব প্রদান করা হয়।

নদ / নদীমেঘনাব্রহ্মপুত্র নদগোমতীকর্ণফুলী
বিষয়প্রশস্ততম নদী, দীর্ঘতম নদী, বৃহত্তম নদী, নাব্য নদীদীর্ঘতম অতিক্রমকারী নদ, দীর্ঘতম নদকুমিল্লার দুঃখখরস্রোতা নদী

পূর্ণরূপ লিখুন:
53.

BGMEA

Created: 3 months ago | Updated: 12 hours ago

BGMEA এর পূর্ণরূপ  Bangladesh Garment Manufacturers and Exports Association.

পূর্ণরূপ লিখুন:
54.

NATO

Created: 3 months ago | Updated: 1 day ago

NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization.

পূর্ণরূপ লিখুন।
55.

BSMMU

Created: 3 months ago | Updated: 21 hours ago

BSMMU এর পূর্ণরূপ Bangabandhu Sheikh Mujib Medical University,

পূর্ণরূপ লিখুন।
56.

DA

Created: 3 months ago | Updated: 5 days ago

DA এর পূর্ণরূপ Diploma in Anaesthetics.

Created: 3 months ago | Updated: 1 day ago

গ্রীন হাউস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিস রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস ১৮৯৬ সালে। পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রতিক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে। গ্রীন হাউস হলো কাঁচের তৈরি ঘর যার ভেতর গাছপালা লাগানো হয়। শীতপ্রধান দেশে তীব্র ঠাণ্ডার হাত থেকে গাছপালাকে রক্ষার জন্য গ্রীন হাউস তৈরি করা হয়। গ্রীন হাউস ইফেক্ট বলতে মূলত তাপ আটকে রেখে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধিকে বুঝায়। এর ফলে উত্তাপ অনেক বেড়ে যাবে যাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে ।

এটি সংবিধানের তৃতীয় ভাগ (মৌলিক অধিকার) এর ২৭নং অনুচ্ছেদে বর্ণিত আছে ।

অস্ত্রোপাচারের আগে অজ্ঞান করাকে সাধারণত এনেসথেসিয়া বলা হয়। এনেসথেয়িার নির্দিষ্ট কোন প্রকারভেদ নেই, তবে যে সব এনেসথেসিয়ার ব্যবহার হয়ে আসছে সেগুলো হলোঃ জেনারেল এনেসথেসিয়া, রিজনাল এনেসথিসিয়া, সিডেইশন এনেসথেসিয়া, সারফেজ এনেসথেসিয়া ইত্যাদি।

রোগীর বিভিন্ন অপারেশনের জন্য এনেসথিসিয়ার প্রয়োজন হয়। তবে কোন কোন রোগীকে এনেসথিসিয়া করা যাবে এবং কোন ধরনের এনেসথিসিয়া করা হবে তা রোগীর রোগের ইতিহাস পর্যবেক্ষণের উপর নির্ভর করে। রোগীর কিডনি, হৃদযন্ত্র, মস্তিষ্ক, ফুসফুস ঠিকমতো কাজ করছে কিনা, এছাড়াও দেখা হয় রক্তচাপ, ডায়বেটিকস এবং স্ট্রোক ইত্যাদি । রোগের ইতিহাস জেনে এনেসথিসিয়া ঝুঁকিটা বেশি না কম তা বোঝার চেষ্টা করা হয়। যেহেতু ঝুঁকির মাত্রার উপর এনেসথিসিয়া করা হয় তাই এনেসথিসিয়া করার আগে রোগীর রোগের ইতিহাসের প্রমাণ আবশ্যক ।

মানুষের জিহ্বা ঐচ্ছিক পেশি দ্বারা গঠিত । জিহ্বা হলো মুখের একটি পেশিবহুল অঙ্গ, যা স্বাদের অনুভূতি যোগায় এবং লালার সংস্পর্শে খাবার নরম করে গিলতে সাহায্য করে। স্বাদের অনুভূতি যোগায় বলে একে স্বাদেন্দ্রিয়ও বলা হয়। এর উপরের অংশ কর্কশ এবং নিচের পৃষ্ঠ অর্থাৎ তলদেশ মসৃণ। আমাদের জিহ্বায় প্রায় ১০,০০০ গুটিকা বা স্বাদকোরক থাকে, এর মধ্যে স্বাদগ্রহী কোষ ও ধারক কোষ থাকে ।

করোনা মহামারীর বিস্তার রোধে যেসকল স্বাস্থ্যবিধি মেনে চলা উচিতঃ

  • মাঝে মাঝে সাবান-পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া।
  • হাত না ধুয়ে মুখ, চোখ ও নাক স্পর্শ না করা। হাঁচি কাশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা ।
  • ঠাণ্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সাথে না মেশা । 
  • মাংস ও ডিম খুব ভালোভাবে রান্না করা।
  • বন্য জীবজন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা। 
  • মুখে মাস্ক ব্যবহার করা ।

Related Sub Categories