স্বাস্থ্য অধিদপ্তর || মেডিকেল টেকনিশিয়ান (এ্যানেসথেসিয়া) (18-12-2020) || 2020

All

Created: 3 months ago | Updated: 1 day ago

গ্রীন হাউস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিস রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস ১৮৯৬ সালে। পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রতিক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে। গ্রীন হাউস হলো কাঁচের তৈরি ঘর যার ভেতর গাছপালা লাগানো হয়। শীতপ্রধান দেশে তীব্র ঠাণ্ডার হাত থেকে গাছপালাকে রক্ষার জন্য গ্রীন হাউস তৈরি করা হয়। গ্রীন হাউস ইফেক্ট বলতে মূলত তাপ আটকে রেখে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধিকে বুঝায়। এর ফলে উত্তাপ অনেক বেড়ে যাবে যাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে ।

এটি সংবিধানের তৃতীয় ভাগ (মৌলিক অধিকার) এর ২৭নং অনুচ্ছেদে বর্ণিত আছে ।

অস্ত্রোপাচারের আগে অজ্ঞান করাকে সাধারণত এনেসথেসিয়া বলা হয়। এনেসথেয়িার নির্দিষ্ট কোন প্রকারভেদ নেই, তবে যে সব এনেসথেসিয়ার ব্যবহার হয়ে আসছে সেগুলো হলোঃ জেনারেল এনেসথেসিয়া, রিজনাল এনেসথিসিয়া, সিডেইশন এনেসথেসিয়া, সারফেজ এনেসথেসিয়া ইত্যাদি।

রোগীর বিভিন্ন অপারেশনের জন্য এনেসথিসিয়ার প্রয়োজন হয়। তবে কোন কোন রোগীকে এনেসথিসিয়া করা যাবে এবং কোন ধরনের এনেসথিসিয়া করা হবে তা রোগীর রোগের ইতিহাস পর্যবেক্ষণের উপর নির্ভর করে। রোগীর কিডনি, হৃদযন্ত্র, মস্তিষ্ক, ফুসফুস ঠিকমতো কাজ করছে কিনা, এছাড়াও দেখা হয় রক্তচাপ, ডায়বেটিকস এবং স্ট্রোক ইত্যাদি । রোগের ইতিহাস জেনে এনেসথিসিয়া ঝুঁকিটা বেশি না কম তা বোঝার চেষ্টা করা হয়। যেহেতু ঝুঁকির মাত্রার উপর এনেসথিসিয়া করা হয় তাই এনেসথিসিয়া করার আগে রোগীর রোগের ইতিহাসের প্রমাণ আবশ্যক ।

মানুষের জিহ্বা ঐচ্ছিক পেশি দ্বারা গঠিত । জিহ্বা হলো মুখের একটি পেশিবহুল অঙ্গ, যা স্বাদের অনুভূতি যোগায় এবং লালার সংস্পর্শে খাবার নরম করে গিলতে সাহায্য করে। স্বাদের অনুভূতি যোগায় বলে একে স্বাদেন্দ্রিয়ও বলা হয়। এর উপরের অংশ কর্কশ এবং নিচের পৃষ্ঠ অর্থাৎ তলদেশ মসৃণ। আমাদের জিহ্বায় প্রায় ১০,০০০ গুটিকা বা স্বাদকোরক থাকে, এর মধ্যে স্বাদগ্রহী কোষ ও ধারক কোষ থাকে ।

করোনা মহামারীর বিস্তার রোধে যেসকল স্বাস্থ্যবিধি মেনে চলা উচিতঃ

  • মাঝে মাঝে সাবান-পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া।
  • হাত না ধুয়ে মুখ, চোখ ও নাক স্পর্শ না করা। হাঁচি কাশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা ।
  • ঠাণ্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সাথে না মেশা । 
  • মাংস ও ডিম খুব ভালোভাবে রান্না করা।
  • বন্য জীবজন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা। 
  • মুখে মাস্ক ব্যবহার করা ।

Related Sub Categories